নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামান্য একজন মানুষ
আচ্ছা আমার প্রতি তোমার এ মনোভাব কতদিন থেকে,মানে কতদিন থাকে আমার কথা শুনতে তোমার মনে চাচ্ছে না ?
তাহলে এতদিন তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কথা বলেছো...?
কিন্তু কেন ? বিদায় নেওয়ার জন্য কোন সুযোগ পাচ্ছিলেনা তাই ?
আসলে আমারই বুঝা উচিৎ ছিল ,আমি এত অন্ধভাবে তোমার ভিতর ডুবে ছিলাম যে বুঝতেও পারলাম না আমার প্রিয় মানুষটি আমার প্রতি এত বিরক্ত...
আচ্ছা যায় হোক এবার আমাকে কি একটু বলতে পারবে কেন হঠাৎ আমার প্রতি তুমি এত বিরক্ত...? অবশ্য প্রশ্ন করার আগে আমার নিজেরই বুঝা উচিৎ এখন থেকে এক বছর আগে আমার যে অবস্তান ছিল এখন তা আর নেই। এবং ভবিষ্যতেও আমার দ্বারা ভালো কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম(আমার আগে অবশ্য তুমিই এটা বুঝলে)...
তুমি কেন, হয়তো কেউই আমার এ অবস্থায় আমার সাথে থাকবে না ।
তবে তোমাকে ধন্যবাদ এই জন্য যে, আমার জীবনের সবচেয়ে দুরবস্থার সময় তুমিই আমার পাশে ছিলে।
জীবন থেমে থাকে না, হয়তো আমারও থাকবে না তবে তোমার সাথে কাটানো সুখের মুহূর্ত ভুলে থাকা সম্ভব না...
ভালো থেকো “ময়না”
অসমাপ্ত ...
২| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৫৬
হারুনর রশিদ কায়সার বলেছেন:
শ্রদ্ধেয়
এই পোষ্টটি অনেক ভালো লেগেছে । অনেক ধন্যবাদ । আশা করি এই রকম পোস্ট আপনার কাছ থেকে আরো পাবো । জনপ্রিয় নিউজ সাইট http://www.onn24.com এ আমি চিফ রিপোর্টার হিসেবে দায়িত্বরত । আমাকে আপনার লিখাগুলো নিয়মিত পাঠাবেন । আমি তা প্রকাশনার ব্যাবস্থা করবো । আমার ইমেইলঃ- [email protected]
০৫ ই জুলাই, ২০১৫ ভোর ৪:০৭
আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: ধন্যবাদ ,কায়সার ভাই আপনার আন্তরিক আগ্রহ প্রকাশের জন্য ।আমি আনন্দিত যে আপনি আমার লেখা প্রকাশ করতে চেয়েছেন । আমি নিয়মিত লেখালেখি করি না,যখন সময় পায় তখন লিখি তারপরও যদি সম্ভব হয় আমি আপনাকে মেইল করার চেষ্টা করবো ।আমার কোন লেখা আপনার পোর্টাল এ প্রকাশ করলে আমাকে লিঙ্ক টা একটু দিবেন ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:০৮
অবনি মণি বলেছেন: বাহ ময়না! আমারও আদুরে নাম ময়না।