পৃথিবীর সব গল্প নাকি বলা হয়ে গেছে। বিভিন্ন গল্প উপন্যাস নাটক কবিতা সিনেমা ইত্যাদি। কাজেই শুরু হল অ্যাবসার্ড ধারা। সেই অ্যাবসার্ড সিনেমার ধারাবাহিকতায় সম্প্রতি একটা সিনেমা দেখলাম। The Lobster.
গল্পের মুল থিম টা হল , কাল্পনিক কোন এক সমাজে সিঙ্গেল মানুষ জনকে সমাজের জন্য ক্ষতিকর বলে মনে করা হয়, কাজেই কোন মানুষ যখন সিঙ্গেল হয়ে যায় তখন তাকে অবশ্যই ৪৫ দিনের মধ্যে নতুন পার্টনার খুজে নিতে হবে। যদি পার্টনার খুজে পেতে কেউ অসফল হয় তাহলে তাকে সরকারি তত্ত্বাবধানে কোন একটা প্রানিতে পরিনত করা হয়। (হোয়াট এ থিম )
সিনেমার পরিচালক জনাব ইয়রগস লান্থিমাস ফ্রম গ্রীস। সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালে। রানটাইম ১১৮ মিনিট। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কলিন ফেরেল, র্যাচেল ভাইস।
শুরুতে দেখানো হয় কলিন ফেরেল ( ডেভিড) একটা সরকারি প্রতিষ্ঠানে এসেছে সাথে একটা কুকুর যে কিনা তার বড় ভাই। বড় ভাই কুকুরে পরিনত হয় সঙ্গী খুজে পেতে ব্যার্থ হয়ে। ৪৫ দিনের ভেতর সেও যদি সঙ্গী খুজে না পায় তাহলে তাকেও একই পরিনতি বরণ করে নিতে হবে।
শুরুতে তাকে প্রতিষ্ঠানের নিয়ম কানুন বলে দেয়া হয়। প্রতিষ্ঠান টি সরকারি । তারা সিঙ্গেল নারী এবং পুরুষ দের সঙ্গী খুজে পেতে সাহায্য করে। এবং এখানে সিঙ্গেল থাকার বিভিন্ন অসুবিধা সবার সামনে তুলে ধরা হয় এবং সঙ্গী থাকলে কি কি সুবিধা তাও সিমুলেট করে সবাইকে বোঝানো হয়।
মুল বক্তব্য টা পরিষ্কার, কাপল রা সরকারি প্রোটেকশন পাবে সকল সুযোগ সুবিধা পাবে, আর সিঙ্গেল রা অন্ধকার অজানা এক জগতে প্রবেশ করবে যেখানে সে হয়ত কুকুর বিড়াল হয়ে ঘুরে বেড়াবে।
এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হল যদি কেউ আন্তরিক প্রচেষ্টার পরও সঙ্গী খুজে না পায় তাহলে তাকে তার পছন্দের কোন প্রাণিতে পরিনত করা হবে আর যদি কেউ ছল চাতুরি বা মিথ্যার আশ্রয় নেয় তাহলে তাকে ঘৃণ্য জঘন্য কোন প্রাণীতে পরিনত করা হবে ।
গল্পটা দুই ভাগে বিভক্ত, কারন বলাই বাহুল্য ডেভিড ছল চাতুরির আশ্রয় নেয় এবং অলরেডি কমপ্লিকেটেড পরিস্থিতি আরও ঘোলাটে করে বিদ্রোহী গ্রুপে যোগদান করে। বিদ্রোহী গ্রুপ আরও এক কাঠি সরেস। দে আর মোর কমপ্লিকেটেড।
সিনেমার সবাই দারুন অভিনয় করেছেন। কলিন ফেরেল কুল হ্যান্ডসাম লুক পুরাপুরি চেঞ্জ করে গোঁফওয়ালা পটবেলিড একটা লুক নিসে। বিমর্ষ বিধ্বস্ত পরাজিত একজন মানুষ। সিনেমার মিউজিক খুবই ঘ্যাচাং মার্কা। আপনার নার্ভের উপর প্রেসার পরবে এই মিউজিক শুনে। গল্পের ন্যারেশন মনটোনাস। এবং এন্ডিং টা বেশ পাগলা ।। হাইলি রেকমেন্ডেড যদি আপনি অ্যাবসার্ড ডিস্টোপিয়ান ডার্ক কমেডি পছন্দ করেন।
২০১৫ সালে কান ফিল্ম ফেস্টিভ্যাল এ জুরি অ্যাওয়ার্ড পাইসে এই সিনেমা।।
[ আমার জঘন্য জং ধরা হাতের লেখার জন্য লজ্জিত, খুব ইচ্ছা করতেসিল পুরানা অভ্যাসবশত একটা সিনেমা নিয়ে কিছু লিখতে। ]