[গাঢ়]সংলাপ[/গাঢ়] শেষমেশ শুরু হলো। সমাধান কতদুর হবে বোঝা মুস্কিল, তবে মনে হয় এবার কিছু অগ্রগতি হলে হতে পারে। না হলে দেশের অবস্থা ঠিক কোন দিকে যাবে তা নিয়ে চিন্তিত হতে হয়। একদিক থেকে সংলাপ দেরীতে হয়েই ভালো হলো, আগে হলে দুদলই এর রেশ টানতে চাইত, এখন যেহেতু হাতে সময় নেই তাড়াতাড়ি ফলাফল পাওয়া যাবে।
পাকিস্তানের মোশাররফ তো এদিকে বই টই লিখে, সাক্ষাৎকার দিয়ে তুলকালাম কান্ড করছে। ঠিক কি মতলব আছে লোকটার বোঝা কঠিন। এই নিয়ে যুক্তরাষ্ট্রে হাস্যরস কম হচ্ছে না।
জাতিসংঘের সম্মেলনের সাথে তাল মিলিয়ে কাজাখস্থান নিয়ে চরম তামাশা করছে একটি মুভি [গাঢ়]বোরাট[/গাঢ়] (নভেম্বরে বের হওয়ার কথা)। এই সাইটে অনেক তথ্য আছে বোরাট নিয়ে - !@!8348। হাসতে হাসতে পেট ফাটার মতো অবস্থা বোরাটের কাজকর্ম দেখে। হাতে সময় থাকলে ভিডিওগুলো দেখুন। বোরাটের কাজকর্মে কাজাখস্থানের এমন দুর্নাম হচ্ছে যে ঐ দেশের সরকার এখন পয়সা খরচ করে যুক্তরাষ্ট্রের পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেশের মান ইজ্জত রক্ষার চেষ্টা করছে। এই বৃটিশ কমেডিয়ান এর আগে আরো দু-একটি দেশকে পঁচিয়ে এরকম ফিল্ম তৈরী করেছে। কে জানে কবে আবার বাংলাদেশকে ধরে, দেশের ভাবমুর্তির এমনিতেই যে দশা, বোরাটের পাল্লায় পড়লে মান সন্মান নিয়ে চলা ফেরা করতে কষ্ট হবে।
[গাঢ়]উটের পায়ের আঙ্গুল[/গাঢ়]-
তবে সপ্তাহের সবচেয়ে মজার আবিস্কার বোধহয় Beach Boys এর 80র দশকের গান Kokomoর ইউ টিউব প্যারোডি !@!8351। স্কুলে থাকতে গানটা খুব প্রিয় ছিল, কারা যেন ক্যামেল টো বানিয়ে ছেড়েছে এটাকে। আসলে এখানকার বাঙালী মেয়ে মহলে একজনের কাছে ঘটনাটা শুনলাম, ওদের অনেকে গ্র্যাড স্কুলে যায়, তো এরকম একজনের ক্লাসে শিক্ষিকা এসেছেন এমন আটোসাটো প্যান্ট পড়ে যে তার ক্যামেল টো পরিস্কার দেখা যাচ্ছিল। হাসির ঘটনাটা শুনে বাসায় এসে ভাবলাম ক্যামেল টো ব্যপারটা নিয়ে একটু ঘেটে দেখি, সেখান থেকেই ইউ টিউবের প্যারোডি আবিস্কার করলাম। দেশের মেয়েরা অবশ্য সালোয়ার কামিজ পড়ে তাই ক্যামেল টো দেখা সহজ না। বিশ্ববিদ্যালয়ে থাকতে আমাদের ক্লাসের দুএকজন নিতম্বীনি বসা থেকে উঠে দাড়ালে নিতম্বের খাজে কাপড় ঢুকে থাকতো, এই নিয়ে তখন অনেক হাসাহাসি করেছি। ভাবছি সামনের ক্ষেত্রে যদি ক্যামেল টো হয় পেছনের জন্য কি হবে, এ্যালিফ্যান্ট টো মনে হয় না ... ভাবতে হবে।