নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
হিন্দু ধর্মে জাত অবস্থাটা এত দুর্বল যে , সামান্য ১৯ ২০ হলে তাদের জাত নিয়ে টানাটানি পড়ে যায়, তাদের জাত চলে যায় । ব্রাক্ষ্মণের শরিরে যদি নমশুদ্রের বা অন্য জাতে ছায়া পড়ে, সাথে সাথে তাদের জাত চলে । উচু জাতের আসেপাশে নীচের জাতের কেহ আসলে উচু জাতের জাত চলে যায় । কোন অহিন্দু যদি তাদের ছায়া মাড়ায় তাহোলে তাদের জাত চলে যায় ।
---
তাদের জাতের মেরুদন্ড এত দুর্বল যে এদিক ও দিক হলেই জাত চলে যায় ।
--------
এখন একি জিনিস কি আমরা মুসলমানদের ভিতর দেখতে পাই ( প্রগতিশীল, মডারেট, সেকুলার মুসলমানরা নহে ) । গোড়া মূর্খ কাট শ্রেণীর মুসলমানদের মধ্যে আমরা হিন্দুদের জাত গেল জাত গেলর মত ঈমাণ গেল ঈমাণ গেল আচরন দেখতে পাই । যেমন --
১) এই শ্রেণীর মুসলমানরা যদি রাস্তার পাশে কোন মুর্তি দেখে সাথে সাথে ঈমাণ চলে গিয়ে কুফরি করে ফেলে । ঠিক হিন্দুদের জাত গেল জাত গেলর মত ।
২) যদি তাদের কানে গানের আওয়াজ আসে সাথে সাথে কুফরি করে ফেলে ঈমাণ গেল ঈমাণ গেল আবস্থা হয় ।
৩) কেহ যদি মেরি খৃষ্টমাস বা শারদিয়া দুর্গা বলে খৃষ্ঠান বা হিন্দুদের শুভেচ্ছা জানায় , সাথে সাথে তাদের ঈমাণ চুত হয়ে কুফরি করে ফেলে ।
৪) নব বর্য পালন বা স্বাধীনতা দিবস, বিজয় দিবস পালন করলে এদের ঈমাণ চলে যায় কুফরি করে ফেলে ।
---------------------
ইত্যাদি ইত্যাদি ।
এনারা সারা জীবন ধর্ম চর্চা করে কিন্তু সামান্য বাতাসে ঈমাণ চূত হয়ে কুফরি শিরকি করে ফেলে । এদের জন্য দু:খ হয় ।
তাই এদের নিয়ে দুই লাইন গান রচনা কোরলাম
ঈমাণ গেল ঈমাণ গেল বলে
একি আজব কারখানা
২৪ শে মার্চ, ২০২২ সকাল ১১:২০
এ আর ১৫ বলেছেন: একই গোয়ালের গরু তবে ঐ সমস্ত হিন্দুদের জাত গেলেও কিন্তু ঈমাণ যায় না কিন্তু কাট শ্রেণীর মুসলমানদের শুধু ঈমাণ চলে যায় না , সাথে সাথে জাত চূত হয়ে কাফেরের জাতে পরিনত হয় ।
২| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: এই আজকের আধুনিক দুনিয়াতে মানুষ ''মানুষ'' কে ভাবতে শিখলো না। ধর্ম দিয়ে মানুষকে বিচার করা অন্যায়। বুঝতে হবে আগে মানুষ। তারপর ধর্ম।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাহলে দেখা যাচ্ছে এরা একই গোয়ালের গোরু।