নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে কোন গণ অভুত্থান হয় নি হয়েছে গণ প্রতারনা । এই গণ প্রতারনা হয়েছে স্টেপ বাই স্টেপ প্রতারনামূলক বেশ কয়েকটা সাম্প্রদায়িক ঘটনার মাধ্যমে । আমার দেখেছি এর আগে বেশ কিছু সংখ্যা লঘুদের উপরে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ এনে আক্রমন, সব ঘটানার পিছে ছিল -- ফেসবুকে গুজব রটিয়ে এলাকা বাসিকে প্রতারিত করে আক্রমন করা ।
কোটা আন্দোলন ছিল গোটা জাতির সাথে গণ প্রতারনা। প্রথমত দেশে কোন কোটাই নেই, যেটা নেই সেটাকে নাই করার দাবি প্রতারনা।
শেখ হাসিনা সাধারন ছাত্রদের রাজাকার বলেন নি কিন্তু রাজাকার বলেছে বলে জতির সাথে প্রতারনা করা হয়েছে ।
সর্ব শেষ -- আন্দোলনে স্নাইপার এবং সুটার দিয়ে নিজেরা নিজেদেরকে হত্যা করে সরকারের উপরে দোষ চাপিয়ে করা হয়েছে গণ ধোকাবাজি প্রতারনা ।
এই আন্দোলন কোন গণ অভুত্থান ছিল না ছিল গণ প্রতারনা ।
২| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:৫৪
আহরণ বলেছেন: রগকাটা শিবির জঙ্গিদের evil brain দিয়ে সব সম্ভব। মৌলবাদ আধুনিক সভ্যতার শত্রু................
৩| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:১৯
আমি নই বলেছেন: ৫ জুন আদালতের আদেশে কোটা বহাল করা হয়, এটা অস্বীকার করে আপনিই সবচাইতে বড় প্রতারনা করার চেষ্টা করতেছেন ব্লগবাসীর সাথে।
আন্দোলনকারী ছাত্রদের দাবী ছিল নির্বাহী বিভাগ তথা তৎকালিন পিএমের কাছে, তিনি যেন সংসদ বসিয়ে একটা বিল পাশ করেন যাতে আদালতের কোনো বিষয় এখানে না থাকে।
রাজাকার বলেছেন কি বলেন নাই তার ভিডিও প্রমান আছে, আন্দোলনের সময় আইনরক্ষাকারী বাহিনিগুলো সহ তৎকালিন সরকারী দলের নেতা-কর্মিরা গুলি করে পাখির মত মানুষকে হত্যা করেছে তারো হাজার হাজার ভিডিও ফুটেজ আছে। কিন্তু স্নাইপার, সুটার এগুলো শুধু আপনার কল্পিত দাবীতেই পাওয়া যায়, বাস্তবে কোনো প্রমান পাওয়া যায় না।
৪| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:৫৯
এ আর ১৫ বলেছেন: জুনে হাইকোর্ট এর রায় গেজেট বাতিল হয়, সরকার তখন সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে আপিল করে এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে স্থগিত করে দেয়, তারমানে ২০১৮ সালের প্রজ্ঞাপন এখন বহাল। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করা যায় না করতে হয় আপিল,না হোলে সেটা আদালত অবমাননার পর্যায় চলে যায়। এই আন্দোলন জাতির সাথে প্রতারনা।
শেখ হাসিনা কি বলেছে নীচের লিংকে দেখুন৷
https://www.facebook.com/share/r/14z9MSquz2/
৫| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:২৬
প্রহররাজা বলেছেন: পরিকল্পিত ভাবে কিছু ছাত্র কে নিজেরাই গুলি করে মারসে ইউনুস আর খিলাফতের লোকজন, বাকিরা মারা গেছে পুলিশ আর থানা আক্রমণ করতে গিয়ে। বাম গুলা ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফাইসে। নারীবাদী, শুশীল, শিল্পীরা হাওয়া বুঝে পাল তুলে এখন ফেসবুকে কান্নাকাটি করছে।
৬| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:২৯
প্রহররাজা বলেছেন:
ছাত্র হত্যাকাণ্ডের মুল নায়ক রা ইউনুস আর টোকাই সারজিস মলমের সাথে।
৭| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:০০
