![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালবেলাতেই এমন একটা বিশ্রী কান্ড ঘটে যাবে অনীনদিতা ভাবতেই পারি নি । মেজাজটা একটু খারাপই হল বেটা ব্রাঞ্চ ম্যানেজারের উপর ।
বেটা নিজেকে ভাবে কি ?
ম্যানেজার হয়েছে বলেই কা যা ইচ্ছা তাই বলে যাবে !
একটু খানি দেরি হয়েছে বলে বেটা কত গুলো কথা শুনিয়ে গেল !
আরে আগে শুনবিতো দেরিটা কেন হয়েছে । তা না প্যাকপ্যাক প্যাক ।
অনীনদিতা মনে মনে আরো কয় কথা শুনিয়ে দিত ব্যাটা কে কিন্তু মোবাইলের ম্যাসেজ টোনটা বেজে উঠল ।
অনীনদিতা মনটা চট করে ভাল হয়ে গেল । যদিও এখনও ও সিওর না যে মেসেজটা কে পাঠিয়েছে তবুও মন বলছে কাঙ্খিত মেসেজটাই এসেছে । ইনবক্স খুলে মনটা আরো একটু খুশি হয়ে উঠল ।
ফাজিল ছোটরাটা ই পাঠিয়েছে । অনীনদিতা ম্যাসেজ ওপেন করল ।
:কি খবর ?
কি খবর !!
আর কোন কথা কি নাই ?
প্রতিদিন একই লাইন দিয়ে কথা শুরু করে । অনীনদিতা মনে মনে বলে আমি নিউজ চ্যানেল নাকি যে তোমাকে প্রতিদিন খবর পড়ে শোনাবো ।
আপনাদের এখন শোনাবো শিরোনাম তারপর বিস্তারিত ।
অনীনদিতা মেসেজের রিপ্লে লিখে পাঠাল
:খবর জানতে হলে এটিএন নিউজ ওপেন করুন । আমি কোন খবর টবর জানি নি ।
কিছুক্ষনের ভিতর রিপ্লে এসে হাজি ! একগাদা স্মাইলি ।
শেষে লেখা মেজাজ
:কেন খারাপ ?
অনীনদিতা লিখলো
:ঝাড়ি খেয়েছি !
:একা একটাই খেলে ? একটু বললেও না ?
:ইয়ার্কি মেরো না তো ! মেজাজ এমনিতেই খারাপ । দিনটা ভাল ভাবে শুরু হল না ।
পরের মেসেজে রিপ্লে আসলো
:চিন্তা করনা দিনটা ভালভাবে শুরু না হলেও শেষটা সুন্দর ।
তারপর একটা স্মাইলি ।
অনীনদিতার মনটা আরো বেশি ভাল হয়ে গেল ।
অনীনদিতার কেন জানি মনে হল ছেলেটা নিশ্চই ঠিক বলছে ! কিন্তু কিভাবে ? যাক সে বিষয়ে এখন চিন্তা না করলেও চলবে । অনীনদিতা লিখে পাঠাল
:আচ্ছা আমাদের দেখা হবে কবে ?
:কোন দিনও না ।
সাথে একটা মন খারাপের স্মাইলি ।
:কেন ?
:কারন আমাকে দেখার পর তোমার আর আমাকে ভাল লাগবে না । আমি অতি সাধারন একটা ছেলে ।
অনীনদিতা একটু রাগ হল ছেলেটার উপর ।
রাগের ইমো পাঠাল কিছু ।
:কি হল ?
অনীনদিতা লিখল
:আমি কিন্তু তোমাকে না দেখেই তোমার লেখা পছন্দ করেছি ।
:হু । বুঝলাম ।
আরো কিছুক্ষন এসএমএস চ্যাটিং চালিয়ে যাবার ইচ্ছা ছিল কিন্তু ফাজিল ম্যানেজার এতোগুলো ফাইল দিয়ে পাঠাল । সব গুলো চেক করতে হবে ।
অনীনদিতার মেজাজটা আবার খারাপ হল । ব্যাটা ইচ্ছা করে এই গুলা ওর কাছে পাঠিয়েছে ।
আরে ব্যাটা একটু দেরি না হয়েছে অন্য কিছু তো না ! অনীনদিতার মন একটু খারাপ । ব্যাংকের ফাইল তো একটু মনযোগ সহকারে দেখতে হয় তা হলে ভুল হবার সম্ভাবনা থাকে । আর ভুল হলে তো ম্যানেজার বেটা আবার বকাবকি করবে ।
অনীনদিতা এসএমএস লিখে পাঠাল
:খুব কাজের চাপ ।
:ও ! এখন কি আর মেসেজ পাঠাবো না ?
