নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

বিয়ে করে যে বিপদে পড়লাম !!! সাজানো বিয়ে !! (দ্য এন্ড)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৭

বাবা আমার পেছন পেছন দৌড়াচ্ছেন তার ব্রিটিস আমলের বন্দুক নিয়ে ! আমি দৌড়াচ্ছি প্রানপনে কিন্তু যতই দৌড়ানোর চেষ্টা করছি কেন জানি খুব বেশি এগিতে পারছি না । প্রতি মুহুর্তে বাবার দোনালা বন্দুকটা এগিয়েই আসছে ।

আমি তো টেনশনে পড়ে গেলাম ।

-এই একটু আস্তে দৌড়াও !

আমি ডান দিকে তাকিয়ে দেখি আমি কেবল একা দৌড়াচ্ছি না আমার সাথে নিশিও দৌড়াচ্ছে । সব চেয়ে অবাক হওয়ার কথা নিশি দৌড়াচ্ছে বউ এর সাজে । যেন বিয়ের আসর থেকে আমি ওকে নিয়ে পালিয়েছি ।

নিশির পরনে লাল রংয়ের একটা ল্যাহেঙ্গা । আর সারা শরীর জুড়ে গহনা ভর্তি !! গ হনার ভারে ঠিক মত দৌড়াতেও পারছে না ।

আমি বললাম

-তুমি এরকম গহনা আর ল্যাহেঙ্গা পরে দৌড়াচ্ছ কেন ?

-গাধার মত প্রশ্ন করবে না । গহনা ফেলে দৌড়ানোর থেকে গুলি খেয়ে মরে যাওয়া ভাল !

আমি আশ্চর্য হয়ে গেলাম । পেছনে একজন বন্দুক নিয়ে দৌড়াচ্ছে আর এই গহনার পেছনে লেগে আছে ! আশ্চর্য মেয়েদের সাইকোলজি !!

আমি দৌড়াতে দৌড়াতেই হোচট খেয়ে পরে গেলাম । ভেবেছিলাম খুব ব্যাথা লাগবে কিন্তু ঠিক তখনই আমার ঘুম ভেঙ্গে গেল । বিছানায়উঠে বাসেও দেখলাম বুকের ভিতর কেমন ধরফর করছে !

মাই গড !!

যদি এই স্বপ্ন সত্যি হয়ে যায় !!

তাহলে উপায় আছে !!

অবশ্য সত্যি হবার সম্ভাবনা কম !! আব্বা এখানে আসতে পারবে না !

মনটা একটু শান্ত হলে বিছানা ছেড়ে জানালায় কাছে আসলাম । বাইরে তখনও খুব বেশি আলো ফোটে নি । বাড়ান্দার দিকে চোখ পড়তেই আমার মনটা ভাল হয়ে গেল ।

এই সকাল বলা নিশিকে দেখলাম বারান্দায় উপর পা ঝুলিয়ে বসে আছে , হাতে একটা কাচের মগ ! ভিতরের তরলের রং দেখেতো মনে হচ্ছে কফি !

কি রে ভাই চা বাগানে বেড়াতে এসে কফি খাচ্ছে !!

আমি বারান্দার বেড়িয়ে এলাম ! আামর পায়ের আওায়জ পেয়ে নিশি আমার দিকে ফিরে তাকালো !

-চারিদিকে চা বাগান রেখে কেউ যদি তার মাঝখানে কফির মগ নিয়ে বসে থাকে তাহলে তাকে কি বলা উচিত্‍ ?

ধোয়া ওঠা কফির মগে একটা চুমুক দিয়ে নিশি আমার দিকে তাকাল ভাল করে।

কাল নিশিকে যত খানি চিন্তিত মনে হচ্ছিল আজ ততখানি মনে হচ্ছে । নিশি বাংলোর বারান্দায় বসে আছে পা ঝুলিয়ে । আমি ওর পাশে গিয়ে বসলাম ।

-এই চা বাগানে কফি পেলি কোথায় ?

