নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

খ্রাম্ফ এর ঝামেলা শেষ না হতেই গিখ্ত

১৫ ই জুন, ২০১২ রাত ৯:১৮

ইংরেজীতে বলে Gout আরেকটু হইলতে ছাগুই হইয়া যেতাম । :P



মহিলা ডাক্তার এর কাছে বিষদ বর্ণনা করার পর বলে উঠল সেকেন্ড এর মাথায় । এটা গিখ্ত , যা বাংলায় গেঁটেবাত বলা যায় । :(



দুনিয়ার তামাম রোগ আমার দিকে ধাবিত । B-)



এটা থেকে পরিত্রানের খুব সহজ কিন্তু কঠিন উপায় বাতলে দিল কোন প্রকার পনির জাতীয় খাদ্য ও মাংশ থেকে দূরে থাকতে হবে । :(

যদিও এগুলি তেমন একটা খাই না এখন । তবে আগে খেতাম ।



গতকাল এই পা ব্যথা নিয়ে কাজ করেছি । আজ আর পারি নাই, মানে দাড়াতেই পারি নাই ।

ডাক্তার এর বাড়ি বেশী দূরে না কিন্তু যেতে মন চায় না ।

কারণ গেলেই গায়ে পড়ে আরোগ্য লাভ করাতে চায় !



গেলাম পায়ের ব্যথা নিয়ে কিন্তু মহিলা পুরা ফুল বডি চেকআপের টারমিন দিয়ে বসল । :(

সোমবার মূত্র ও রক্ত দান করিয়া তাদের ধন্য করিতে হইবে । আজকে শুধু হাতের রক্ত চাপ পরীক্ষা করল ।



গেলাম কি জন্য , আর পাইলাম কি ! বলছিলাম আজকের জন্য অসুস্থতার কাজ দিতে যা কোম্পানীকে দিখিয়ে ছুটি নিতে পারি । কি ফাজিল ডাক্তার দিল তো দিল মঙ্গলবার পর্যন্ত ঘরে বসিয়ে রাখার কাগজ দিয়ে দিল ! X(

আমি সহজে কাজ কামাই করি না, বি.দ্র. যে আইন মোতাবেক যে কোন রোগে বাতসরিক ৩ মাস পর্যন্ত রোগের জন্য পূর্ণ বেতন সহকারে অসুস্থতার ছুটি পাওয়া যায় । কিন্তু শরীরকে সুস্থ রাখার জন্য কাজের বিকল্প নাই তাই ধান্দাবাজী করি না ।

আমি এই যে ছুটি পেলাম মানে কোম্পানীকে গ্রহন করুক আর না করুক আমার মেডিকেল ইন্সুরেন্স এর কারনে বাধ্য তারা সুতরাং পেইড ছুটি হবে । কিন্তু আমার মন তো মানে না । :( ডাক্তার কে অনেক রিকোয়েস্ট করলাম মহিলা তো তার কথায অটল রইল । তার ভাষ্যমতে এটা নাকি খনিগলিখেক্রাঙ্কহাইট মানে হইলো রাজা বাদশাহদের রোগ ! এটা আগে উপরের লেভেলের মানুষরই বেশী হত । ;) তার মানে এই রোগ বাধাইয়া বৃটেন এর রানীর সমতূল্য পদে ভূষিত হইয়া গেলাম । =p~ =p~



--

ব্লগের ডাক্তারগন এই রোগ সম্বন্ধে আপনাদের অভিমত কি ?

