নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামান্য একজন মানুষ
প্রিয় মানুষটা আজ আমার থেকে অনেক খানি দুরে।
অনেক দিন হয়ে গেছে তোমার কোমল কন্ঠস্বর শুনতে পায়নি।আজ আর কেউ আমার সাথে অভিমান করে না।
অস্পষ্ট কন্ঠে অভিমান নিয়ে কেউ আর বলে না যে,আমার দিকে তোমার খেয়াল না রাখলেও চলবে।
রাগান্বিত হয়ে কেউই বলে না,আমার থেকে যখন অন্য মানুষ গুলো বেশি ভালো তবে,তাদের কাছেই যাও না কেন।
তোমার গায়ের সেই চিরচেনা গন্ধটাও আজ ভুলতে বসেছি,আগের মত বাতাসে ভাসেনা।
অনেক স্মৃতিময় মূহুর্ত আজ ধূলায় লুন্ঠিত,মাকড়সার বেড়াজালে আবদ্ধ হয়ে আছে না মনে করিয়ে দেয়ার অভাবে।
ভাঙা হৃদয়ের শুন্য উঠানে আজও তোমার পায়ে পরা সেই নুপূরের শব্দ শুনতে পায়,যদিও সেটা কেবলই স্মৃতির প্রতিধ্বনি মাত্র।
তুমি বড্ড অভিমানি ছিলে,শেষবার যখন তাকিয়েছিল তখনও অভিমান ছিল তোমার চোখে,হয়ত কিছু বলতে চেয়েছিলে____
আজ আমার সম্মুখগতি আর পশ্চাৎগতি উভয়ই সমান,সবই যে শুন্য_____
তোমার রেখে যাওয়া অভিমান গুলো নিয়েই আজ নিজের মধ্যে আবদ্ধ থাকি.......থাকতেও
চাই______
তবুও মাঝে-মাঝে খুব জানতে ইচ্ছে হয়_____
------ আজও কি অভিমান করে আছো ------
লেখকের ফেসবুক লিঙ্কঃ এখানে
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৬
ভ্রমরের ডানা বলেছেন:
আহা রে!