আমার কথা থাক, আবার এমন অনেকেই আছেন যাদের দেখলে মনে হয় বয়স যেন দাড়িয়ে আছে। ছোট বেলায় যেমন দেখেছি এখনো তেমনি। আবার কারো কারোটা তো মনে কমেছে।
আজ আমাদের অফিসে মাকসুদ (গায়ক/ব্যান্ড) এসেছিলেন। আমি স্কুলে থাকতে যাকে টিভিতে দেখেছি। তখন আমাদের ক্লাসের মেয়েরা একবাক্যে মাকসুদের ভক্ত ছিলো। আজ এতো বছর পর তাকে সামনে দেখে মনে হলোনা খুব একটা বয়স হয়েছে।
সিনেমার তাড়কাদের কাউকে কাউকে তো এখনো তাদের ছেলে মেয়েদের চেয়ে সুন্দর লাগে।
আবার আমার নিজের কথায় আসি। আমার এস এস সে পরীক্ষার সময়ের ছবি, আর এখনকার ছবির মধ্যে খুব একটা পার্থক্য নেই। হঠা্য বোঝা যায় না কোনটা আগের। তবে মুটিয়ে যাচ্ছি বলে এখন আবার বয়সের ছাপ পড়ছে। কি যে করি ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০