--



তবুও নিজের অভিজ্ঞতা ও ডাক্তার এর আধা জার্মান ব্লা ব্লা শুইনা যা মনে হইল .... তা হল (বি.দ্র মহিলা ডাক্তার জার্মানও না অস্ট্রিয়া্নও না তাই তার বলার ধরন অনেকটা বায়ারিশ ডিয়ালেক্ট এর মত, বুঝতে গেলে আমার চক্ষু তে পানি আইসা পড়ে :(( )



গতকাল সকালে কাক ঢাকা বুড়ে...... গুমের তে উঠতে গিয়া চিক্কুর পাইরা উঠি ... মনে হয় কোন বোতলের জ্বীন আমার বুড়া আঙুলে পাড়া দিল । /:)







এই রোগ সাধারণ এই জায়গাতেই শুরু হয় । তবে গোড়ালি, কুনুই , মুখেও হতে পারে .. আরও অনেক জায়গায় ।

মহিলা আমাকে হার্নসয়রের ব্যাপারে বলল, পরিষ্কার বুঝি নাই কারণ ডাক্তারীতে পরিষ্কার একাডেমিক জ্ঞান নাই তবে এটা বুঝতে পারলাম যে প্রসাব আর এসিড নিয়ে কিছু সমস্যা । তো গুগল মামা হার্নসয়রে থুক্কু ইউরিক এসিড যেটা ইংরেজীতে মারে তা সম্বন্ধে যা তথ্য দিল ... ....

Gout is a form of arthritis, caused due to excessive storage of uric acid in the body. This painful form of arthritis can cause:



Heavy deposit of uric acid under the body’s skin, which looks very similar to lumps, known as tophi

Deposit of sharp uric acid in the joints, mostly deposited in the big toe

Kidney stones caused due to excessive uric acid



তবে ৩ নম্বর লাইনের কিডিনী স্টোন এর ব্যাপারটা বুঝলাম না, কিডনীতে পাথর হলে সমস্যা হয় ?



হুম প্রোটিন সমৃদ্ধ খাবার কম খেতে নিষেধ করল :(

তাড়াতাড়ি ওজন কমলেও নাকি এ রোগ হতে পারে । :(

কই যে যাই ? বাড়লেও সমস্যা কমলেও সমস্যা । :(

প্রতিমাসে ওজন কমানোর নির্দেশ দিল ২-৩ কিলোর বেশী না তবে অবশ্য আমি সেখানে ৬ কেজি ডাউন করেছিলাম । আর প্রচুর মাছ আহার করেছিলাম ।

ডাক্তার মাছ, মাংস, পনির থেক শুরু করে সবই বাদ দিল । লতা পাতা খেয়ে জীবন ধারন করব নাকি ? X(

এদেকি কয় তুমি কি বেশী ব্যায়াম কর নাকি ? এটাও নাকি সমস্যা । কারণ ফ্যাট এর সাথে পেশী তন্তু বিল্ড আপ প্রচুর ইউরিক এসিড তৈরী হয়।



বুঝতে পারছি ঝামেলাটা কই হালকা :(



এখন তো জিম জুম বন্ধ । :(



আর প্রথমেই জিজ্ঞাসা করল দিনে কয় লিটার ওয়াইন গলধ:করণ করি ! তার ধারনা আমি এইটা কইরা কাহিনী বাধাইছি । :|



দুনিয়ার তামাম মদখোরদের কিছুই হয় না , হইল তো হইল আমারই /:)

দ্রুত ওজন কমায় আমার এ কি প্রহসন ! :((



আমার রাজা বাদশাহর রোগের দরকার নাই,, গরীবের রোগ দেন তাও ভালা । :P

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১২ রাত ৯:২৫

বেঈমান আমি বলেছেন: আর প্রথমেই জিজ্ঞাসা করল দিনে কয় লিটার ওয়াইন গলধ:করণ করি ! তার ধারনা আমি এইটা কইরা কাহিনী বাধাইছি ।
;) ;) ;) ;) ;) ;)

আপনি কোথায় থাকেন?

