নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনো আমি যোদ্ধা, যেমনটা ছিলাম সৃষ্টির শুরুতে

খান সাইদুর রহমান

এখনো আমার রন্ধ্রে রন্ধ্রে খুনি নিঃশ্বাস টের পাই,এখনো আমার বুকের পাজরের নিচে রয়েছে দগদগে বেয়নেটের, ক্ষতমগজের প্রতিটি কোষে কোষে এখনো সেই বিভীষিকার কর্কশ স্বপ্ন।এখনো আমি যোদ্ধা, যেমনটা ছিলাম সৃষ্টির শুরুতে।

খান সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

কার্টুনিস্টদের চোখে ভবিষ্যতের ট্রাম্প, যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যবস্থা

১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮





আর মাত্র কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। হাসির পাত্র হয়ে যাত্রা শুরু করলেও শেষ হাসিটা হিলারিকে হারিয়ে ট্রাম্পই হেসেছে। তবে প্রেসিডেন্ট হওয়ার পরেও বিতর্ক তার পিছু ছাড়েনি, অথবা উল্টো করে বললে তিনিও বিতর্ককে ছাড়েননি কখনো। নির্বাচনে রাশিয়ার পরোক্ষ সহযোগীতায় জেতা অথবা গণমাধ্যমকে হামলা করে বক্তব্য প্রদান, রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা কিংবা অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপকে 'ওভাররেটেড' হিসেবে অভিহিত করা, সব মিলিয়ে ট্রাম্পের শপথ গ্রহণের আগেই কপালের চামড়ায় ভাজ পড়েছে অনেকের। যার ফলশ্রুতিতে ধারণা করা হচ্ছে একদিকে কাল যখন ট্রাম্প শপথ নেবেন তখনই লাখো মানুষ তার শপথ অনুষ্ঠানে যোগ দেবেন শুধুমাত্র বিক্ষোভ করার জন্য। কিন্তু ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার পর কেমন হবে যুক্তরাষ্ট্র কিংবা বিশ্ব পরিস্থিতি তা নিয়ে সরেস সব কার্টুন একেছেন কার্টুনিস্টরা। সেখান থেকেই সামু'র ব্লগার বন্ধুদের জন্য কয়েকটি বাছাই করা কার্টুন তুলে ধরেছি এখানে।

























মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


ভালো সংগ্রহ

১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

খান সাইদুর রহমান বলেছেন: হা হা হা

ধন্যবাদ

২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই শংকিত বিশ্ব

+++

১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

খান সাইদুর রহমান বলেছেন: হুমম

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩

প্রশ্নবোধক (?) বলেছেন: দেখা যাক কি হয়।

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৬

খান সাইদুর রহমান বলেছেন: হুমম দেখা যাক

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৩

মহাসিন মহী বলেছেন: খুব বেশি বিচলিত হতে পারিনি, অবাক তো নয়ই। ব্যক্তির ইচ্ছা শক্তির দ্বারা অন্তত আমেরিকার রাজনীতির প্লট খুব বেশি পরিবর্তন হবে বলে মনে হয় না। তবে দলীয় প্রভাব তো কিছুটা থাকবেই।

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৯

খান সাইদুর রহমান বলেছেন: দলীয় প্রভাব তো আছেই কিন্তু এছাড়াও ট্রাম্প তার আশেপাশে যে সকল জ্বী হুজুর বলা লোকজন বসিয়েছেন মূলত তাদের নিয়েই আমার শংকাটা বেশী

৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪

জামান শেখ বলেছেন: চিন্তিত, তবে ভালো কিছুও করে ফেলতে পারেন।

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬

খান সাইদুর রহমান বলেছেন: দেখা যাক, কি করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.