দৈনন্দিন কাজের জন্য আমরা নানা রকম সফ্টওয়ার ব্যবহার করে থেকি । সেরকম কিছু অতি প্রয়োজনীয় সফ্ট নিয়েই আমার এই পোষ্ট । হয়তো সবগুলো বা কিছু কিছু সফ্ট নিয়ে ইতিমধ্যে পোষ্ট এসেছে । কারো কমন পড়লে আমি দুঃখিত ।
ভাইরাস টোটাল আপলোডার :
আমরা সবাই কোন না কোন এন্টিভাইরাস ব্যবহার করে থাকি ভাইরাসকুক্ত থাকার জন্য । কিন্তু কোন সন্দেহজনক ফাইল যদি ১৩৯ কে.বি.র একটি সফ্ট দিয়ে ৪২ রকম এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করা যায় তাহলে কেমন হয় বলুনতো?? এরকম একটি সফ্ট হল ভাইরাস টোটাল আপলোডার । এটি অনলাইনে ৪২ প্রকার এন্টিভাইরাস দিয়ে আপনার ফাইলকে স্ক্যান করবে ।প্রথমে নিচের লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন:
ভাইরাস টোটাল আপলোডার(140kb)
এখন যে ফাইলটি স্ক্যান করতে চান সে ফাইলটিতে রাইটক্লিক করে send to->Virus Total সিলেক্ট করুন ।
স্ক্রীনশট:
দেখবেন কিছুক্ষন পরই আপনার ব্রাউজারে নতুন একটি পেজ আসবে স্ক্যন ফলাফল সহ ।
আনলকার :
আপনার কম্পিউটারের কোন ফাইল যখন কোন প্রগ্রাম ব্যবহার করে তখন তাকে ডিলিট বা রিনেম করা যায় না । আবার কখনো কখনো হ্য়তো আপনার জানা দরকার কোন ফাইলকে কোন প্রগ্রাম ব্যবহার করছে?? এসব সমস্যার সমাধান পেতে পারেন আরেকটি ছোট সফ্ট ব্যবহার করে ।প্রথমেই নিচের লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন:
আনলকার ১.৮.৯(216kb)
যে ফাইলটি ডিলিট বা রিনেম করতে চাচ্ছেন সেটা যদি কোন এরর ম্যাসেজ দেখায় তাহলে আগের মতই সেটাতে রাইটক্লিক করে আনলকার সিলেক্ট করুন ।
দেখবেন নতুন একটি উইন্ডোতে আনলকার ওপেন হবে ।
প্রথমেই নিচে আনলক অল সিলেক্ট করুন । পরে আবার আগের মত রাইটক্লিক করে আনলকার সিলেক্ট করুন । দেখবেন এরকম একটি উইন্ডো আসবে:
এখন আপনি ফাইনটিকে ডিলিট করতে চাইলে ডিলিট অথবা রিনেম করতে চাইলে রিনেম সিলেক্ট করে ও.কে. চাপুন ।
তবে একটি ব্যপারে সাবধান থাকবেন । যদি দেখেন কোন ফাইল উইন্ডাজ (বিশেষ করে explorer)ব্যবহার করছে তাহলে সেটাকে ডিলিট করবেন না ।
ভেবেছিলাম একটা পোষ্টেই সবগুলো সফ্ট দিব । কিন্তু এখন কাহিল লাগছে । যাহোক, ধারাবাহিকভাবে আরো কিছু অতি প্রয়োজনীয় সফ্ট নিয়ে ভবিষ্যতে লিখব । ভালো থাকবেন ।