নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামান্য একজন মানুষ
ইউটিউব তাদের মনিটাইজেশন পলিসি কিছুটা আপডেট করেছে
১। চ্যানেল খুলেই মনিটাইজেশন অন করতে পারবেন না
২। মনিটাইজেশন অন করার জন্য মিনিমাম ১০ হাজার ভিউ থাকতে হবে
৩। ১০ হাজার ভিউ আনার পর ইউটিউবের কাছে মনিটাইজেশন এর জন্য আবেদন করতে হবে
৪। ১০ হাজার ভিউ কোন একটি ভিডিওর না পুরো চ্যানেলের
৫। ইউটিউব আপনার চ্যানেলটি রিভিউ করবে
৬। ইউটিউব রিভিউ করার পর দেখে আপনি তাদের কোন পলিসি ভায়োলেট করেননি তাহলেই কেবল মনিটাইজেশন এর অনুমতি পাবেন
৭। এর পর থেকে আপনি আপনার চ্যানেল এড শো করাতে পারবেন
এটি একটি ভালো স্টেপ সামনে হয়তো আরও ভালো কিছু আপডেট দেখা যাবে
[link|https://youtu.be/eNkWc_BLGY8|ইউটিউব এর ভিডিওটি দেখুন, তাহলে বুঝবেন: এখানে ক্লিক করুন
লেখাঃ আরিফ ভাই
২| ০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪০
রিফাত হোসেন বলেছেন: আমি ১০০ ভাগ খুশি হয়েছি। আমি নিজেই কয়েকটা ভাঁড় মার্কা ভিডিও নিয়ে ইদানিং রিপোর্ট দিয়েছিলাম।
সুফল যে এত দ্রুত আসবে কল্পনা করি নাই।
ইউটিউব নয় বরং এর সাথে ইউটিউব ব্যবহারকারীদের রেসপন্সও জড়িত।
---
যে যেভাবে পেরেছে, যে উপায়েই হোক ভিডিও আপলোড করে গিয়েছে। হোক চুরি, কাট কপি পেষ্ট, যা মনে চায়, ব্যক্তিগত ফুটেজ, অনুমতি ব্যাতীত, রাস্তায় বিরক্ত করা(prank কে ছাড়িয়ে যাওয়া) ইত্যাদি।
the Importance of quality over quantity ব্যাপারটা মাথায় রাখা উচিত ছিল।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২১
বুরহানউদ্দীন শামস বলেছেন: ১০ হাজার ভিউ আনার পর ইউটিউবের কাছে মনিটাইজেশন এর জন্য আবেদন করতে হবে
যাদের মনিটাইজেশন অন করা আছে তাদের উপায় কি?