নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ফেসবুক আইডি এখানে দিয়েছিলাম,ওরা আমাকে মেসেঞ্জারে হুমকি দেয়। তাই ডিলেট করে দিলাম।

আসাদুজ্জামান(আসাদ)

সামান্য একজন মানুষ

আসাদুজ্জামান(আসাদ) › বিস্তারিত পোস্টঃ

কত দিবেন ?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৪




বর্তমান সময়ের অবস্থা চিন্তা করে ছেলে এবং মেয়ের বাবা-মা কে কিছু পরামর্শ :

ছেলের বাবা-মা:
আপনি যদি ছেলের বাবা বা মা হয়ে থাকেন ,তাহলে যেকোন ভাবে একটু মানুষ করলেই হবে(দুঃখিত মানুষ না যে কোনো ভাবে একটু বড় করলেই হবে)।
ছেলের পিছনের খরচের চিন্তা আপনার করা লাগবে না ,কারন ২ দিন পরে যখন বিয়ে দিবেন মেয়ের ফ্যামেলি থেকে শুদে-আসলে সেগুলো বুঝে নিতে পারবেন , একেবারে ছেলে হওয়ার দিন থেকে বিয়ের খরচ পর্যন্ত যত খরচ হয়েছে সব চেয়ে নিবেন।

আর যেকোন ভাবে যদি একটা সরকারি চাকরি বাগাতে (ম্যানেজ করতে) পারেন তাহলে তো কোনো কথায় নেই ,ছেলের জন্য টাকা তো নিবেনই সাথে আপনার চোদ্দ গুষ্টির জন্যেও চেয়ে নিবেন(মোটেই লজ্জা করবেন না কিন্তু ),কারণ আপনার ছেলে সরকারি চাকরি করে হুমম।



মেয়ের বাবা-মা:
আপনাদেরকে একটু হতভাগায় বলতে হবে,কারন আপনি মেয়ের বাবা বা মা।
আপনার মেয়েকে না পড়িয়ে ঘরে বসিয়ে রাখুন। কারণ আপনি তাকে পড়তে পাঠালে সে অন্য কোথাও সম্পর্ক করবে বা কারো সাথে চলে যাবে, তখন কিন্তু আপনাদের কিডনি বেঁচেও বিয়ে দিতে পারবেন না.

এই পরিস্থিতি দেখে আমার নিজের ই আবার বিয়ে করতে মন চাচ্ছে,কত দিবেন হবু শশুর মশায় ?




"আরো উপলদ্ধি অন্য সময় লিখবো ইনশাআল্লাহ"

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: আমি সেকথাই বলি- ছেলে মেয়ে জন্ম দিলেই হবে না। তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে। মানুষ হিসাবে তাদের গড়ে তুলতে হবে। যে বাবা মা তাদের সন্তানদের ''মানুষ' হিসেবে গড়ে তুলতে পারবে না, তাদের ছেলে মেয়ে জন্ম দেওয়াই ঠিক না।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৩

নতুন বলেছেন: ছেলে দের মানুষ বানাতে পারলে যৌতুকের সমস্যা আর থাকবেনা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৩

আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: শুধু ছেলে না,ছেলের ফ্যামেলিকেও মানুষ হতে হবে । কারণ শিক্ষাটা পরিবার থেকেই আস।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৫

নতুন বলেছেন: অবশ্যই বাবা মা যদি চিন্তা করে তবে ছেলে কিভাবে খারাপ হয়।

সমাজেও ভন্ডামী আছে, নামে ধার্মিক, কিন্তু যৌতুক যে ইসলামে সমর্থন করেনা সেটা বিয়ের সময় সব মুরুব্বি ভুলে যায়।

কিন্তু মেয়ে নামাজ পড়ে কিনা, কোরান পড়ে কিনা জিঙ্গাসা ঠিকই করে। :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৯

আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: ঠিক বলেছেন

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মানুষ খোঁজা দরকার আগে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪০

আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: জি, ঠিক বলেছেন

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২২

কাইয়ুম বাঙালি বলেছেন: বাঙ্গালির এ স্বভাব তারাতারি পরিবর্তন হবেনা। অন্তত ২০০ বছরে পরিবর্তন হবে কিনা বলা যায়না। এখন যৌতুকের বিরুদ্ধে যত প্রচারই চালানো হোক না কেন। যৌতুক ছাড়া ছেলের পরিবার বিয়ে করাতে চায় না, আবার যৌতুক নেবেনা এরকম পরিবার খুজে পাওয়াও যায় না। তবে অনেক ছেলে আছে যারা যৌতুক নিয়ে বিয়ে করতে চায় না। আর এই যৌতুক না নিতে চাওয়া ছেলের ব্যাপার বাবা মা বলে আমাদের ছেলে হচ্ছে বোকা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:০৬

আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: জি ভাই,ঠিকই বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.