আমি নই বলেছেন: এ আর ১৫ বলেছেন: জুনে হাইকোর্ট এর রায় গেজেট বাতিল হয়, সরকার তখন সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে আপিল করে এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে স্থগিত করে দেয়, তারমানে ২০১৮ সালের প্রজ্ঞাপন এখন বহাল। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করা যায় না করতে হয় আপিল,না হোলে সেটা আদালত অবমাননার পর্যায় চলে যায়। এই আন্দোলন জাতির সাথে প্রতারনা।
শেখ হাসিনা কি বলেছে নীচের লিংকে দেখুন৷
https://www.facebook.com/share/r/14z9MSquz2/
আন্দোলনকারীরা আদালতের রায়ের বিরোদ্ধে আন্দোলন করেনি, তাদের দাবী ছিল নির্বাহী বিভাগের কাছে। আদালতের খেলা সরকার আর আদালতের মাঝে। নির্বাহী বিভাগ পার্লামেন্টে আইন করলে আদালতের কিছুই করার থাকবেনা তাই ছাত্ররা আদালতে যায় নাই, দাবী করেছে নির্বাহী বিভাগের প্রধানের কাছে। ওরা বোকা নয়, কিন্তু বোঝার ক্ষমতা আপনার আছে বলে মনে হয় না।
যেই ভিডিও দিলেন সেইটাওতো এডিট করা, পুরো নয়। অসম্পুর্ন ভিডিও দিয়ে আবারো প্রতারনা করার চেষ্টা করলেন। ভিডিও আরো আছে, আর সেগুলো আপনারটার মত এডিট করা নয়
৮| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩০
এ আর ১৫ বলেছেন: এমন প্রতারক মেধাবী যে জানে না, আদালতের রায়কে পার্লামেন্ট কিছুই করতে পারে না এবং আদালতের রায় আদালতে মোকাবেলা করতে হয়। সম্পুর্ন প্রতারণা মুলক আন্দোলন।
যে ভিডিও দিলেন, কোথাও সাধারণ ছাত্রদের রাজাকার বলা হয় নি। এই নিয়ে মিথ্যাচার করে প্রতারণা করা হয়েছে
৯| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খালি হাসি পায় কিত্তাম
১০| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪৭
নতুন বলেছেন: আপসোস লীগের এতোগুলি মানুষ হত্যার পরেও কোন অনুসুচনা নাই দেখে অবাক লাগে।
পেটে লাথি পরেছে বুঝতে পারছি, কিন্তু সত্যটা আবারও বলে দেই।
শেখ হাসিনা পালিয়েছে
২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:০৫
এ আর ১৫ বলেছেন: এই আন্দোলন ছিল প্রতারনা মূলক এবং জামাত হিজবুল তাহিরির মাস্টার প্লান, সেটা ইতি মধ্যে প্রকাশ হয়ে গেছে । অনেক প্রগতিশীল যারা এই প্রতারনা মূলক আন্দোলনকে সমর্থন দিয়েছিল , তারা যখন নিজেদের ভুল বুঝতে পারে তারা সবাই , এই চক্রের বিরুদ্ধে অবস্থান নেয় । মুক্তিযোদ্ধা এবং এডভোকেট জেড আই পান্না, যিনি এই আন্দোলনের পক্ষে ছিলেন এবং আওয়ামী লীগ সরকার যখন ৬ জন সম্মনয়ককে গ্রেফতার করে , তখন তাদের কে ছাড়িয়ে আনার জন্য আইণী লড়াই করেন , তিনি পর্যন্ত শক্ত ভাবে ইউনুস সরকারের বিরুদ্ধে অবস্থান নেন ।
যারা প্রগতিশীল হিসাবে পরিচিত এবং আন্দোলনের পক্ষে ছিল তারা সবাই অবস্থান পরিবর্তন করে কিন্তু ব্যতিক্রম হোল আপনি । এখন এটা পরিষ্কার যে আপনি আসলে বাহিরে প্রগতিশীলতার ভেক ধরে আছেন কিন্তু ভিতরে ভিতরে হিজবুল তাহিরি বা জামাতের অনুসারি । সমস্ত সম্ময়নকদের , জামাত শিবির , হিজবুল তাহিরির কানেকশন প্রকাশ পেয়ে গেছে , যারা সবাই প্রগতিশীলতার পোষাক গায়ে লাগিয়ে ছিল । এই ফোরামের প্রগতিশীল ব্লগারদের ভিতরে শুধু আপনাকে ই দেখলাম ভিতরে ভিতরে তালেবান ।
বুঝলাম আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শ বিরুধী এই ইউনুস সরকারের প্রতি আপনার অনুরাগ প্রমান করে আসলে আপনি অন্তরে একটা জামাত / হিজবুল তাহেরি ।
১১| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫৬
