নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=বৃষ্টি এলেই মন নরম নরম=

১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪০



যত বিতৃষ্ণা এক লহমায় যায় দূরে চলে, বৃষ্টি এলেই,
কী ফুরফুরে হাওয়া বয় দেহ জুড়ে, ভালো লাগে আমার
ভালো লাগে জমানো কর্মে মন দিতে,
দেহ যেন পাখিরর পালক, ছুটোছুটিতে নেই ক্লান্তি;
আমি বৃষ্টি ভালোবাসি তাই!

বৃষ্টি এলেই বারান্দায় দাঁড়িয়ে হাত বাড়াই,
এক বিন্দু বৃষ্টির স্পর্শ আমাকে নিয়ে যায় হিমপুরি,
হিমপুরির বৃষ্টিগুলো সুর তুলে কাঁচভাঙ্গা যেমন
রিনিঝিনি সুরের মাতমে আমি হারাই
ভালোবাসি তাই বৃষ্টি।

আকাশ বিবর্ণ হলেই বৃষ্টির অপেক্ষায় রই উন্মুখ
অপেক্ষার বুকে নেমে আসে অথৈ বৃষ্টি
মন যেন টিনের চাল, ঝুমঝুমানি শব্দে উথাল পাথাল সুখ সুর,
ঠোঁটের কোণে ফুটে উঠে মুগ্ধতার হাসি,
বৃষ্টি যে ভালোবাসি খুব।

বারান্দার গাছগুলো নিথর হলেই মনে বৃষ্টির আকাঙ্খা
আকাশে তাকিয়ে ফেলি দীর্ঘশ্বাস,
আমাকে অবাক করে দিয়ে আকাশ ফুটো হয় আর
ঝরে অঝোর ধারায় বৃষ্টি,
খুউব ভালোবাসি বৃষ্টি।

যখনই জ্যৈষ্ঠের উত্তাপে পুড়ে হই ছাই,
রান্নাবাটির খেলাঘরে দাঁড়ালের ঘামের লহর,
ভীষণ ক্লান্তি আর কষ্ট যখন আসে ধেয়ে,
আমি বৃষ্টির প্রার্থনায় হই নত, আহা বৃষ্টি ঝরে সহসা
কী যে শান্তির হাওয়া এসে মনে দেয় দোলা
বৃষ্টিকে ভালোবাসি বলে সুখ এসে ধরা দেয় মনে।

পাতার বুক যখনই ধুলোয় হয় মলিন, সবুজ'রা হয় বিবর্ণ,
মন হয়ে যায় মন্দ, বেজার থাকে মুখ,
স্নিগ্ধতা এসে ধরা না দিলে আমি বৃষ্টির আশায় আল্লাহকে বলি
ও প্রভু তোমার নিয়ামতে দাও ভিজিয়ে আমাদের,
আর বৃষ্টিরা হুড়মুড় করে নেমে আসে ধরায়-আহা শান্তি;
ভালোবাসি বৃষ্টি, তোকে ভালোবাসি খুউব খুউব।
©কাজী ফাতেমা ছবি
২০-০৬-২০২১


মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৭

সাইফুলসাইফসাই বলেছেন: বৃষ্টি এলে অনেকে বলে বৃষ্টি আসার আর সময় হলো না!
ওদের এ কেমন ভাবনা বলুন না!

১৩ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই , মানুষ সব কিছুই পারফেক্ট চায়। আল্লাহর উপর ভরসা করতে পারে না

ধন্যবাদ ভাইয়া

২| ১০ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৬

বাকপ্রবাস বলেছেন: আসুক বৃষ্টি ঝরুক অবিরাম
ভিজে মরুক যদু মধু রাম শাম

১৩ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসুক বৃষ্টি

কিন্তু ঢাকায় বৃষ্টি কম হয় :(

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৩| ১০ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৮

জুল ভার্ন বলেছেন: আসি আসি করে প্রত্যাশিত বৃষ্টি এলো না, উল্টো ধুলোঝড়ে একাকার!

৪| ১১ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩১

নকল কাক বলেছেন: আমার লেখা সিরিজ গল্প "এ্যমবুশ" এর ৩য় পর্ব "এ্যমবুশ ৩" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.