নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

এই জাতি আসলেই রাজাকার

১৯ শে জুলাই, ২০২৪ সকাল ১০:০৫

এই জাতি আসলেই রাজাকার,

প্রেক্ষাপট ১------- ধর্ম অবমাননার তুমুল আন্দোলন শুরু হয়েছে --- আন্দোলনকারিদের কাছে প্রমাণ দেওয়া হোল রসরাজ দাস একজন অশিক্ষিত মূর্খ মানুষ, সে ফেসবুকে কোন পোস্টিং দেয় নি , তারনামে ফেক একাউন্ট করে এই কাজ করেছে বিএনপি নেতা মো: জাহাংগীর । কে শোনে সেই কথা, নিমিষে ধংস হয়ে গেল হিন্দু পারা , আন্দোলনকারিদের কিছুই হোল না।
প্রেক্ষাপট ..২ এবং ............ পুজা মন্ডপে কোন হিন্দু কোরান শরিফ রাখেনি কিন্তু গোটা বাংলাদেশের হাজার হাজার পুজামন্ডপ ধংস হয়ে গেল, হাজার হাজার হিন্দু বাড়ীতে আগুন দেওয়া হোল ,,,,,, অন্দোলনকারিদের প্রমাণ দেওয়া হোল রামুতে ফেক একাউন্ট থেকে পোস্ট দেওয়া হয়েছে ---- কিন্তু ওনারা বুদ্ধ মন্দির ধংস করে দিল ।-----
এই রকমের শত শত উদাহরন দেওয়া যাবে --- সত্য তথ্য জানার পরের আন্দোলনকারিরা ধংসলিলা চালিয়ে গেছে ।

সর্বশেষ সারকাস ------ কোটা বিরুধি আন্দোলন কারিদের কাছে ,, তথ্য দেওয়া হোল ২০১৮ সালে সরকার সমস্ত কোটা বাতিল করে দিয়েছে , কিন্তু কোর্ট সরকারে ঐ সিদ্ধান্ত বাতিল করে দেয় , তারপর কোর্টের ঐ রায়ে বিরুদ্ধ সরকার আবার আপিল করে , এর অর্থ আন্দোলনকারিরা জানে, সেটা হোল সরকার কোটা ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় না, যদি চাইত তাহোলে আপিল করতো না । কিন্তু কে শোনে সেই কথা ,, উপরে বর্ণিত প্রেক্ষাপট গুলোতে যা করেছে আন্দোলনকারিরা ----কোটার ক্ষেত্রে ও একই কাজ করেছে আন্দোলন কারিরা । সবচেয়ে অবাক বিষয় অনেক শিক্ষিত লোক জেনে শুনে এই আন্দোলনকে সমর্থন করে চলেছে ।
সরকারে ভিতরের অনেক মানুষ ১০০% কোটা বাতিলের পক্ষে নেই , বিকলাংগদের জন্য কোটা চাই, নারীদের জন্য কোটা চাই, আদিবাসিদের জন্য কোটা চাই, জেলা ভিত্তিক কোটা চাই --- তানা হোলে সমস্ত চাকুরি ঢাকার স্মার্ট পার্থিরা পেয়ে যাবে। -- এই বিষয়ে আন্দোলনকারিরা অবগত । প্রধানমন্ত্রি সমগ্র ছাত্র সমাজকে রাজাকার বলেনি---- সে তথ্য আন্দোলনকারিরা জানে ।
তারপর ও নিজেদেরকে রাজাকার বানিয়ে এই অন্দোলন চালিয়ে গেছে --- এখন এর দায় কার ??
এটাতো দেখা যাচ্ছে জাতীর মানুসিক রোগ ---- আন্দোলনকারিদের কাছে -- সঠিক তথ্য থাকার পরেও কেন এই সব ড্রামা চলছে দেশে !!! আজ গোটা জাতিই রাজাকার !!!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৩৮

কামাল১৮ বলেছেন: আন্দোলন কারিদের কাজ হলো আন্দোলন করা।সত্য মিথ্যা জানা তাদের কাজ না।

২| ১৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:২৫

নতুন বলেছেন: প্রধানমন্ত্রি সমগ্র ছাত্র সমাজকে রাজাকার বলেনি---- সে তথ্য আন্দোলনকারিরা জানে ।
তারপর ও নিজেদেরকে রাজাকার বানিয়ে এই অন্দোলন চালিয়ে গেছে --- এখন এর দায় কার ??
এটাতো দেখা জাতীর মানুসিক রোগ ---- আন্দোলনকারিদের কাছে -- সঠিক তথ্য থাকার পরেও কেন এই সব ড্রামা চলছে দেশে !!! আজ গোটা জাতিই রাজাকার !!!


