![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অহিংসবাদ সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, হিংসা-বিদ্বেষ বিহীন দেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা চাই একসঙ্গে এখানে সুন্দরভাবে বসবাস করব। এই উদ্দেশ্যেই আমরা সবসময় কাজ করে যাচ্ছি।রোববার (১৩ এপ্রিল) সকালে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ‘সম্প্রীতি ভবন’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেনাবাহিনী প্রধান বলেন, আমরা সবসময় এ দেশের ধর্ম, বর্ণ, গোত্র সব সম্প্রদায়ের সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। আমরা একসঙ্গে বাস করি। বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ। এদেশে হাজার হাজার বছর ধরে সব ধর্ম-বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি। সেটারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। এটা শুধু সম্প্রীতি ভবন ভিত্তিস্থাপন অনুষ্ঠান নয়, এখানে আমরা একটা সম্প্রীতির সমাবেশ করেছি। যেখানে সব ধর্ম-বর্ণ গোত্রের লোকজন আছে। আমরা আমাদের দেশটাকে এভাবেই দেখতে চাই।তিনি বলেন, গৌতম বুদ্ধের যে নীতি, অহিংসবাদ সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, হিংসা-বিদ্বেষ বিহীন দেশ, এটাই আমরা গড়ে তুলতে চাই। এদেশ সবার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান- মুসলমান সবার এই দেশ। এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই।জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা চাই পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় তা করতে আমার রাজি আছি। সমগ্র দেশের সম্প্রদায় সম্প্রতি রক্ষার জন্য যা কিছু করতে হয়, সেটা করতে সদায় প্রস্তুত থাকব। আমরা সবাই মিলে এই দেশ ও জাতিকে একটা শান্তির জায়গা নিয়ে যেতে চাই। গৌতম বুদ্ধের বাণী এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি, বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে। অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি। একে অপরের বক্তব্য, মতামতকে যেন শ্রদ্ধা করি। আমাদের নিজস্ব মতামত থাকবে সেই অনুযায়ী কাজ করব।
ঢাকা পোস্ট
১৩ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:৫৯
শাহ আজিজ বলেছেন: আসলেও তাই
২| ১৩ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:৪২
সাহাদাত উদরাজী বলেছেন: এই বুঝটা লীগের আমলে এল না কেন? আপাকে বলেন নাই কেন?
১৩ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:০০
শাহ আজিজ বলেছেন: মাথা খারাপ ?
৩| ১৩ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:০১
ঊণকৌটী বলেছেন: পরিস্থিতি দেখে তো মনে হয়না,আপনের এই মনোবাঞ্ছনা পূরণ হবে |
১৩ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪৯
শাহ আজিজ বলেছেন: তবুও অপেক্ষায় থাকি কিছু একটার জন্য ।
৪| ১৩ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৭
সৈয়দ কুতুব বলেছেন: সেনাপ্রধান এত কুল কিভাবে?
১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:০৭
শাহ আজিজ বলেছেন: কিছু একটা চলছে আড়ালে ---------- সাহাবুদ্দিন , ইউনুস , ওয়াকার ত্রয়ীর নাম শোনা যাচ্ছে দেয়ালে কান পাতলে ।
৫| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:২০
কামাল১৮ বলেছেন: তার কথায় আর কাজে মিল নাই।কম সাহসী বলে তার চোখের সামনে এতো এতো অন্যায় হয়ে গেলো ইথচ তিনি কিছুই করলেন না।বিএনপি এগিয়ে না এলে সংবিধান বা প্রেসিডেন্ট কোনটাই তিনি রক্ষা করতে পারতেন না।অথচ তিনি রক্ষা করবেন বলে শপথ নিয়েছেন।বিএনপি শপথ নেয় নাই
১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৪
শাহ আজিজ বলেছেন: আরেকটু খুলে বলতেন ।
৬| ১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৮
রাজীব নুর বলেছেন: সেনাবাহিনী নিরপেক্ষ নয়।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর উক্তি। এমন করেই চলা চাই। দেশটা সবার।