মন খারাপের ইমো । ও দিক থেকেও মন খারাপের ইমো ।
নাহ ! দিনটা যেমন বাজে ভাবে শুরু হয়েছছিল , দিনটা যাচ্ছেও খারাপ ভাবে ।
ইদানিং অনীনদিতার কি যে হয়েছে মনে হয় যেন সারাটা দিন ছেলেটার সাথে কথা বলতে মত চায় । কয়দিন আগেও ছেলেটাকে চিনতো না ছেলেটাকর কিন্তু এখন এমন একটা ব্যাপার হয়ে দাড়িয়েছে যে ছেলেটাকে এসএমএস না পাঠালে ভালই লাগে না ।
কখন কি করছে কি করবে মন ভাল কিনা আবার ওর মান ভাল কিনা সব কিছু বলতে ইচ্ছা করে ! ওর কাছ থেকেও শুনতে ইচ্ছা করে !
কথাও বলতে ইচ্ছা করে খুব কিন্তু ফাজিল ছেলেটা ফোন রিসিভ করে না ।
অনীনদিতা অনেক বার কারনটা জানতে চেয়েছে । কিন্তু ছেলেটা স্পষ্ট করে কিছুই বলে নি । কেবল বলেছে যে সময় আসুক ! তারপর !!
কবে সময় আসবে !
খুব রাগ হয় ছেলেটার উপর কিন্তু কিছু বলতে পারে না ।
হাতের কাজ গুল শেষ করতে করতে প্রায় দুপুর হয়ে গেল । একটু পরেই লাঞ্চের ব্রেক । যাক একটু সময় পাওয়া গেল । এখন একটু খোজ নেওয়া যাক !
আচ্ছা ছেলেটা কি করছে ?
ওর কথা কি ভাবছে ?
অনীনদিতা নিখে পাঠালো
: এতো কাজের চাপ । তবুও তোমাকে মিস করছি !
অনীনদিতা মেসেজের জন্য বসে রইলো কিন্তু কোন রিপ্লে এল না ।
কি হল ?
এমন তো হয় না !!
ছেলেটা কখনও মেসেজের রিপ্লে দিতে দেরি করে না ,
আবার পাঠালো !
: তোমাকে মিস করছি ! খুববববববব !!!
কোন রিপ্লে নাই !!
অনীনদিতার মনটা এবার সত্যি খারাপ হল ।
ছেলেটা বলেছিল দিনটা ভাল যাবে ! কিন্তু কোথায় যাচ্ছে ভাল !
কোথায় তুমি ??
তোমার কথা খুব মনে পড়ছে !
কেন রিপ্লে দিচ্ছ না ?
অনীনদিটার সত্যি এবার কান্না আসতে লাগলো !
কিন্তু এতো লোকের ভিতর কেঁদে ফেলাটা কি লজ্জার হবে !!
-ম্যাম, আমার একটা নতুন একাউন্ট খোলা দরকার ছিল ।
অনীনদিতার মেজাজটা একটু খারাপ হল !
ও নিজে বাঁচছে না নিজের জ্বালায় আর এই ব্যাটা ব্যাটা এসেছে একাউন্ট খুলতে !
এই একাউন্ট খুলে তুই কি করবি ?
বিজনেস ম্যান হবি ?
তারপর হলমার্ক কেলেঙ্কারী করবি ।
অনীনদিতা ভাল করে তাকালও না সামনে বসা ছেলেটার দিকে ।
মনেমনে বলল
ব্যাটা দুরে গিয়ে মর ।
-ম্যাম ! আমার একাউন্ট টা !
অনীনদিতা মোবাইলটা আর একবার চেক করলো ।
নাহ ! কোন রিপ্লে আসে নি !
ছেলেটা কোথায় গেল !!
অনীনদিতা মোবাইল থেকে মুখ না তুলেই বলল
-দেখুন আমি একাউন্ট খুলি না । আপনি পাশের টেবিলে যান !
-আমি ওখানেই গিয়েছিলাম । উনি খুব বিজি ! আর আপননি তো ফ্রী আসেন । একটু দেখেন না প্লিজ !
এই ব্যাটা আমি ফ্রী তো তোর কি । তুই বলার কে আমি ফ্রী কি না !! কিন্তু কথা গুলো বলতে পারলো না । এরকম কথা বলা যায় না ।
অনীনদিতার পাশের টেবিলের সোমা বলল
-অনি, একটু দেখ না । আমি খুব বিজি !
অনীনদিতা অনিচ্ছা সত্তেও নতুন একাউন্ট খোলার ফর্ম টা নিল ।
-নাম বলুন ! পুরো নাম বলবেন ।
ছেলেটা বলল
-আমার নাম তানভীর । অপু তানভীর !