নিশি এবারও কিছু বলল না । কাচের মগটা আমার পাশে রেখে সামনে তাকাল ।

-জানিশ এই জায়গা আমার খুব পছন্দের । এখানে বসে থাকলে মনে হয় বসেই থাকি । আর সকালবেলাটা কি যে চমৎ‍কার লাগে এখানে বসে থাকতে !

-হুম তাই তো দেখছি । শ্বশুর মশাই জব্বর একখ্যান বাড়ি কিনছে !

নিশি আমার দিকে তাকাল ।

-খুব আনন্দে আসিছ মনে হচ্ছে ! কাল তো লেজ গুটিয়ে কেমন দৌড় মারলে ! দেখলাম তো আমি ! আর এখন ?

-আসলে এখন কেন জানি আর ভয় লাগছে না । মনে হচ্ছে না যে আব্বা এখানে আসতে পারবে ! আর সকাল বেলা এমন একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙ্গল !! আর ......

-আর ?

-আর সকালবেলা তোকে এই এখানে বসে থাকতে দেখে কেন জানা খুব ভাল লাগল । মনে হল .. মনে হল যে গল্পের কোন নায়িকা বসে আছে বারান্দায় । একটু একটু করে কফির মগে চুমুক দিচ্ছে । চমৎ‍কার একটি গল্পের শুরু ।

মগটা তুলে এবার আমি চুমুক দিলাম । আমি ভেবেছিলাম নিশি হয়তো চিত্‍কার করে উঠবে ।

কিন্তু কিছু বলল না । আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষন । তারপর

-বলল চল ঐ দিকটা যাই ।

বলেই নিশি বারান্দা থেকে ঘাসের উপর লাফ দিল ।

-দাড়া ঘুরে আসছি ।

-আরে এই খান দিয়ে আয় না ।

-স্যান্ডেল পরে আসি ।

নিশি বলল

-আমি খালি পায়ে আসতে পারলে তুই পারবি না ? আর সকাল বেলায় খালি পায়ে হাটার মজাই আলাদা । আয় ।

আমি ওখান থেকেই নিচে নেমে এলাম । নিশির সাথে হাটতে লাগলাম । সত্যি বলব কি আমি কখনও ভাবি নি আমার জীবনে এমন দিন আসবে ! এমন একটা চমৎ‍কার একটা দিন ।

আমরা দুজন এমন সুন্দর সকালে হাটছি পাশাপাশি । নিশি টুকটাক কথা বলছে । আমি চারিদিক দেখছি । চারিদিকের পরিবেশ আমাকে মুগ্ধ করে ফেলছে ।

হাটতে হাটতে আমি দাড়িয়ে গেলাম কিছুক্ষনের জন্য । নিশি তখনও কথা বলতে বলতে এগিয়ে চলেছে । আমি যে দাড়িয়ে পরেছি ও এইটা লক্ষ্য করে নি । যখন লক্ষ্য করলো তখন আমার দিকে তাকিয়ে বলল

-কিরে দাড়িয়ে পরলি কেন ?

আমি একটু দৌড়ে ওর সামনে এসে দাড়ালাম । নিশি আবার বলল

-দাড়িয়ে পড়লি কেন ?

-তোকে দেখছিলাম ।

নিশি আবারও কিছুক্ষন তাকিয়ে রইল ।



দিন ভালই কাটতে লাগলো । সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াই নিশির সাথে । সকাল বেলা একসাথে হাটতে বের হই খালি পায়ে, রাতে একসাথে জোঁছনা দেখি দুজন ! জীবনটা কেন জানি খুব সুন্দর হয়ে গেল । কিন্তু কয়দিনের জন্য ! এই মিথ্যা আর কয়দিন !!

এখান থেকে ফিয়ে গেলে আবার তো .......

আচ্ছা এই মিথ্যা টা কি সত্যি হতে পরে না ?

ছিঃ কি ভাবছি ?

