নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামান্য একজন মানুষ
শিরোনাম দেখে হইত এতক্ষণ ভাবছেন, ছেলেটি কি অসভ্য, তাই না ?
আসলে ভাববারই কথা ।কিন্তু এই কথাটি যখন একটি ছেলের সাথে বাবার কথোপকথনের সময় বাবা ব্যাবহার করে তখন কি এটা সভ্য হিসেবে পরিগণিত হবে ?
হ্যা ঠিক তেমনটিই তো শুনলাম ।আমি একদিন রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলাম এমন সময় একটি কথা শুনে থমকে দাঁড়ালাম।
একজন বাবা কোন একটা বিষয় নিয়ে তার ছেলের সাথে বাগবিতণ্ডার সময় বলল “এই বুকাচুদা” । আসলে এটা কি কোন বাবার মুখের ভাষা হতে পারে অন্তত ছেলের সাথে ব্যাবহার এর ক্ষেত্রে ?আমার মনে হয় না ।
তাই যদি না হবে তাহলে ঐ ছেলেটির জন্ম কি আজন্ম পাপ(এটা শুনার জন্য) ?এটা আমার কথা না কিছুক্ষণ পর ঐ ছেলেটি কাঁদছে আর তার মা কে বলছে ।
তারও কিছুক্ষণ পর ছেলেটি ঐ বাবা কে বলছে,বাবা তুমি তো আমাকে অন্যভাবে গালি দিতে পারতা.... বাবা তখনও বলছে তিনি ঠিক বলেছেন ।
বাবা তখনও তার সিদ্ধান্তে অটল থাকাই বাবাকে আমাদের কিছু বলার নেই...
শুধু দূর থেকে অচেনা ঐ ছেলেটির পক্ষ থেকে বলতে চায় বাবা তুমি তো ওকে জন্ম না দিলেই ভাল হতো....
বিঃদ্র- লেখাটি হবু বাবাদের জন্য...
CoLlEcTeD
©somewhere in net ltd.