-----------------------------
ব্যাচেলরদের রান্না নিয়ে পোস্ট দেওয়ার কথা অনেকদিন থেকে । ঘন্টা খানেক লেখার পরে নিজের দোষে পুরো লেখাটা হাপিশ হয়ে গেলো। এইটা ২য় চেষ্টা । তো আসুন দেখি আগে রান্না ঘরে কি কি লাগে ঃ
১। একটা চুলা
২। একটা বেসিন
৩। একটা কাটাকুটির জায়গা
৪। জিনিস পত্র রাখার র্যাক , আলমারি বা শেলফ
৫। ১টা ফ্রিজ (ছোট)
৬। একটা খুব ভালো মাইক্রো ওয়েভ ওভেন ( গ্রিল সহ)
৭। একটা খুব ভালো রাইস কুকার
৮। একটা খুব ভালো ফুড প্রসেসর বা মিক্সার
৯। ১টা ছোট্ট প্রেসার কুকার
এই গেলো আপনার বড় বড় খরচের জিনিস । বার বার কারেন্ট গেলে ফ্রিজ নিয়ে ঝামেলা হতেই পারে। তবে আই পি এস কিংবা অন্য কোন প্রযুক্তি ব্যবহার করে যদি ফ্রিজটাকে বাঁচাইতে পারেন , তাইলেও লাভ। কারেন্ট খুব বেশি আসা যাওয়া করলে নরলাম ফ্রিজের বদলে শুধু ডিপ ফ্রিজ রাখতে পারেন।
রাইস কুকার দিয়ে শুধু রাইস না , খিচুড়ী , পোলাউ, বিরানী সবই করতে পারবেন তাই এইটার সুবিধা দামের চেয়ে অনেক অনেক বেশি। পানি কম লাগে। সময় কম লাগে। ১০-২০ মিনিটে কাজ হয়ে যায়।
ফুড প্রসেসর থাকলে শিল পাটা থেকে বেচে যাবেন । যাবতীয় ভর্তা, চাটনি , হালুয়া, কাবাব , শরবত ইত্যাদি করতে পারবেন , চাই কি কেক , বিস্কিট ও ।
প্রেসার কুকারের সুবিধা হলো কম সময়ে যে কোন রান্না হয়ে যায় ফলে গ্যাস ও সময় দুইটাই বাঁচে। এতে তেল , মসল্লাও কম লাগে।
----------------------------
এবার আসেন দেখি পাত্র পাত্রি কি কি লাগেঃ
১। জিনিস পত্র রাখতে বিভিন্ন সাইজের প্লাস্টিক ও টিনের কৌটা, ডিব্বা , কাঁচের বয়াম ( চাল , ডাল, আটা , চিনি , লবণ ইত্যাদি)
২। আনাজ, পিয়াজ, আদা রসুন , মঈন আলু রাখতে কার্টন
৩। কাটাকুটির জন্য একটা কাটিং /চপিং বোর্ড
৪। কাটার জন্য বিভিন্ন মাপের ছুরি ( বটি পছন্দ করি না) ও ধারালো কাঁচি , পিলার
৫। ধোয়ার জন্য বড় সড় ঝাঝরি ( ফুটা ফুটা গামলা ) চাল ও সবজির জন্য
৬। রান্নার জন্য ১টা তাওয়া, ২টা মাঝারি পাতিল (তরকারী) , ১টা কড়াই , ১টা ছোট কিন্তু গভীর প্যান (ডুবো তেলে ভাজতে হলে) , ১টা ছোট পাতিল (সার্বজনীন)
৭। রান্নার জন্য একটা প্লাস্টিকের খুন্তি, একটা মোটা ও টেকসই কাঠের হাতা বা বড় লম্বা চামচ, ভেজে উঠানোর জন্য ফুটা ফুটা চামচ
৮। পরিবেশনের জন্য বিভিন্ন সাইজের বাটি, চামচ , ছুরির সেট (৬টা/১২টা) , গ্লাস , জগ
৯। ধোয়ার জন্য দুইটা বড় গামলা , প্লাস্টিকের ব্রাশ, বিভিন্ন রকম সাবান, স্পঞ্জ
১০। মুছার জন্য ছোট বড় মাঝারি মিলিয়ে ৬টা তোয়ালে , লুছনি কয়েক জোড়া
১১। মাপামাপির জন্য একটা মিজারিং মগ (৫০০ এম এল) । কয়েক রকমের চামচ ( এক সাথে অনেক গুলা প্লাস্টিকের চামচ থাকে , কোনটা ৫ গ্রাম, ১০ গ্রাম, ৫০ গ্রাম, ১০০ -২০০ গ্রাম এইভাবে । এই চামচ দিয়ে মেপে মসলা দেওয়া খুব সোজা )
১২। গা বাচাইতে একটা ভালো ও মোটা দেখে এপ্রন ।
কিছু ছবি দিলাম বুঝার জন্য ঃ
নিচের ছবিতে মাপ দেওয়ার চামুচ খেয়াল করুন।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৫১