নিশি শুনলে কি ভাববে ?

তবে চিন্তা টা আবার আমার মাথায় এলো । ঐদিন রাতে বারান্ডায় বসে ছিলাম দুজন । বাইরে খুব সুন্দর জোঁছনা উঠেছে । আমি মাঝে মাঝে নিশির দিকে তাকাচ্ছি ।

নিশি তাকিয়েই আছে বাইরের দিকে ! হঠাৎ নিশি বলল

-অপু ঘুম আসছে !

-ভিতরে যাবি ।

-না ভিতরে যেতে ইচ্ছা করছে না । তোর কোলে মাথা রেখে একটু শুব ?

আমি একটু অবাক হলাম । হেসে বললাম

-শুবি ? শো !

নিশি আমার মাথা রেখে শুয়ে পড়লো । আমি আস্তে আস্তে নিশির মাথায় হাত বুলাতে লাগলাম । আমার মনে মধ্যে কেমন যেন একটা অদ্ভুদ অনুভুতি হতে লাগলো ! আশ্চার্য ভালা লাগার অনুভুতি !!

-অপু !

-হুম !

-আমি একটা অন্যায় করেছি । তুই কি আমার উপর রাগ করবি ?

-কি করেছিস ?

নিশি কিছু না বলে আমার দিকে তাকিয়েই রইলো ।

-কি হল বল !

-না বলব না । থাক !

আমি আর কিছু জানতে চাইলাম না । একন না হোক পরে একসময় জিজ্ঞেস করে নিবো । এখন এই চমৎকার সময়টা নষ্ট করতে ইচ্ছে করছে না ।



সকাল বেলা আবার সেই একই স্বপ্ন দেখে ঘুম ভাঙ্গল । আব্বা বন্দুক নিয়ে আমার পেছনে দৌড়াচ্ছে । তবে আজ হোচট খাওায়ার আগেই ঘুম ভাঙ্গল । নিশির ডাকে ।

-উঠ !

-গুড মর্নিং !

-তোকে গড মর্নিং বলতে পারছি না !

-কেন ?

নিশি কোন কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল । আমি বিছানা থেকে উঠে ওর পেছন পেছন গেলাম । বারান্দায় এসে আমার বুকে ৪২০ ভোল্টের একটা শক লাগলো !! আমার মনে হল নিশির পেছন না আসাই বোধ হয় ভাল ছিল ।

বারান্দায় একটা টেবিল পাতা ছিল । টেবিলের চারপাশে চারটা চেয়ার । সেই চারটা চেবিলের একটাতে আব্বা বসে আসে । আর একটাতে নিশির আব্বা ! তিন নম্বরটাতে নিশি গিয়ে বসলো । আমার প্রথমে মনে হল আমি স্বপ্নই দেখছি । এইটা তো হতে পারে না । কিন্তু স্বপ্নতো একটু আগে দেখছিলাম । নিশি আমাকে দেকে আলনো । তাহলে কি স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখছি । ইনসেপ্শন মুভিতে যেমন হয় !

আব্বা চা খাওয়ায় ব্যস্ত আমার দিকে তাকায় নি এখনও । আম কি করবো ঠি এখনও আমার মাথায় কাজ করছে না !

দৌড় কি মারবো ??

নিশির আব্বা বলল

-দাড়িয়ে কেন ? বস ! নিশি একে চা দে !

নিশি টিপট থেকে চা ঢালতে শুরু করলো । আমি দুরুদুরু বুক নিয়ে বসলাম চেয়ারে ।

চায়ে একটা চুমুক দিয়ে আব্বা নিশির দিকে তাকিয়ে বলল

-তোমারা কবে বিয়ে করেছ ?

নিশি বলল

-জি আঙ্কেল, এই দুই সপ্তাহ আগে !

আব্বা নিশিকে জোরে একটা ধমক দিল । এতো জোরে যে আমার হাত থেকে চায়ের কাপ পরে যেত । আব্বা বলল

-আঙ্কেল বলছো কেন ? আমি তোমার আঙ্কেল হই ?

