মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ বলে যারা ঘ্যান ঘ্যান করেন, তারা কিন্তু স্বীকার করে নিলেন যে দেশে বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে একটি ভিন্ন মতাদর্শী গ্রুপ আছে, এবং তাদের নড়াচড়াও আছে। যাহারা সারাক্ষন মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার তাৎপর্য, বিজয়ের অঙ্গীকার এসব শব্দ ব্যবহার করেন, তাদের আমি সামান্য কিছু প্রশ্ন করতে চাই। জবাব দিলে এই ব্লগারের বহুৎ সুবিধা হইত। প্লিজ।
1) 'মুক্তিযুদ্ধের চেতনা' কি এবং এই চেতনা কি কোন রাজনৈতিক আদর্শ বা কোন ইশতেহার, যা বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে? উত্তর হ্যা হলে, এই মুক্তিযুদ্ধের চেতনার বিস্তারিত আউটলাইন বলুন।
2) বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এমন একটি দল আছে, তারা এখনও সে ব্যাপারে অবিচল আছে। আর সে দলটি এখন দেশের 3য় বৃহত্তম রাজনৈতিক দল। তাহলে আপনারা কি মনে করেন, দেশের লাখ লাখ মানুষ বাংলাদেশের স্বাধীনতার বিপ েঅর্থাৎ তারা বাংলাদেশ ছাড়া অন্য কিছু চায়?
3) উপরের প্রশ্নের উত্তর না হলে, অর্থাৎ যদি আপনারা মনে করেন যে মানুষ জামায়াতকে সমর্থন করে তাদের বেটার রাজনীতির জন্য, তবে আপনারা কি স্বীকার করছেন যে মুক্তিযুদ্ধে একটি ভিন্ন রাজনৈতিক প্লাটফর্ম থাকতেই পারে, এবং হয়ত তা সঠিক?
4) একাত্তুরে আওয়ামী লীগের 163 এর মধ্যে 160 টি আসনে জয়, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষন, পাকবাহিনীর আতর্কিত হামলা, যুদ্ধ-গনহত্যা ও শেষে বিজয়; এ ঘটনা গুলো নিয়ে আপনাদের কোন সহজ আর স্পষ্ট ব্যাখ্যা আছে কি, থাকলে কয়েক লাইন লিখুন।
বেশী না লিখতে পারলে সোজা ভাষায় 5/6 লাইন লিখুন, তাতেই হবে।