১৫ ই জুন, ২০১২ রাত ১০:৫১

রিফাত হোসেন বলেছেন: সারাদিন রামায়ন পড়ে, জিজ্ঞাসা সীতা কার বাপ ! ;)

২| ১৫ ই জুন, ২০১২ রাত ৯:২৮

বিডি আইডল বলেছেন: গাউট খুব খারাপ অসুখ....এটা ঘুরে ঘুরেই ফিরে আসে...আপনে রেড মিট একেবারেই বন্ধ করে দিন.....কিডনি পরিস্কার থাকে এইরকম খাবার দাবার খান

১৫ ই জুন, ২০১২ রাত ১০:৫১

রিফাত হোসেন বলেছেন: রেড মিট না হলেও প্রচুর মাছ খাওয়া হয় । :(

৩| ১৫ ই জুন, ২০১২ রাত ৯:৪৮

~মাইনাচ~ বলেছেন: ইংরেজীতে বলে Gout আরেকটু হইলতে ছাগুই হইয়া যেতাম ।


=p~ =p~ =p~ =p~ =p~

১৫ ই জুন, ২০১২ রাত ১০:৫১

রিফাত হোসেন বলেছেন: লোল ।

৪| ১৫ ই জুন, ২০১২ রাত ১০:০৩

মনে নাই তো কি করার বলেছেন: গেঁটেবাত এর কাহিনি দেইখা ভুই পাইছি । #:-S আপনার এত দ্রুত ওয়েট কমান টা ঠিক হয়নি । আমার মনে হয় আপনি আবার নরমাল এক্সারসাইজ করলে জিনিসটা কমতে পারে । রিফাত ভাই আপনার কোমরেও আপনি দৌড়ানোর সময় প্রব্লেম ফীল করেন । তাই সাবধান হয়ে যান এই ব্যাপারটাতেও । না হলে পরে এটা নিয়েও ডাক্তারের কাছে দৌড়াইতে হইতে পারে । দৌড়ানোর বদলে হাঁটেন আর হাত আর পেটের এক্স হাল্কা করেন । একটা কথা বলতে পারি - গেঁটেবাত এর জায়গায় সরিষার তেল আর চুন একসাথে মিক্সেড করে হাল্কা গরম করে ওই জায়গাটা ভাল মত কাউকে দিয়ে মাসাজ করালে অনেক সময় ভাল হয়ে যায় বা অনেক আরাম পায় । প্লিজ দয়া করে আইডিয়াটা দেখে হাসবেন না ।আমি অনেকের কাছেই ব্যাপারটা দেখছি যে এটা বেথাটা কমায় দেয় ।তবে পুরাপুরি ভাল করে কিনা জানিনা ।

১৫ ই জুন, ২০১২ রাত ১০:৫৩

রিফাত হোসেন বলেছেন: হাসব কেন ? বিপদে পড়লে মানুষ কবিরাজেও বিশ্বাস করে । :) আসলে বনেদীতেও রোগ সাড়ে , আমার বিশ্বাস আছে । বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর । ;)

সবারই থাকে কারউ বেশী কারউ কম । :(

হুম .. সব কিছু নরমাল এ আনতে হইবে । :(

৫| ১৫ ই জুন, ২০১২ রাত ১১:৫১

হিবিজিবি বলেছেন: ১৫-২০ বছরের জমানো জিনিস যদি ২-৪ মাঝেই ঝেড়ে ফেলতে চাইলেই কি হবে!! এবার লতা পাতা খান......হাহাহা(ইমু আসেনা~!!)

ডাক্তারের কথা মতো চলেন......আশা করি ঠিক হয়ে যাবে!

১৬ ই জুন, ২০১২ রাত ৮:২৮

রিফাত হোসেন বলেছেন: ধইন্না , আল্লাহ ভরসা ।

৬| ১৬ ই জুন, ২০১২ রাত ১২:৫৫

সুখী পাগলা বলেছেন: ইংরেজীতে বলে Gout আরেকটু হইলতে ছাগুই হইয়া যেতাম ।
:-& :-& :-& :-&

১৬ ই জুন, ২০১২ রাত ৮:২৮

রিফাত হোসেন বলেছেন: লোল ।

৭| ১৬ ই জুন, ২০১২ বিকাল ৩:৫৮

পুরান ঢাকাইয়া বলেছেন: হোপ ইউ উইিল কাম রাউন্ড সুন!!

১৬ ই জুন, ২০১২ রাত ৮:২৮

রিফাত হোসেন বলেছেন: ইহফেআউ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.