=ইচ্ছে হয় মাঝরাতে ছুটে যাই কোথাও=
মধ্যিরাতে যদি ডাক দিতিস পিনু মুক্তা পলি সিমু
বলতিস চল ঘুরে আসি গ্রাম হতে,
চল আমাদের এলাকাটা আজ চষে বেড়াই,
চোখ রগড়িয়ে তখনি ছুটতাম তোদের পিছু।
কতদিন একসঙ্গে হাঁটি না, ঘুরি না
ইশ তোদের সাথে যদি বসে পারতাম ট্রেনে
চলে যেতাম শহরের সীমানা ছেড়ে ঝকঝক শব্দ তুলে
চেনা জায়গায় পা ফেলতাম নির্দ্বিধায়।
চেনা পথগুলো কী আজও... বাকিটুকু পড়ুন
