জাপানিজদের ধর্ম পালন (৬)
পৃথিবীতে ধর্মহীন জাতি হিসেবে জাপান অন্যতম; শতকরা প্রায় ৭০ ভাগ লোক এখানে কোন ধর্ম বিশ্বাস করে না বা পালন করে না। ধর্মহীন মানে ঠিক নাস্তিক নয়; জাষ্ট এরা ধর্ম কে কোন গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ধরে না। আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে এদের অবস্থাটা বুঝানো কষ্টকর, কারণ আমাদের দেশের অধিকংশ মানুষ পালন করুক না করুক কোন না কোন ধর্মে বিশ্বাস করে। আর যারা নাস্তিক তারা তো ধর্ম বিষয়ে আরো বেশী কনসার্ন! নিজেদের সমস্ত মেধা, বুদ্ধি এমনকি নিরবুদ্দিতা দিয়ে ধর্মকে মিথ্যা প্রমানে ব্যস্ত থাকে। অনেকে ধর্ম নিয়ে বিশাল পড়াশুনা করে ধর্মের ফুটা বের করার জন্য এবং তা নিয়ে উপহাস করে নিজেকে তথাকথিত স্মার্ট প্রমান করার জন্য। জাপানিজদের ব্যাপারটা ঠিক তার উল্টো, ওরা ধর্ম কে নিয়ে তেমন একটা ভাবে না। এখানে কোন ধর্মীয় অনুষ্ঠানে সরকারী ছুটি নেই। ধর্মীয় অনুষ্ঠান পালন বলতে ক্রিষ্টমাস নিয়ে এদের খুব লাফালাফি করতে দেখা যায়; কিন্তু মজার ব্যাপার হচ্ছে জাপানে মাত্র ২% লোক ক্রিষ্টান ধর্ম বিশ্বাস করে যার অধিকংশ বিদেশী। আসলে এরা ক্রিষ্টমাস পালন করে জাস্ট এঞ্জয় করার জন্য। এরা স্পেসিপিক কোন ধর্মে বিশ্বাস করে না তাই এদের কোন ধর্মের সাথে বিরোধও নেই; এদের গডের পরিমান কয়েক মিলিয়ন; বাতাস, পানি, সূর্য থেকে নিত্য ব্যবহার্য সকল জিনিসপত্র কে এরা গড মানে। একদিন আমার সুপারভাইজার বলছিলেন আসলে আমরা ধর্ম পালন করি জাষ্ট একটু একজয় করার জন্য, একটূ ড্রিংক করার ওসিলা হিসাবে, তোমাদের মসজিদে যেয়ে যদি পান করা যেত তাহলে আমরা মসজিদেও যেতাম!!
তবে ইদানিং খ্রিষ্টানরা জাপানিজদের মধ্যে ধর্ম প্রচারের ব্যাপক আয়োজন করছে, কিন্তু খুব একটা সুবিধা করতে পারবে বলে মনে হয় না। এরা ধর্মের কথা বলতে গেলে খুব মনোযোগ দিয়ে শুনে; সুগোই, সুগোই (খুবই সুন্দর!) ... বলে বিশ্বয়ও প্রকাশ করে। মনে হবে এই বুঝি পটে গেল , কিন্তু না, ওই পর্যন্তই ... পালন করতে বল্লে বলবে “সোত্তো মুজুকাশি নে” ... (আমতা আমতা করে জাপানীজ স্টাইলে না বলা আর কি!)। জাপানে মুসলিমের সংখ্যা ৪/৫ লাখের বেশি হবে না যার অধিকংশই বিদেশী। ইদানিং বিদেশীদের নির্মিত মসজদের সংখ্যাও বাড়ছে।
এখানে দুটি ধর্মের কিছুটা প্রচলন আছে, শিন্টো আর বৌদ্ধ। শিন্টো হচ্ছে জাপানিজদের আদিম ধর্ম আর ৬ শতকের দিকে চীন থেকে ইম্পোরটেড হওয়া ধর্ম বৌদ্ধ। ধার্মিক লোকজন এই দুই ধর্ম বা অনেক ক্ষেত্রে দুইটা একসাথে (একটা আরেকটার পরিপূরক হিসাবে)পালন করে। সিণ্টো ধর্ম আসলে জাপানের বাইরে অন্য কোথাও নেই তাই এদের সম্পর্কে খুব বেশী জানা যায় না। এদের নির্দিষ্ট কোন ধর্ম প্রচারক বা ধর্ম গ্রন্থ নেই। এরা বিশ্বাস করে মানুষ মরে গেলে কামী (দেবতা) হয়ে যায় এবং তারা স্রাইনে (ধর্ম পালনের ঘর, উপরের ছবিটা একটা স্রাইনের) বসবাস করে। বছরে নিয়ম করে স্রাইনগূলোতে মাতসুরী (অনুষ্ঠান) হয়, কামী গুলোকে বাইরের দুনিয়া দেখানোর জন্য। আমি শুনেছি স্রাইন গুলোতে নাকি বড় একটা আয়না থাকে যেখানে মানুষ যেয়ে তার আত্মশুদ্ধি লাভ করে বা মনের বাসনা জানায়। আসলে নিজেই নিজের সামনে দাড়ানোর মত একটা ব্যাপার। প্রকৃতপক্ষে ধমীয় আচার আচরণ পালন করার দায়িক্ত এরা দিয়ে রেখেছে প্রিষ্টদের উপর, সাধারন মানুষের ধর্ম পালন জন্ম, বিয়ে, মৃত্যু আর নববর্ষের মধ্যে সীমাবদ্ধ।