আমি নই বলেছেন: এ আর ১৫ বলেছেন: এমন প্রতারক মেধাবী যে জানে না, আদালতের রায়কে পার্লামেন্ট কিছুই করতে পারে না এবং আদালতের রায় আদালতে মোকাবেলা করতে হয়। সম্পুর্ন প্রতারণা মুলক আন্দোলন।
যে ভিডিও দিলেন, কোথাও সাধারণ ছাত্রদের রাজাকার বলা হয় নি। এই নিয়ে মিথ্যাচার করে প্রতারণা করা হয়েছে
কোথায় পাইছেন আন্দোলনকারিরা পার্লামেন্টকে আদালতের রায়কে পরিবর্তন করতে বলেছে? আপনার হয়ত জানা নেই পার্লামেন্টে আইন তৈরি করা হয় এবং আদালত পার্লামেন্টে তৈরি করা আইনেই রায় দ্যান। ছাত্ররা চেয়েছে যেন কোটা সংস্কার করে পার্লামেন্টে একটা আইন করা হয়, যেন কেউ আদালতের ঘারে বন্দুক রেখে চালাতে না পারে। প্রতারণা মুলক আন্দোলন বলে মনে মনে সুখ নিতেই পারেন, কেউ কিছুই মনে করবেনা । কিন্তু আজাইরা লজিক দিয়েন না।
চোখের সামনে ঘটে যাওয়া কোনো ঘটনাকে অস্বীকার করার এক অসামান্য প্রতিভা আপনাদের আছে। আপনি অসম্পুর্ন ভিডিও দিয়ে দাবী করে সেটাই সাবেক পিএম বলেছেন অথচ উনি অনেক কথাই বলেছেন, এটা কি প্রতারনা ছিলনা?? ভিডিওতে সাবেক পিএম স্পস্ট করেই বলেছেন "মুক্তিযোদ্ধার সন্তান-নাতিপুতি মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা-নাতিপুতি মেধাবী" এখানে রাজাকারের বাচ্চারা-নাতিপুতি বলতে কাদের বুঝিয়েছিলেন??
১২| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:০৭
কাঁউটাল বলেছেন: হাউয়ামি লীগ সব সময়ই গায়ের জোরে কথা বলে, এদের জুলুমবাজিকে রুখে দিতে হবে।
১৩| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:১০
প্রহররাজা বলেছেন: ট্রাম্প জিতে গেলে যখন ঈউনুচের আর ওয়াকারের আমেরিকা লবিং বন্ধ হবে টোকাই ছাত্র নেতাদের পুলিশ ভালো ডলা দিবে।
১৪| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৫
এ আর ১৫ বলেছেন:
"মুক্তিযোদ্ধার সন্তান-নাতিপুতি মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা-নাতিপুতি মেধাবী"
--- মাথার লেবেল যে কোথায়, সেটা বোঝা যায়, দাবি করে মেধাবী!! এই বাক্যে সাধারণ ছাত্রদের রাজাকার বলা হয়েছে কোথায়।
ছাত্ররা চেয়েছে যেন কোটা সংস্কার করে পার্লামেন্টে একটা আইন করা হয়, যেন কেউ আদালতের ঘারে বন্দুক রেখে চালাতে না পারে
---- এমন রাম ছাগল ছাত্ররা যে জানে না, সুপ্রিম কোর্টে রায় হয়ে গেলে, আদালতের আর কোন মামলা করা যায় না। এনারা ধোকাবাজি প্রতারণায় খুব মেধাবী।
১৫| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৪
আমি নই বলেছেন: এ আর ১৫ বলেছেন:
--- মাথার লেবেল যে কোথায়, সেটা বোঝা যায়, দাবি করে মেধাবী!! এই বাক্যে সাধারণ ছাত্রদের রাজাকার বলা হয়েছে কোথায়।
কাদের বলা হয়েছে সেটাইতো জানতে চাইলাম। পারলে দাদা/নানার পরিচয়সহ প্রকাশ করেন, আমরাও দেখি তিনি কোন ডাটা নিয়ে কাকে কাকে রাজাকার বলেছিলেন।
---- এমন রাম ছাগল ছাত্ররা যে জানে না, সুপ্রিম কোর্টে রায় হয়ে গেলে, আদালতের আর কোন মামলা করা যায় না। এনারা ধোকাবাজি প্রতারণায় খুব মেধাবী।
প্রতিটা উত্তরেইতো প্রমান দিচ্ছেন রাম ছাগল কে। আপনার সুপ্রিম কোর্ট, মামলা আপনার কাছে রাখেন। কে মামলা/রায় নিয়ে কথা বলতেছে? ছাত্ররা বলেছে আইন নিয়ে, যেই আইনে আপনার সুপ্রিম কোর্ট চলে।
২৭ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৩
এ আর ১৫ বলেছেন: আপনার সুপ্রিম কোর্ট, মামলা আপনার কাছে রাখেন। কে মামলা/রায় নিয়ে কথা বলতেছে?