ঠিক ই বলেছেন।

দেশের ছাত্রদের পেটানোর সাংবিধানিক অধিকার স্রন্ত্রাসী ছাত্রলীগের আছে সেটাতো আর দেশের মানুষ জানেনা।

কেন রাজাকার স্লোগান দিলো তারা? সেটা এতো বড় অন্যায় যে তার জন্য ৪১ টা মৃত্যুদন্ড দিলেও কম হয়ে গেছে,,,, আরো লাশ পড়া উচিত।

১৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:৫১

এ আর ১৫ বলেছেন: আর ইউ অলরাইট ----- সরকার নীতিগত ভাবে ১০০% কোটা বাতিলের পক্ষে , তাহোলে কি কারনে এই আন্দোলন ? সরকার কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে , তাদের সিদ্ধান্ত বহাল রাখার। সত্য জেনেও কেন ধংসাত্বক আন্দোলন ,,,

সত্য জেনে ধর্ম অবমাননা নিয়ে যারা আন্দোলন করেছিল সরকার তাদের কিছুই করে নি ,, এই প্রথম এই শ্রেণীর সত্য জেনে মিথ্যা ইসুতে আন্দোলন কারিদের সরকার পিটালো ।
আপনি ব্লগে প্রতিদিন কোন কেলাটা খেতে আসেন !! আপনি নিজে তো সত্য জেনে ও কেন বলেন রাজাকার শ্লোগান তারা কেন দিল ? সরকার প্রধান বলেছে --- মুক্তি যোদ্ধার নাতি চাকুরি পাবে না তো রাজাকারের নাতি চাকুরি পাবে । -- এর অর্থ আপনা কাছে বাকি সব ছাত্র রাজাকারের নাতি ???
সরকার ১০০% কোটা বাতিলের পক্ষে ---- তারপরে কি করে আপনারা এই আন্দোলনকে সমর্থন করেন !!! আপনারা আন্দোন করেন --- এই সরকার কোটা বাতিল কর, নইলে খবর আছে , অতচ সরকার কোটা বাতিল করার জন্য কোর্টে লড়াই করতেছে। একজন লোক বললো ----- আমি ঢাকা যাব না ,,,,, আপনার মত লোক তার কাছে এসে বললো এই তুমি ঢাকা যেতে পারবে না ,,,,, এমন আহাম্বক আপনারা ।

৩| ১৯ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:০৩

নতুন বলেছেন: সরকার প্রধান বলেছে --- মুক্তি যোদ্ধার নাতি চাকুরি পাবে না তো রাজাকারের নাতি চাকুরি পাবে । -- এর অর্থ আপনা কাছে বাকি সব ছাত্র রাজাকারের নাতি ???

এটা যদি ভুল বুঝে থাকে তবে তাদের ছাত্রলীগের সন্ত্রাসী দিয়ে পেটাতে হবে?

তারা যখন বুঝতে পেরেছে তখন স্লোগান পাল্টেছে। তখনো তাদের সাথে কথা বলে বোঝানো যেতো।

আয়ামীলীগ ধারনা করেছিলো ছাত্রদের মারধর করে হঠিয়ে দিলে তারা ঘরে গিয়ে বই খাতা খুলে পড়াশুনা শুরু কবে।

কেন তারা ছাত্রলীগকে তাদের সাথে কথা বলে বোঝাতে পাঠালোনা। কেন ছাত্রলীগকে তাদের সাথে একাত্বা ঘোষনা করে তাদের মাধ্যমে আলোচনায় বোসলো না।

লাঠি হাতে দাড়িয়ে থাকা ছেলের বুকে গুলি করতে নির্দেশ কে দিলো? তাকে লাঠি চার্জ করা যেতো না? গ্রেপ্তার করা যেতো না?

ঘড় পোড়ায় আলু পোড়া দিতে বিএনপি চেস্টা করবেই, সেটাই সাভাবিক। কিন্তু সেই বাহানায় ৪১ টা প্রান গেছে।

যেই স্লোগানই দিক না কেন তার জন্য ৪১ টা জীবন কিছুই না।

১৯ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:২২

এ আর ১৫ বলেছেন: শুনুন আমরা সবাই রাজাকার ---- এই শ্লোগান কারো ভালো লাগেনি ----- আমি যদি বলি --- এই শ্লোগানটার জন্য তাদের এই পরিনতি .। সরকারের ভিতরে অনেকে তাদের উপরে ক্ষেপে গেছে এই শ্লোগানের জন্য । সরকার কোটা বাতিলের জন্য কোর্টে লড়াই করতেছে ---- আর আপমনার মত লোকজন বলতেন --- আমরা সবাই রাজাকার ,, তাড়াতাড়ি কোটা বাতিল কর ।

আহাম্বকির তো একটা সীমা থাকা দরকার ।
সরকার কোটা ১০০% বাতিল করতে চায় , সেখানে দাবি হওয়া উচিৎ ছিল,,, বিকলাংগদের কোটা চাই , আদিবাসিদের কোটা চাই ইত্যাদি----কিন্তু সেখানে দাবি -- আমরা সবাই রাজাকার, কোটা বহাল করবি না খবরদার .

৪| ১৯ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা এই ৫০ বছরে কখনো ফুল ফিল হয়নি। ১% ২% ৭% এভাবেই পেয়েছে একবার হায়েস্ট পেয়েছিল ১৪%। গড়ে ৮% ভাগ।
আর ছাত্রদের দাবি মুক্তিযোদ্ধা কোটা ১০%

ওদের দাবি তোর ন্যাচারালি পূরণ হয়ে আছে।

৫| ১৯ শে জুলাই, ২০২৪ রাত ১০:৫২

রবিন_২০২০ বলেছেন: স্লোগান এর পরের লাইন টা কি ছিল। যাইহোক যদি এটা অন্যায় ও হয়ে থাকে সেটা জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করার মতো নিশ্চয় নয়। আসল এ খুনী ছাত্রলীগের প্রয়োজন ছিল একটা অজুহাত।
আপনি রাজাকার খুজছেন? খুব বেশি কষ্ট করতে হবে না, আয়নার সামনে একটু দাঁড়ান।

৬| ২০ শে জুলাই, ২০২৪ রাত ১২:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাই আপনারা পারেনও!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.