নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ফেসবুক আইডি এখানে দিয়েছিলাম,ওরা আমাকে মেসেঞ্জারে হুমকি দেয়। তাই ডিলেট করে দিলাম।

আসাদুজ্জামান(আসাদ)

সামান্য একজন মানুষ

আসাদুজ্জামান(আসাদ) › বিস্তারিত পোস্টঃ

সম্পর্কে শ্রদ্ধা থাকা কতোটা প্রয়োজন ?

১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪১



সম্পর্কে থাকলে দুজনের মধ্যে ঝগড়া, কথা কাটাকাটি বা তর্ক হতেই পারে। এটি খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন দুই পক্ষ তা ধরে বসে থাকে এবং অনেকটা সময় পার করে দেয়। এভাবেই দূরত্বের সৃষ্টি হতে থাকে সম্পর্কে। তাই ঝগড়ার পর সম্পর্ক আবার নতুন করে মধুরতা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে দুজনকেই। এতে করে দুইজনের প্রতি শ্রদ্ধা বাড়বে এবং সম্পর্কও হবে দীর্ঘস্থায়ী।

ব্যাপারটি মিটিয়ে ফেলার চেষ্টা না করে যত ধরে বসে থাকবেন ততোই সম্পর্কে এর খারাপ প্রভাব পড়তে থাকবে, তাই ধরে নিয়ে বসে থাকার মনোভাব বাদ দিন। ঝগড়া যে ব্যাপারটি নিয়েই হোক না কেন, তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন সেখানেই।

দুজনে যে মধুর সময় একসাথে কাটিয়েছেন তা মনে করুন। ঝগড়ার পর মনে হতেই পারে আপনার সঙ্গী আপনাকে একেবারেই ভালোবাসেন না, তার সাথে জড়িয়ে আপনি জীবনে সুখ পেলেন না ইত্যাদি ধরণের কথা। কিন্তু দুজনের একসাথে কাটানো মধুর স্মৃতি মনে করে দেখুন। এই ধরনের আজেবাজে কথা মাথা থেকে দূর হয়ে যাবে নিমেষেই।

ভুল যারই হোক, দুজনেই দুজনের কাছে ক্ষমা চেয়ে নিন। হতে পারে যেকোনো একজনের জন্য আপনাদের মধ্যে ঝগড়া হচ্ছে; অথবা দুজনের ভুলের কারণেই, তাই ভুল যারই হোক না কেন, সম্পর্কে পুনরায় মধুরতা আনতে দুজনেই দুজনের কাছে ক্ষমা চেয়ে নিন। এর কারণ হচ্ছেঃ ভুল যারই হোক না কেন ঝগড়া দুজনেই করেছেন। এতে করে দুজনের মনে দুজনের জন্য নতুন করে ভালোবাসার সৃষ্টি হবে।

জোর করে কিছুই করবেন না। জোরাজুরি করে কোনও কিছুই হয় না, এই কথা মনে রাখবেন। যদি সঙ্গী আপনার মতো চিন্তা না করতে পারেন, তবে আপনি তাকে জোর করে নিজের মতো করে ভাবতে বাধ্য করতে পারবেন না। তিনি যখন সহজ হবেন তখনই তার সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করে নিন। না হলে নতুন করে ঝগড়ার সূচনা হবে।

মনে করুন তো আপনারা একে অপরকে কতটা ভালোবাসেন? আপনি নিজেও হয়তো জানেন না, আপনারা একজন আরেকজনকে কতটা ভালোবাসেন। তাই সামান্য ঝগড়ার কারণে হুটহাট রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। এবং সব চাইতে বড় বিষয় হল ভাব ধরে বসে থাকবেন না। সম্পর্কে ভাব ধরে বসে থাকলে সেই সম্পর্ক সুখের হয় না এবং দীর্ঘস্থায়ীও হয় না। ভুল করলে ক্ষমা চেয়ে নিন। প্রকাশ করুন একে অপরের প্রতি ভালোবাসা।

লেখকের ফেসবুক পেজ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.