---- ১১ নং কমেন্টে বলেছেন --- ছাত্ররা চেয়েছে যেন কোটা সংস্কার করে পার্লামেন্টে একটা আইন করা হয়, যেন কেউ আদালতের ঘারে বন্দুক রেখে চালাতে না পারে
এর উত্তর হোল --- সুপ্রিম কোর্টে রায় হয়ে গেলে, আদালতের আর কোন মামলা করা যায় না এর অর্থ হোল আদালতের ঘারে বন্দুক রেখে কিছু করার রাস্তা বন্ধ কারন কোন বিষয়ে সুপ্রিম কোর্ট কোন রায় দিলে সেটাই ফাইনাল, এর বিরুদ্ধ কোন মামলা বা আদালতের কাধে বন্দুক রেখে কিছুই করা যায় না । এই কারনে এই প্রতারকরা গুলো রাম ছাগল কিন্তু ধোকাবাজ ।
কাদের বলা হয়েছে সেটাইতো জানতে চাইলাম।
মূল কথা -- "মুক্তিযোদ্ধার সন্তান-নাতিপুতি মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা-নাতিপুতি মেধাবী" -- এখানে দুইটা পক্ষ আছে একটা মুক্তি যোদ্ধার নাতি পুতি এবং অন্য পক্ষ রাজাকারের নাতিপুতি । এখানে দেশের বাকি জনগণ অনুপুস্থিত । বাকি জন সাধারন এই বাক্যে আসবে না ।
যদি বলা হয় - " বাংলাদেশের খেলোয়াররা মেধাবী না, আফগানিস্থানের খেলোয়াররা মেধাবী" ---- এই বাক্যে পাকিস্থান, ভারত, অষ্ট্রেলিয়া সহ অন্যান দেশের খেলোয়ারদের বোঝায় কি ? --
সাধারন ছাত্রদের রাজাকার বলা হয়েছে -- এই দাবি তো গন প্রতারনা ।
১৬| ২৭ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৭
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি নিজেকে প্রতারিত হয়েছি " ভেবে ক্রোধান্বিত হোন?
১৭| ২৭ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:২৩
দর্পণের প্রতিবিম্ব বলেছেন: আসলে প্রতারিত হয়েছে আফসোস লীগের সদস্য এবং সাপোর্টরা! এই যেমন আপনি তাদের মধ্যে একজন চিরকাল ক্ষমতায় থেকে চেতনার ব্যবসা করা লীগ কখনও ভাবতেই পারে নাই তাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়ার পরিস্থিতিও দেখতে হবে।
কেন আপনার মত মানুষজন দেখতে পান না কি পরিমাণ জুলুম তারা করেছে গত এক যুগের বেশি সময় ধরে! গোটা পুলিশকে পালিয়ে বেড়াতে হচ্ছে আজ তাদের জন্য! আর আপনি বলছেন এই আন্দোলন গণ প্রতারণা হয়ে গেল!! ব্রেনকে সঠিক বিষয়ে কাজে লাগান। ফ্যাসিস্টকে সাপোর্ট না করে নিন্দা জানান, দেখছেন তো পনেরা বছর এখন মনে হচ্ছে গতকাল আর ৫ই আগস্টের পর এই তিনমাস আপনাদের সহ্য হচ্ছে না! বুঝে নিন কেমনভাবে আপনি এবং আপনার মত অনেক শিক্ষিত সুশীলরা এই ফ্যাসিস্টকে সাপোর্ট করে গেছেন।
১৮| ২৭ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৯
এভো বলেছেন: নতুন বলেছে -- আপসোস লীগের এতোগুলি মানুষ হত্যার পরেও কোন অনুসুচনা নাই দেখে অবাক লাগে।
পেটে লাথি পরেছে বুঝতে পারছি, কিন্তু সত্যটা আবারও বলে দেই।
---- কোটা আন্দোলনটাই ছিল অনৈতিক , অযৌক্তিক এবং প্রতারনা । আইনত দেশে যেখানে কোন কোটাই নেই , সেটা বাতিলের আন্দোলন একটা অনৈতিক , অযৌক্তিক , ধোকাবাজি প্রতারনা মূলক আন্দোলন । এমন আন্দোলনকে কেন বিবেচক মানুষ সমর্থন করবে ?
