লিরিক আমার...এর আগে পোস্ট দেয়া হৈসে। তো পোস্টের কমেন্টে ব্লগার এম চৌধুরী কৈলো, "লিরিক তো দিলেন। এবার গিটার কর্ডটাও দ্যান। আমি বাজাই!" আমি বললাম, "তুমি বাজাও, বাজায়া আপলোডাও আমরা শুনুম।"
সেইকাজটাই করলো এই পিচ্চি পোলা

ডাউনলোড করে শোনার আগে বলে রাখি এটা mp2 ফাইল, সুতরাং শুনতে হলে আপ্নার পিসিতে vlc প্লেয়ার ইনস্টল থাকতে হবে, না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন।
গানটি নামান মিডিয়াফায়ার থেকে
জোছনার জলে ডুব দিয়ে,
কিংবা তারার চাদরে মুড়িয়ে;
শুনি যত জলের কোলাহল,
প্রণয়িনী পৃথিবীর সবই ছল।
তোমায় ভুলতে ঘুমের কাছে আশ্রয়,
জাগ্রত পৃথিবীকে জানিয়ে বিদায়,
তবুও-
তোমার কাছে আর ফিরে যাওয়া নয়।
পাতা ঝরা সিঁড়ি ভাঙ্গা ঠিকানায়,
সাদা কালো স্বপ্ন অবিরাম হারায়;
ক্লান্ত আমি ভেসে চলি শঙ্খচিলে,
আবাস খুঁজে ফিরি মেঘের নীলে।
তোমায় ভুলতে ঘুমের কাছে আশ্রয়,
জাগ্রত পৃথিবীকে জানিয়ে বিদায়,
তবুও-
তোমার কাছে আর ফিরে যাওয়া নয়।
আশা করি শুনতে খুব একটা খারাপ লাগবে না


সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১২ রাত ১২:০৪