অনীনদিতার বুকের ভিতর কেমন করে উঠল যেন । অনীনদিতা অনুভ করল যে ওর বুকের বাম পাশটা কেমন করে ফালানো আরাম্ভ শুরু করেছে ।
অনীনদিতা এতোক্ষন সামনে বসা ছেলেটার দিকে ভাল করে তাকাও নি । ও ছিল নিজের ভাবনায় !
কিন্তু এবার তাকালো !
অপুকে এতোদিন কেবল কম্পিউটার স্ক্রীনেই দেখছে । আজকে এই প্রথম বারের মত সামনা সামনি দেখলো !
কেমন একটু হাসি মুখে তাকিয়ে আছে ওর দিকে !
অনীনদিতার খুব রাগ হল ।
রাগ না অভিমান হল অপুর উপর ।
এমন ভাবে ওকে কষ্ট দিতে পারলো ছেলেটা ?
ওকে কতবার মেসেজ পাঠাল কিন্তু সামনে বসে মজা দেখছিল । এই জন্য একটা মেসেজেরও জবাব দেয় নি !!
ফাজিল ছোকরা !!
আমাকে কষ্ট দিয়ে মজা পাচ্ছ না ?
অনীনদিটা অনুভেব করলো ওর চোখে পানি চলে এসেছে । এই পানি কিছুতেই আটকানো যাবে না !
অনীনদিতা নিজের ডেস্ক ছেড়ে উঠে বাধরুমের দিকে দৌড় দিল ।
যাওয়ার সময় কেবল একটা আওয়াজই ওর কানে এল
-এই কোথায় ........
অনীনদিতা বাধরুমের কল ছেড়ে অনেকক্ষন কাঁদলো । কিন্তু ঠিক কি কারনে কান্না আসছে এই ব্যাপারে ও ঠিক মড় সিওর না ।
অপুর উপর অভিমান হচ্ছে ?
না ! এমন তো হবার খুব একটা কারন নেই !
অপু ওকে সারপ্রাইজ দিতে চেয়েছে !
অনীনদিতা এর আগে অনেক বার অপুর সাথে দেখা করতে চেয়েছে । কত বার রাগ করেছে কিন্তু অপু করে নি । কিন্তু আজ এই রকম অপ্রত্যাশিত ভাবে অপুকে সামনে দেখে অনীনদিতার অবেক কোন বাধা মানে নি । তাই হয়তো এই কান্না !!
একটু ধীর স্থির হয়ে আবার যখন অনীনদিতা নিজের টেবিলে ফিরে এল তখন অপুকে কোথাও দেখতে পেল না ।
সোমাকে জিজ্ঞেস করলো
-এই ছেলেটা কোথায় গেল রে ?
-তুই ওভাবে চলে গেলি কেন ?
-আহা ! ছেলেটা কোথায় ?
-একাউন্ট খোলা শেষ ! এই তো এলটু আগেই বের হয়ে গেল ।
-কি !
কোথায় গেল তুমি । অনীনদিতা আবার ঝরের গতিতে বাইরে বেড়িয়ে এল । এদিক ওদিক তাকাতেই দেখলো এটিএম বুথের সামনে অপু দাড়িয়ে আছে !
অনীনদিতা কাছে গিয়ে বলল
-এমন কাজটা না করলে কি হত না ?
অপু কোন কথা না বলে কেবল একটু হাসলো !!
-কথা বল না কেন ?
-কথা বলার জন্য তো সারাজীবন পড়ে আছে । আগে একটু দেখে নেই তোমাকে !
-কেন দেখার জন্য সারা জীবন পড়ে নেই?
অপু কোন কথা না বলে কেবল তাকিয়েই রইলো অনীনদিতার দিকে !!
কি গভীর চোখেই ছেলেটা তাকিয়ে আছে !!
অনীনদিতার চোখ কেন জানি আবার ভিজে উঠল ।
আমার কথা: আমি খুব সাধারন টাইপের একজন মানুষ । যখন যা ভাল লাগে তাই করি । খুব চেষ্টা করি যে আমার কার্যকলাপে কেউ আনন্দ না পেলেও যেন কষ্ট না পায় । কিন্তু কেউ কেউ এমন কিছু কাজ করে যে মনটা খারাপ হয়ে যায় ! খুব বেশি খারাপ হয়ে যায় ! গল্পটা এমনই একজনের জন্য !
১২ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৩৯
অপু তানভীর বলেছেন: থেঙ্কু !!
২| ১২ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৩৮
ঘুড্ডির পাইলট বলেছেন: গল্প ভালৈছে। ইয়ে অনীনদিতা কি বাস্তবে আছে নাকি ? আপ্নার বান্ধবি ?
১২ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৪৩
অপু তানভীর বলেছেন: কি জানি !! থাকলে থাকতেও পারে !!