২০১৮ সালে সরকার কোটা বাতিল করে , ২০২৪ এর জুনে হাইকোর্ট সরকারি রুল বাতিল করে, তখন সরার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করে , এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় স্থগিত করে দেয়। সুতরাং আইনত কোন কোটা নেই দেশে, তাই এই আন্দোলন অনৈতিক, অযৌক্তিক, ধাপ্পাবাজি প্রতারনা জাতীর সাথে ।
একটা কথা - কোন অনৈতিক কাজ যেমন খুন , ধর্ষন, ডাকাতি করতে গিয়ে যদি কেহ মারা যায় , তাহোলে সেই মৃর্তুকে সমবেদনা জানানো যায় । ঠিক তেমনি অনৈতিক , অযৌক্তিক, ধাপ্পাবাজি প্রতারনা মুলক কোটা আন্দোলন করতে গিয়ে কেহ মারা গেল , সেটা কি সমবেদনা পাওয়ার যোগ্য ?
কোন খুনি অনৈতিক কাজ করতে গিয়ে মারা গেলে কি আপনার অনুশোচনা হয় বা সমবেদনা দেন ? তাহোলে অনৈতিক অযৌক্তিক প্রতারনা মূলক কোটাআন্দোলন কারিদের প্রতি আপনার মত মানুষদের এত দরদ কেন ?
যদি অনৈতক প্রতারনা আন্দোলনের প্রতি এত অনুরাগ আপনার , তাহোলে অনৈ্তিক আওয়ামী লীগ সরকারের প্রতি সমান অনুরাগ নেই কেন ?
------
নতুন বলেছে - ঢাবির ছাত্রদের যেই ভাবে পিটিয়েছিলো ছাত্রলীগ সেটা আপনি সমর্থন করেন!
পুলিশ যেই ভাবে মানুষকে পাখির মতন গুলি করেছে সেটা আপনি সমর্থন করেন!
আয়ামী ক্যাডারেরা যেই ভাবে মানুষকে গুলি করেছে সেটা আপনি সমর্থন করেন!
আমার মতে ছাত্রলীগ অনৈতিক , পুলিশ অনৈতিক, সরকার অনৈতিক -- একই ভাবে কোটা আন্দোলনকারিরা অনৈতিক । এক দু:বৃত্তকারি আরেক দু:বৃত্ত কারিকে মারছে , এতে কি কারনে সমবেদনা দেখাবো ।
এক ডাকাত দল যদি আরেক ডাকাত দলকে মারধোর করে তখন কি সমবেদনা দেখাবেন ? কোটা আণ্দোলনকারিরা যেমন অনৈতিক প্রতারনা করেছে জাতীর সাথে , সেই সাথে সরকার অনৈতিকভাবে ক্ষমতায় ছিল । এটা দুই ইতরের ভিতরে মারামারি । আমার কাছে উভয় পক্ষই ইতর শ্রেণীর প্রাণী ।
২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:১১
এ আর ১৫ বলেছেন: একটা কথা - কোন অনৈতিক কাজ যেমন খুন , ধর্ষন, ডাকাতি করতে গিয়ে যদি কেহ মারা যায় , তাহোলে সেই মৃর্তুকে সমবেদনা জানানো যায় । ঠিক তেমনি অনৈতিক , অযৌক্তিক, ধাপ্পাবাজি প্রতারনা মুলক কোটা আন্দোলন করতে গিয়ে কেহ মারা গেল , সেটা কি সমবেদনা পাওয়ার যোগ্য ?
