নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামান্য একজন মানুষ
কিছুক্ষণ আগে একটা অনলাইন নিউজ পোর্টাল এ একটা ধর্ষিত মেয়েকে নিয়ে শিরোনাম করেছে এবং প্রুভ হিসেবে ঐ মেয়েটির ২ টা ছবি দিয়েছে,যার মধ্যে একটা ছবি পিছন দিক থেকে উঠানো যেখানে দেখা যাচ্ছে ঐ মেয়েটির শরীর এ কোন বস্ত্র নেই এবং অন্য ছবিটা সামনে থেকে উঠানো ।
এখন কথা হচ্ছে মেয়েটার বস্ত্রহীন ছবিটা না দিলে কি কোন সমস্যা হতো ?
নাকি অতি উৎসাহী কিছু মানুষ কে নিউজটার প্রতি আকর্ষণ করানোর জন্য দেওয়া হয়েছে?
বিষয়টা যাইহোক(কমার্শিয়াল) মেয়েটার ঐ ছবিটা দিয়ে কি মেয়েটাকে আর একবার অপদস্ত করার সুযোগ করে দেওয়া হল না তাদের সামনে, যারা মানুষের দুর্বল দিক খুঁজে বেড়াই।সেই সাথে তার ভবিষ্যৎ লাইফ এর উপর এর প্রভাব পড়বে কি না এটা ভাবা উচিৎ ছিলনা...?
আমি মনে করি প্রত্যেককে তার সীমাবদ্ধতার মধ্যে থেকে দায়িক্ত পালন করা উচিৎ।শরিরের কোন যায়গাই আঘাতের চিহ্ন আছে সেটা দেখার দায়িক্ত প্রশাসন সহ তাদের সাথে সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানগুলোর।এটা সাংবাদিক এর কাজ নয়।
পরিশেষে সাংবাদিককূলকে বলতে চায়, বাণিজ্যিক দিকটায় অবশ্যয় নজর দিবেন কিন্তু দয়া করে এভাবে কাউকে অপদস্ত করে না।
......আসাদ
২| ১৭ ই জুন, ২০১৫ দুপুর ১:২১
কামাল - বলেছেন: হ্যা, এই পরির্বতন আমাদের হৃদয়ের ভিতরে নিয়ে আসা দরকার।
৩| ১৮ ই জুন, ২০১৫ রাত ১:০৬
প্রামানিক বলেছেন: আপনার কথা ঠিক।
৪| ১৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: আপনাদের সুন্দর মন্তব্বের জন্য ধন্যবাদ ...
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০১৫ দুপুর ১২:১১
জুবায়ের আহমদ বলেছেন: হ্যা, এই পরির্বতন আমাদের হৃদয়ের ভিতরে নিয়ে আসা দরকার।