যে মানুষটার লেখা পড়ে আমি আমি সর্বপ্রথম সাহিত্যের প্রতি আকৃষ্ট হই, সেই মানুষটার নাম হুমায়ুন আহমেদ।
তার লেখার মাধ্যমেই আমি বুঝতে পারি সাহিত্য এক অপার সৌন্দর্য মন্ডিত ফুলের বাগান। কালের বিখ্যাত সাহিত্যিকদের লেখা পড়ে বিরক্ত এবং হতাশ হয়ে যখন সাহিত্য থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছিলাম তখন আমার সব চিন্তা চেতনা বদলে দিল হুমায়ুন আহমেদ স্যারের "ময়ুরাক্ষী"।
এতোদিন পরে আমি খুজে পেলাম মনের মত একজন সাহিত্যিক। যার সাহিত্য নদীর প্রতিটি কনা সাহিত্যের সকল উপাদান দ্বারা পরিপূর্ণ।
বই হচ্ছে পড়ার জিনিস - হুময়ুন আহমেদের বই পড়ার পর এটা আমি প্রথম বুঝতে পারলাম।
মেসিকে দেখলে মনে হয়- ফুটবল খেলাটা এরকমই হওয়া উচিত।
হুমায়ুন আহমেদের লেখা পড়ে মনে হয়েছিল, সাহিত্য জিনিসটা এরকমই হওয়া উচিত।
আমি হুমায়ুন আহমেদের বাড়াবাড়ি রকমের একজন ভক্ত।
হিমু, শুভ্র, মিসির আলির মাঝে তিনি চিরকাল বেঁচে থাকবেন।
আজ এই মহান সাহিত্যিকের জন্মদিন।
জন্মিদিনে তাকে জানাই শ্রদ্ধা ও শুভেচ্ছা।
শুভ জন্মদিন।।