খুব সত্য কথা বলেছেন , এটা সবাই বুঝতে পারছে কিন্তু তিনি যেহেতু ভিতরে ভিতরে হিজবুল তাহিরি লোক , তাই তিনি বুঝবেন না । এই নিষিদ্ধ সংগঠনের কর্মিরা প্রগতিশীলতার বেশ ধরে বিভিন্ন জায়গায় তৎপরতা চালিয়ে যাচ্ছে অতচ প্রকৃত প্রগতিশীলরা ইউনুস গ্যাং এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে ।
১৯| ২৭ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৫২
জ্যাকেল বলেছেন: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ করেছিল সাধারণ মানুষ। পাকিস্তানে স্যুটকেস গুছিয়ে ডিভিশনে রাজ হালতে থেকে দেশে এসে সেক মুজিব এসে গদি দখল করে গঠন করলেন বাকশাল। যেখানে জনগণের স্বাধীনতার হনন করা হয়েছিল। চার লক্ষ মানুষকে না খাইয়ে উনি মেরেছিলেন স্রেফ দুর্নিতির কারণে। মুক্তিযুদ্ধারা বিদ্রোহ করে বিষবৃক্ষকে সরালে সাধারণ জনতা মিস্টি বিতরণ করেছিল।
সময়ের আবর্তে সেই রক্তচোষারা ২০০৯ সালে মসনদে বসল। যত উপায়ে পারা যায় তারা দেশের উন্নয়নকে ঠেকিয়ে রাখল অর্থ পাচার করে। ৩০০ বিলিয়ন ডলার পাচার করেছে এই দুর্বৃত্তের দল। বিশ্বজিৎ, সাগর-রুনী, আবরার থেকে শুরু করে ৫০ হাজার মানুষকে খুন করে বাংলাদেশকে এরা চেয়েছিল দাবিয়ে রাখতে।
কিন্তু আমজনতা জেগে তাদের সব কু-চেস্টায় বাধ সাধিল।
আহারেঃ আফসুস!
পুলিশ লীগ।
আনসার লীগ।
আফসোস লীগ।
স্কুল লীগ।
গুজব লীগ।
সনাতন লীগ।
আর কত বাল বাতুয়া লীগ যে বের হইবে.........
২৭ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৯
এ আর ১৫ বলেছেন: ২০২৪ এর তথা কথিত গন আন্দোলনের নামে গন প্রতারনা সম্পর্কে কিছু বলুন অন্য কিছু নহে , তবে মনে রেখেন আপনার এই সব কথার উত্তর আছে কিন্তু এখানে সেটা দিব না । শুধু ২০২৪ এর গন প্রতারনা সম্পর্কে কিছু বলার থাকলে বলুন ।
২০| ২৭ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কেউ কেউ আবার বলছেন-
বিপ্লব!
আরে রামছাগল, বিপ্লব সম্পর্কে কোন ধারণা আছে?
কোন পড়াশোনা আছে?
বেকারদের চাকরি পাবার কোট বদলানোর আন্দোলনে জামাত শিবির ঢুকে পড়ে চান্স নেয়। তারা চালায় সীমাহীন জ্বালাও, পোড়াও আর নারকীয় হত্যাকান্ড।
পচা শামুকে পা কাটে শেখ হাসিনার।
এর কোমলমতিরা মন্ত্রী হয়ে গিয়ে বলতে থাকে বিপ্লব করে ফেরেছে।
২১| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশে এখন যেহেতু কোন মন্ত্রী নেই, প্রধানমন্ত্রী নেই। আছেন কেবল উপদেষ্টাগণ ও প্রধান উপদেষ্টা।
সেই কারণে এখন দেশে কোন মন্ত্রণালয় থাকারও যুক্তিসংগত নয়।
মন্ত্রণালয়সমূহের নতুন নাম দেওয়া হোক- উপদেষ্টালয়।
এরা কেবল উপদেশ দিবেন। কাজের কাজ কিছুই করবেন না।
২২| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: বিনোদন মূলক পোষ্ট।
২৩| ২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
মেঘনা বলেছেন: এটা সুপরিকল্পিত বিপ্লব অর্থাৎ সোনার পাথর বাটি।
২৪| ২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৩
আঁধারের যুবরাজ বলেছেন: রাজীব নুর বলেছেন: বিনোদন মূলক পোষ্ট।