জাপানীজরা ধর্ম পালন করে না তাই বলে কি এরা বর্বর, অসভ্য? মোটেও সেরকম নয়, বরং জাপানীজরা কোন ধর্ম পালন না করেও যে কোন ধার্মিক জাতির তুলনায় তাদের প্রাত্যহিক জীবনে ধর্মের অনুশাসন মেনে চলে। আগেও বিভিন্ন সময় উল্লেখ করেছি, এখানে আবার কিছু গুনের কথা উল্লেখ করি যে গুলো সাধারণত আমরা ধর্ম পালনের মধ্যদিয়ে অর্জন করতে চাইঃ
সততাঃ জাপানিজদের সততা প্রশ্নাতীত; এমনকি এরা ব্যাবসার ক্ষেত্রেও ছলনার আশ্রয় নেয় না। আপনার কাছে কোন জিনিস বিক্রি করতে গেলে ওরা যদি বুঝে আপনি এর খারাপ দিক গুলি না জেনেই কিনছেন তাহলে তারা আপনাকে তা বুঝিয়ে দিবে আপনি না জিজ্ঞাসা করলেও।
নিওমানুবরতিতাঃ এদের নিয়মানুবর্তিতা মনে হয় একটু বেশী, যে কারনে এদেরকে রোবট জাতী বলা হয়। সকাল সকাল ঘুমাতে যাওয়া আর খুব সকালে ঘুম থেকে উঠা মনে হয় সব ধর্মের নিয়ম পালন করতেই করা লাগে যেটা এরা এদের অভ্যাসের অন্তরগত করেছে। রাত ৮ টার পর জাপানে কোন বাচ্চা সম্ভাবত জেগে থাকে না (অবশ্য আমার ছেলে ঘুমাতে যায় ১২ টার সময় তাও মায়ের ধমক খেয়ে)
চুরি-ডাকাতিঃ জাপানে চুরি ডাকাতি নেই বললেই চলে, ইদানিং কিছু ঘটনার কথা শোনা যায় যার অধিকংশ চাইনীজ বা ফ্রাস্টেডেড জাপানিজদের কাজ। সাধারণত রাস্তা ঘাটে কোন মুল্যবান জিনিস পড়ে থাকলেও এরা ছুঁয়ে দেখে না, যদি কেও নেই সেটা পুলিশের কাছে দেওয়ার জন্য।
বিনয়ঃ বিনয়ী জাতী হিসাবে জাপানিজদের সুনা্ম সারা বিশ্বে, এদের ল্যাংগুয়েজে সবচেয়ে বড় পার্ট হচ্ছে কত রকমে বিনয় প্রকাশ করা যায়।
কর্তব্যপরায়নাতাঃ নিজের কর্তব্য বা ডিউটি কে এরা ইবাদত মনে করে এবং তা যথাযথ পালন করে। এই জন্য পাবলিক সার্ভিসে জাপান বিশ্বে সেরা। কোন অফিসে কোন কাজে গেলে আপনি মুগ্ধ হতে বাধ্য।
অন্যকে হার্ড না করাঃ আপনি হার্ড হবেন এই ভেবে ওরা “ না “ কথাটাও এমন সুন্দর কওরে বলবে যে আপনি প্রথম প্রথম বুঝতেই পারবেন না যে আপনাকে না বল্ল নাকি হ্যাঁ বল্ল। ৪ বছরের বেশী জাপান থেকে এখনও আমি কনফিউসড হয়ে যায়!
পরিচ্ছন্নতাঃ জাপানিজদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আলাদা পোষ্ট ছিল তাই এ ব্যাপারে কিছু বল্লাম না।
এমন অসংখ্য উদাহরন দেওয়া যাবে যা মূলত ধার্মিক হয়েও আমরা পালন করতে পারি না, অথচ জাপানিজরা তা তাদের চরিত্রের অংশ হিসাবে বানিয়ে ফেলেছে। এটা কিভাবে সম্ভব হয়েছে তা বিরাট এক বিশ্বয়!!
আমরা যে যে ধর্মে বিশ্বাস করি মনে করি আমারটা বাদে অন্য সব ভুল, অন্য সবাই দোজখে/নরকে যাবে। আমি ব্যক্তিগত ভাবে সেটা মনে করি না; আমার যুক্তি আল্লাহ্ দোজখের চেয়ে বেহেস্ত বানিয়েছেন বেশী (ইসলাম ধর্ম মতে), উনি নিশ্চয় বেহেস্ত ফাকা রাখার জন্য সেটা করেন নাই। মুসলমানরা বিশ্বাস করে ইমান না আনলে যে যত ভাল মানুষই হোক না কেন বেহেস্তে যেতে পারবে না। কিন্তু জাস্ট একটা যুদ্ধে একটা কুকুর মুসল্মানদের সাহায্য করার জন্য আল্লাহ্ সেই কুকুর কে বেহেস্তে নেওয়ার কথা বলেছেন। আসলে কে পরকালে শান্তিতে থাকবে আর কে কষ্টে থাকবে এ সিদ্ধান্ত একমাত্র তার যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং যিনি বেহেস্ত-দোজখের মালিক; আমাদের এবিষয়ে কোন সার্টিফি্রিষ্টি না দেওয়ায় ভাল।
----------------------------------------------------------
বিজ্ঞাপনঃ
সাধারণ জাপানিজদের আচার ব্যবহার নিয়ে লেখা পূর্বের ব্লগ গূলোঃ
জাপানিজঃ আজব এক জাতি !!!
গাড়ীর হর্ন ঃ জাপানীজ স্টাইল !!! (২)
নিরবাচনী প্রচারণা ঃ জাপানীজ স্টাইল (৩)
ময়লা ফেলা ঃ জাপানীজ স্টাইল (৪)
জাপানীজ ওন্সেন বা গন গোছল (৫)
-------------------------------------------------------------
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন