নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ফেসবুক আইডি এখানে দিয়েছিলাম,ওরা আমাকে মেসেঞ্জারে হুমকি দেয়। তাই ডিলেট করে দিলাম।

আসাদুজ্জামান(আসাদ)

সামান্য একজন মানুষ

আসাদুজ্জামান(আসাদ) › বিস্তারিত পোস্টঃ

ডিসকাউন্টের বিয়ে

২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩০

এখন বিয়েটা হয়ে গেছে নেগোসিয়েশনের বিষয় ।





মেয়ে বিয়ে দিতে গেলে আগে থেকেই জামাইকে খুশি করতে হবে।
আর যদি মেয়ের কোনো ত্রুটি থাকে(যেমন কারো সাথে প্রেম/পালিয়ে যাওয়া বা একবার বিয়ে হলে) তাহলে তো কোনো কথায় নেই,আমাদের টেক্সটাইলে সেক্টরের মত শিপমেন্ট ডেট ফেইল হইলে যেমন ডিসকাইন্ট দিয়ে শিপমেন্ট করা লাগে তেমনি এখানেও ঐ মেয়ের বিয়ে দিতে গেলে ডিসকাউন্ট (পড়ুন যৌতুক) দিতে হবে।আগে মানুষ সাইকেল/টিভি/ফ্রিজ চাইতো এর এখন সরাসরি টাকা ।আর এই যৌতুক চাওয়ার দোলে ম্যাক্সিমাম ই শিক্ষিত নামের.......গুলো।

ভাই আপনার পছন্দ না হলে বিয়ে করবেন না,তাই বলে যৌতুক চাইবেন ?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: যৌতুক তো শিক্ষিত মানুষেরা বেশি নেয়। যুগ যুগ ধরে যৌতুকের বিরুদ্ধে বলা হচ্ছে, এখনও লোকজন যৌতুক নেওয়া থামায় নাই।

আমার এক সহকর্মী বিয়ে করলো। সে অনেক কিছু যৌতুক নিলো। এবং সে গর্ব করে তার যৌতূক কি কি পেলে তা বিস্তারিত বলল। কোনো লজ্জা শরম নাই। বরং ভাবটা এরকম ছিলো- আমার যোগ্য। তাই আমাকে এত এত দিয়েছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:০৮

আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: আপনার ঐ বেহায়া কলিগের সাথে আপনার দূরত্ব বজায় রেখে চলা উচিৎ।এরা খুব এ স্বার্থপর হয়ে থাকে

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৯

বিটপি বলেছেন: বিয়ে না করলে মেয়েটার কি হবে? বয়েস বেড়ে গেলে তাকে কে বিয়ে করবে? তাছাড়া মেয়ের বাবা মা যৌতুক দিয়ে হলেও মেয়েকে বাড়ি থেকে ভাগাতে পারলে বাঁচে - আপনি এখানে কথা বলার কে? মেয়েটার বিয়ের ব্যবস্থা করতে পারেন কিনা দেখেন, তারপর যৌতুক বিরোধী কথা বার্তা বলতে আসেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৯

আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: তার মানে আপনি যৌতুক কে সাপোর্ট করছেন। গুড... ,বয়স বেড়ে যাবে এ জন্য টাকা দিয়ে আপনি বিয়ে দিতে চাইছেন। অথচ যে ছেলে টাকা চেয়ে নিয়ে বিয়ে করলো সে কতটুকু সুখে রাখবে সেটা একবারো ভাবলেন ন।

৩| ০১ লা মার্চ, ২০২২ সকাল ১১:০৪

বিটপি বলেছেন: আমি মোটেও যৌতুক সাপোর্ট করছিনা। যে ছেলের কিশোর বয়েসের ক্রাশ দীপিকা বা ক্যাটেরিনা, সে একেবারে গ্ল্যামারের ধারেকাছেও নেই - এরকম একটা মেয়েকে কিসের লোভে বিয়ে করবে? কেন তার খাওয়া পড়ার দায়িত্ব নেবে? সংসারের বিশাল বোঝা কাঁধে নেবে? যৌতুক পেলে সে রাজী হয়ে যায়, আর কিছু না হোক, মেয়ে বিয়ে করে কিছু টাকা তো পাওয়া গেল। বাবা-মাও খুশী, আপদ তো বিদায় করা গেল!

যে বাবা-মা যৌতুক দিয়ে মেয়ের বিয়ে দেয়, তারা সাধারণত মেয়ের সুখের কথা চিন্তা করেনা, মেয়ে সব সহ্য করে কোনমতে টিকে থাকবে - এই আশায় তারা মেয়ে নামের বোঝা ঘাড় থেকে নামিয়ে দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.