২৫| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২২
রানার ব্লগ বলেছেন: ঠাকুর ঘরে কে রে!! আমি কলা খাই না।
২৬| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৩
আহা রুবন বলেছেন: এটা প্রতারণার আন্দোলন যেমন ঠিক, তেমনি এটাও ঠিক শেখ হাসিনা কোটা বাতিল নিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন। তিনি আদালতের ঘারে চাপিয়ে একটা প্যাঁচ মারতে চেয়েছিলেন, কিন্তু সেই প্যাঁচে পড়ে তিনি পালিয়ে বাঁচলেন।
২৭| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫০
ক্লোন রাফা বলেছেন: @মহাজাগতিক চিন্তা , এটা গবেষণা করে বলার মত ঘটনা নয় ! সাদা চোখে দেখলেই সবকিছু পরিস্কার হয়ে যায়।আর ষড়যন্ত্র তত্ত্ব আবিস্কার করতে চাইলে হাজারোভাবে দেখা যায়‼️ বাংলাদেশের ইতিহাসে কোন আন্দোলনই লাশের মিছিল ছাড়া সফল হয় নাই।ইতিপুর্বে আমরা দেখেছি আন্দোলন সফল করার জন্য কিছু নেতা নামের অমানুষ লাশের জন্য হাহাকার করছে‼️
প্রধান উপদেষ্টা নিজেই স্বিকার করলেন সব মিটিকুলাসলি প্ল্যান করে করা হয়েছে। আমি পুরো আন্দোলনের সময় দেখেছি , প্রথম থেকেই আলোচনায় বসতে অনিহা দেখিয়েছে ছাত্ররা! এটা খুব সুপরিকল্পিতভাবে তাদেরকে আলোচনা থেকে দুরে রাখার কৌশলে বাস্তবায়ন করা হয়েছে।
২৮| ২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:০৮
রাসেল বলেছেন: আগের সরকার ভালো করলে কেন ব্যাংক খালি, কেন সরকারের ঋণ আগের সময়ের চেয়ে অনেক বেশি, কেন সরকার নির্দিষ্ট জেলা থেকে পুলিশ নিয়োগ দেয়, কেন সরকার সংবেদনশীল পদে নিজের বিশ্বস্ত লোক নিয়োগ দেয়?
২৯| ২৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৯
জ্যাকেল বলেছেন: লেখক বলেছেন: ২০২৪ এর তথা কথিত গন আন্দোলনের নামে গন প্রতারনা সম্পর্কে কিছু বলুন অন্য কিছু নহে
কেবল মাত্র হাসিনার ক্লিব, উহার দাস, নরাধম পাপিষ্টরাই মুগ্ধ, আবু সাঈদদের রক্ত দেওয়া দেখেও বলতে পারে এটা গণ আন্দোলন নহে।
২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৩
এ আর ১৫ বলেছেন: কেবল মাত্র হাসিনার ক্লিব, উহার দাস, নরাধম পাপিষ্টরাই মুগ্ধ, আবু সাঈদদের রক্ত দেওয়া দেখেও বলতে পারে এটা গণ আন্দোলন নহে।
মুগ্ধকে যেমন প্রতারক আন্দোলনকারিরা স্নাইপার দিয়ে হত্যা করে , ঠিক তেমনি আবু সাঈদকে নিজেরাই হত্যা করে মাথার পিছনে আঘাত করে , সে রাবার বুলেট খেয়েছে বেলা ২ টায় , যেখান থেকে হাসপাতাল ছিল ১৫ মিনিট দুরে এবং রাত ৮ টায় তাকে হাসপাতালে নিয়ে যায় এবং অতিরিক্ত রক্ত ক্ষরনের জন্য মারা যায় ।
৩০| ২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৮
জ্যাকেল বলেছেন: গান্দা দেশিটা খান নি সেটা সিউর। ইন্ডিয়ান পাচারকৃতটা খাবার কারণেই বলতে পারতেছেন- মুগ্ধকে যেমন প্রতারক আন্দোলনকারিরা স্নাইপার দিয়ে হত্যা করে , ঠিক তেমনি আবু সাঈদকে নিজেরাই হত্যা করে মাথার পিছনে আঘাত করে
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিশাল গবেষণা। জাতি কি আপনার কথা মেনে নিবে?