আমি ভেবেছিলাম নিশি ধমক খেয়ে ভয় পাবে অথবা মন খারাপ করবে কিন্তু আমাকে অবাক করে দিয়ে নিশি হেসে ফেলল।

আরে এই মেয়ের সমস্যা কি ?

এই মেয়ে হাসে ক্যান???

নিশি বলল

-সরি বাবা !!

আব্বা বলল

-কোথায় করেছ বিয়ে ?

-জ্বি মগবাজার কাজী অফিসে !!

-দেন মোহর কত করেছ?

আমি পড়লাসম বিপদে । আল্লাই জানে নিশি কি বলে !!!

-জ্বি ! ৫ লক্ষ্য এক টাকা !!

এবার আব্বা আমার দিকে তাকাল

-বিয়ে যে করলি বউকে দেন মোহরের টাকা দিবি কোথা থেকে ?

আমি মনে মনে একটু প্রসন্ন বোধ করলাম । আব্বা তুমি থেকে তুই তে নেমে এসেছে ! তার মানে রাগ একটু কমেছে !

কিন্তু !!

পরক্ষনেই আমার মনে আর একটা চিন্তা মাথায় এল ! আব্বার ভাব চক্কর দেখে মনে হচ্ছে তো আব্বা আমার আর নিশির বিয়েটা সত্যি বলে ধরে নিয়েছে !

ও মাই গড !!

এটাতো আরো বড় সমস্যা !!

বাবা যদি কাবিনা নামা দেখতে চায় ?? ওটা নীলক্ষেত থেকে বানানো !! আমার মনের কথা মনেই রইল । বাবা বলল

-কাবিন নামা কোথায় ?

সর্বনাশ !!

-আঙ্কেল ওটা তো সঙ্গে আন নি ।

বাবা আবার নিশির দিকে তাকাল । নিশি একটু জিহ্বা কামড়ে বলল

-বাবা !!

নিশির বাবা এতোক্ষন চুপ ছিল । বাবাকে বলল

-আরে বিয়াই সাহেব এবার একটু শান্ত হোন !! আমি তো আপনাকে বললামই ওদের খুব একটা দোষ নাই । আমার ময়ের জন্য ওরা এমন করেছে !

তারপর নিশি কে বলল

-তুই জামাইকে ঘরে নিয়ে যা । আমি বিয়াই সাহেবের সাথে একটু কথা বলি !!

নিশি আমাকে নিয়ে পেছনের বারান্দায় চলে এল । আমি একটু হাপ ছেড়ে বাঁচলাম । আব্বার সামনে ঠিক মত দম নিতেও কষ্ট হচ্ছিল ।

নিশি আবার বারান্দা থেকে পা ঝুলিয়ে বসল

আমি বললাম

-আমার বাপ এখানে আসলো কিভাবে ? আর তুই বুঝতে পারছিস কি হতে চলেছে ? এরাতো আমাদের সত্যি সত্যি বিয়ে দিবে !! আমি তো কিছু ভাবতেই পারছি না ।

নিশি আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষন !! তারপর আমার হাত ধরে বলল

-আমার সাথে বিয়ে হলে কি তোর অনেক সমস্যা হয়ে যাবে ?

নিশির কথা আমি কিছুই বুঝতেই পারলাম না ! বললাম

-মানে ?

-মানে হল আমি চাই তো সাথে আমার ........

নিশি চুপ করে গেল। আমি কেবল অবাক হয়ে তাকিয়ে রইলাম নিশির দিকে । এতোদিনের পরিচিত নিশিকে বর অপরিচিত মনে হতে লাগলো !!

কিছুক্ষন চুপ থাকার পর নিশি বলল

-আব্বু যখন বিয়ের কথা বলল, জানিস সবার আগে আমার তোর কথাই মনে হয়েছে ! নকল হোক আর আসল হোক আমি এটাই চেয়েছি !