৩| ১২ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৪৯
গাধা মানব বলেছেন: সুন্দর।
১২ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৫৩
অপু তানভীর বলেছেন:
৪| ১২ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৫১
রোমান সৈনিক বলেছেন: +++
১২ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৫৩
অপু তানভীর বলেছেন:
৫| ১২ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৫১
মাধব বলেছেন: কিছু কিছু মিলে যায়। জীবনের গল্প বলেই হয়ত এই মিল।
১২ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৫৪
অপু তানভীর বলেছেন: হয়তো !!
৬| ১২ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৫৬
মদন বলেছেন: +
১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:০১
অপু তানভীর বলেছেন:
৭| ১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:১৪
ফারুক রহ্মান বলেছেন: Just Awesome..
১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৩৬
অপু তানভীর বলেছেন:
৮| ১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:১৫
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: অসাধারন হয়েছে ।
১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৯| ১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:২৮
শায়মা বলেছেন: বাহ বাহ বাহ !!!!!!!!!!!!!
মজার !!!!!!!!!!!!!!!!!!
আর কে তোমার সাথে এমন কাজ করে যে মনটা খারাপ হয়ে যায়?
বলো তার নাম শিঘরী!!!!!!!!!!!!!!!!!
১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৩
অপু তানভীর বলেছেন: নাম বলে আর কি হবে আপু বল.............।
১০| ১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:২৮
শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর হয়েছে...
১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৪
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
১১| ১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৩৬
একজন আরমান বলেছেন: আমার নাম তানভীর । অপু তানভীর !
ইমোতে ভরপুর গল্প ভালো লেগেছে।
১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৬
অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা !!
আমি খুব একটা ইমো ব্যবহার করি না ! আজ করলাম !!
১২| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০৭
বেলাল আহমদ খান বলেছেন: একটা থেকে একটা সেরক্ম। কি মজা।
১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:২৮
অপু তানভীর বলেছেন:
১৩| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৬
ভুল্কিস বলেছেন: পড়তে না পড়তেই শ্যাষ; আরো লম্বা ডেলিভারি দিয়েন-
ষষ্ঠ ইতিবাচক চিণ্হ
১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:২৯
অপু তানভীর বলেছেন: দেখি !!!!!!!!!!
ষষ্ঠ ইতিবাচক চিণ্হ দেওয়ার জন্য ধন্যবাদ !!
১৪| ১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৩৬
আমিভূত বলেছেন: আপনার লেখায় লেখকেরাই দেখি লেখার নায়ক
ভালো লাগলো
১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:১৩
অপু তানভীর বলেছেন: না ঠিক তা না !! কেবল নাম টাই ব্যবহার করা !!
এখন সব গল্পে অপু নাম আছে বলে আমিই যে সেই অপু সেটা ভাবা ঠিক হবে না । তবে কিছু কিছু ক্ষেত্রে সেটা অবশ্য সত্যি হয় !!
১৫| ১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৫২
শায়মা বলেছেন: নামটা বলেই দেখি আমি তার কি করি!
১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:১৬
অপু তানভীর বলেছেন: না আপু, নাম বলা যাবে না !!
আমি জানি তুমি কি করবা !! কি দরকার ??
১৬| ১৪ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৪১
রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: মজার তো!! হে হে হে!!
১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৫৮
অপু তানভীর বলেছেন: হুম !!
১৭| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৫
কামরুল আহসান খান বলেছেন: হুম !!!!
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৬
অপু তানভীর বলেছেন: হুম !!
১৮| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৭
কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !!
১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৬
অপু তানভীর বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !!
১৯| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৪
কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !!
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩১
অপু তানভীর বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !!
২০| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৮
কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !!
২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩১
অপু তানভীর বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !!
২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৫
অপু তানভীর বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !!
২২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪
কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন:লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬
অপু তানভীর বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন:লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !!
২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৯
কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন:লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৭
অপু তানভীর বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন:লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !!
২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩১
কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন:লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৬
অপু তানভীর বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন:লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !!
২৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৬
কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন:লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !!
২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৯
অপু তানভীর বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন:লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !!
২৬| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:২৯
কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন:লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !!
২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
অপু তানভীর বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন:লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !
২৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮
কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন:লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০
অপু তানভীর বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন:লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !
২৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৫
কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন:লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫০
অপু তানভীর বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন:লেখক বলেছেন: কামরুল আহসান খান বলেছেন: লেখক বলেছেন: হুম !
২৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১০
রুপম শাহরিয়ার বলেছেন: ভাল লাগছে ভাই।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ভ্রাতা !
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৩২
বিষাদ সজল বলেছেন: ভাল লিখেছেন ।