নিশি আমার হাত টা ছেড়ে দিল ।

-কিন্তু তুই যদি না চাস তাহলে এখনও তেমন কিছুই হয়নি !!

আমার কেন জানি রাতের সেই ভাল লাগার অনুভুতিটা ফিরে এল । বললাম

-তুই কি আমাকে তুই করেই বলবি বিয়ের পর ? তাহলে কিন্তু হবে না ! তুমি করে বলতে হবে ! পারবি ??

নিশি হেসে ফেলল

-তোকে কোনদিন তুমি বলব না !!

-আচ্ছা যা ইচ্ছা বলিস । কিন্তু যে মিথ্যাটা ওনারা সত্য ভেবে বসে আছে, সেটার কি হবে ?

-ব্যাপার না !

-তবে একটা ব্যাপার আমি বুঝতে পারছি না যে আমার আব্বা কে এই খবে দিলো কে !

এবার নিশি আমার দিকে তাকাল । বলল

-আসলে তোকে একটা কথা বলতে চেয়েছিল ।

কিছুক্ষন চুপ করে থেকে আবার বলল

-তোর আব্বা কে আমি ফোন করে সব বলেছিলাম

-কি??

-প্লিজ রাগ করিস না !

-রাগ করবো না ??

নিশি আর দাড়াল না । বারান্দা থেকে লাফ দিয়ে বাগানের দিকে দৌড় মারলো !

-তুই কোথায় যাস ! দাড়া !!

আমি নিজের ওর পেছন পেছন দৌড় লাগালাম !





প্রথম পর্ব



(বাস্তবতার সাথে এই গল্পের কোন মিলই নাই । তবে গল্পটা লিখটে আমি খুব মজা পেয়েছি ! ইস যদি জীবন টা এমন সুন্দর হত ।

না, আমার জন্য বলছি না । আমার জীবন আল্লাহর কৃপায় এমননিতেই অনেক সুন্দর । সবার জীবনটা এমন সুন্দর হোক)

মন্তব্য ৪৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩০

নিরপেক্ষ মানুষ বলেছেন: যাক্কাস

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৯

অপু তানভীর বলেছেন: হাহাহাহা !!

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৪

প্রণব রায়। বলেছেন: চমেৎকার হইচে :D :D :D :D :D

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২২

অপু তানভীর বলেছেন: :):):):)

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৫

তরুন বলেছেন: বড়লোকের জামাই!!

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৩

অপু তানভীর বলেছেন: বড় মজা !!! :):):)

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৪

অপরাজেয়আমি বলেছেন: সালা.............র পুরাই মাখ্খন...পুরাই উরা ধুরা।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৩

অপু তানভীর বলেছেন: :):):)

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৭

শায়মা বলেছেন: হা হা তুমি সেরা হয়ে যাচ্ছো ভাইয়া!


অনেক অনেক ভালো হয়েছে!

তোমার ঠিকানায় একটা গিফট পাঠায় দিতে হবে!:)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৪

অপু তানভীর বলেছেন: ঠিকানা কি লিখবো নাকি বল ?? :)

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লাগলো। :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৯

অপু তানভীর বলেছেন: :) :) :)

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০১

আমি তুমি আমরা বলেছেন: এমুন কপাল ক্যান আমাদের হয় না???

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩১

অপু তানভীর বলেছেন: সবুরে মেওয়া ফলবে !!! যদিও সম্ভাবনা কম !!

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৫

অচিন.... বলেছেন: আমার কেন এমুন হয়না, (আকাশ পাতাল ফাটায়ে কান্নার ইমো)

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৩

অপু তানভীর বলেছেন: আর কি লাভ বলেন !!!

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫২

একজন আরমান বলেছেন: উফফ। হ্যাপি এন্ডিং। চমৎকার।
+++++++++++++++++++++++++++++++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫৪

অপু তানভীর বলেছেন: :):):)

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:১২

shaontex বলেছেন: মন ভাল করে দেয়ার মতো গল্প। :) :) :) বরাবরের মতো অসাধারন :-B :-B :-B , আপনার গল্প পড়ার সময় একধরনের ভাললাগায় আচ্ছন্ন থাকি :!> :!> :!>

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫৬

অপু তানভীর বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ !!

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১০

মোঃ মাহ্ফুজুর রহমান বলেছেন: শুভ সমাপ্তি। ভালো লাগলো..........।


২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৮

অপু তানভীর বলেছেন: :):):):)

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৭

রোড সাইড হিরো বলেছেন: -তুই কি আমাকে তুই করেই বলবি বিয়ের পর ? তাহলে কিন্তু হবে না ! তুমি করে বলতে হবে ! পারবি ??
নিশি হেসে ফেলল
-তোকে কোনদিন তুমি বলব না !!
-আচ্ছা যা ইচ্ছা বলিস ।


নস্টালজিক হয়ে গেলাম :( :( :( । আমার আর আমার অতীতের (x) একদম এরকম কথা হত।

তবে গল্পদুইটা (১ম ও ২য় পর্ব) বেশ মজার। অনেক জায়গায় তো হাসতে হাসতে..............

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৮

অপু তানভীর বলেছেন: পরে মজা পেয়েই আমি খুশি !!
আপনার অতীতের সেই জন কোথায় ???

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৪

আবু সালেহ বলেছেন: ইস জীবনটা যদি এমন সুন্দর হতো..... :( :( :( :(

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৯

অপু তানভীর বলেছেন: ভাবলেই হবে !!

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৮

ফাটা বাশঁ বলেছেন: ভালা হইছে :D

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫১

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৭

মুনসী১৬১২ বলেছেন: এইটা অনেক পরিণত ও গোছানো লেখা হয়েছে

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৪

সিয়ন খান বলেছেন: জোশ হইসে। ++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫২

অপু তানভীর বলেছেন: থেঙ্কু !!

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৯

কে এম শিহাব উদ্দিন বলেছেন: সবই কপাল। /:) /:) /:) /:) /:)
ভাই আপনি তো একটা জিনিয়াস
অনেক ভালো লেখেন। :) :) :) :)
হিংসা হচ্ছে কিছুটা /:) /:) /:) /:)

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২১

অপু তানভীর বলেছেন: হিসা করা মহা পাপ !!!

১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:১৭

আধারের কবি বলেছেন: আমার কেন এমুন হয়না, (আকাশ পাতাল ফাটায়ে কান্নার ইমো)

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২৩

অপু তানভীর বলেছেন: আব্বাজান যদি দোনালা বন্দুক নিয়ে আপনের পিছন পিছন দৌড়াই তো সেই টা কি খুড সুখকর হউতো !!!
কান্না কাটি না কইরা যা আছে তাই নিয়ে সুখে থাকেন !!

১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০০

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: হি হি হি!! হাসতে হাসতে শেষ! প্রচুর মজা পাইছি!

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৭

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২০| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

প্রিয়তমেষূ বলেছেন: চমৎকার

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

অপু তানভীর বলেছেন: :):):)

২১| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার লাগলো।

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

অপু তানভীর বলেছেন: :):):):)

২২| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫১

কামরুল আহসান খান বলেছেন: গাধার মত প্রশ্ন করবে না । গহনা ফেলে দৌড়ানোর থেকে গুলি খেয়ে মরে যাওয়া ভাল !

হাস্তে হাস্তে শ্যাষ =p~ =p~ =p~


আপনার গল্পগুলা রিভিশন দিচ্ছি,এই গল্পটা বোধহয় সবচে রসাত্মক :D

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩০

অপু তানভীর বলেছেন: হুম ! এটা আমার অন্য তম পছন্দের একটা গল্প !! :):):)

২৩| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৭

কামরুল আহসান খান বলেছেন: আমারো :) :)

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৫

অপু তানভীর বলেছেন: :):):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.