![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশি ঠিক আমার সামনেই বসে আছে । কিছু বলতে চায় কিন্তু কিভাবে বলবে ঠিক বুঝে উঠতে পারছে না । ওর মুখের ভাব দেখেই আমি বুঝতে পারছি যে ও খানিকটা অস্থি বোধ করছে ।
আবার প্রশ্নটা না করেও থাকে পারছে না ।
আমি বললাম
-কি যেন বলবেন বলেছিলেন ?
নিশি হাসলো । সুন্দর হাসি !
-আসলে.......
নিশি চুপ করে গেল । আবারও কি যেন ভাবছে ।
নিশি আর আমি একই অফিসে কাজ করি । মোটামুটি একই ডিপার্টমেন্টে । বিভিন্ন দরকারে নিশিকে আমার কাছে আসতে হয় আবার আমাকেও ওর কাছে যেতে হয় !
আজকে লাঞ্চের পর বস আমাদের দুজন কে মিরপুরে এই বেড়িবাধের কাছে একটা লোকেশন দেখতে পাঠিয়েছে । দুজন মিলে সব রিপোর্ট তৈরি করতে করতে বিকাল হয়ে গেল । বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম তখনই নিশি বলল
-খুব কি কাজ আছে এখন । রিপোর্ট তো কাল জমা দিতে হবে, তাই না ?
-কাল দিলেই হবে । কেন ?
-খুব ব্যস্ত না হলে বেড়িবাধের ঐদিকটাতে যাই । ওখানটা বেশ সুন্দর ! আর আমার কয়েকটা কথা জিজ্ঞেস করার ছিল । যদি ব্যস্ততা ....
-না তেমন কোন ব্যস্ততা নাই । আর সাথে তো অফিসের গাড়ি আছে । সমসয়া নাই ।
নিশির মুখটা একটু উজ্জল হয়ে উঠল । নিশির মনে ক্ষীন সঃন্দেহ ছিল যে আমি রাজি হব কিনা । কারন ওর প্রতি আমার যে উপেক্ষিত আচরন ছিল তা থেকে আমার রাজি না হয়ে চলে যাওয়ারই কথা ছিল ।
একদিন অবশ্য গিয়েও ছিলাম ।
বেশিদিনের আগের কথা না । এই তো মাস খানেক আগের কথা ! নিশির জন্মদিনের পার্টি ছিল । নিশি সবাইকেই দওয়াত দিল । নিজ মুখে আমাকেও আসতে বলল । কিন্তু আমি গেলাম না ।
সেই দিন আমি গেলাম না ।
একবার ভেবেছিলাম যাই । কিন্তু তারপর মনে হল যাবো না । কারন যে প্রোজেক্ট আমি হাতে নিয়েছি সেটাতে ক্ষতি হতে পারে !!
নিশি আবার আমাকে বলল
-আপনাকে একটা কথা জিজ্ঞস করবো অপু সাহেব ?
-করুন ।
-সত্যি সত্যি জবাব দিবেন কি ?
-কেন দেব না ? বলুন ।
নিশি আবারও কিছুক্ষন চুপ করে থাকলো !! তারপর বলল
-আমার কোন আচরনে কি আপনি আপনি ক্ষ্ট পেয়েছেন ? অথবা আমি কি আপনাকে কষ্ট কিংবা আপনার সাথে কোন খারাপ বিহেইব করেছি ?
-এই কথা কেন বলছেন ?
-না আগে বলেন ?
-না । করেন নি । কেন বলুন তো ?
আমি খুব ভাল করেই জানি নিশি আমার কাছে এই প্রশ্ন কেন করছে ।
-তাহলে আপনি আমার সাথে এমন কেন করেন ?
আমি খানিকটা হাসার চেষ্টা করলাম । মুখে কেমন একটা বিব্রত ভাব আনার চেষ্টা করলাম কিন্তু বুকের ভিতর কেমন একটা উত্তেজনা বোধ করছিলাম । তাহলে ......।
অবশেষে সেই দিনটা আসছেই.....।
নিশি বলল
-আপনি ঐ দিন ইচ্ছা করে আমার জন্মদিনের পার্টিতে আসেন নি ।
-না । আমার কাজ ছিল । আমি আসতে চেয়েছিলাম ।
-মিথ্যা কথা ! আপনার কোন কাজ ছিল না ।
আমি আর কিছু বললাম না । কারন কথা সত্য !
নিশি আবার বলল
-আমি যেখানে থাকি আপনি সেখানে যান না । আমি খুব ভাল করে দেখেছি অফিসের সবাই যেখানে আড্ডা দেয় আমি যদি সেই আড্ডায় যাই আপনি উঠে যান । আমি আগে থেকে থাকলে আপনি সেখানে যানই না । এটা কেন??
আমি আবারও চুপ করে থাকি !! কোন কথা বলার নাই ।
নিশি বলল
-তারপর আপনার উপহার ! আপনার ড্রতে সবার নাম উঠে কেবল আমার নাম উঠে না ।
আমাকে অফিসে সবাই মোটামুটি পছন্দ করে । এই পছন্দের নেপথ্যে হল এই উপহার । আমি প্রতি সপ্তাহে কাউকে না কাউকে কিছু একটা গিফট দেই । বেশি হাইফাই কিছু না । ছোটাখাটো জিনিস । প্রতিবার কারো ভাগ্যে জোটে । এমন কি অফিসের বসও পায় ।
এখন প্রতি বৃহস্পতিবার এলেই সবাই অপেক্ষা করে থাকে যে আজ কে পাবে ? এবং কি পাবে ?
সবাই ই আমার কাছে গিফট পেয়েছে কেবল নিশি পাই নি । ব্যাপারটা প্রথম প্রথম কেউ লক্ষ্য না করলেও এখন সবাই ব্যাপারটা ধরে ফেলেছে যে নিশির নাম কখনই উঠে না ।
আমার এক সহকর্মী তো কারনটা জিজ্ঞেসই করে ফেলল । আমি বললাম যে আসলে আমি লটারী করে নাম তুলি তো । ওর নাম না উঠলে আমি করবো ?
আমি বলার চেষ্টা করলাম
-আসলে আপনার নাম ল.......
আমার কথা শেষ করতে পারলাম না নিশি বলল
-জাস্ট স্টপ ইট !! আমার কাছে মিথ্যা বলার দরকার নাই । আমার নাম উঠে নাই বা আপনি আপনি আামকে দিতে চান না এটা আমার কোন দুঃখের কারন না । কিন্তু আমি কেবল কারন জানতে চাই । কেন ? কারনটা বলেন । আর কিছু আমি জানতে চাইবো না ।
নিশি চুপ করলো । আমিও চুপ করলাম ।
কোন মেয়ের দৃষ্টি আকর্ষন বিশেষ করে সুন্দর ও আকর্ষনীয় মেয়ের দৃষ্টি আকর্ষন করার সাধারনত দুইটি উপায় আছে । প্রথমটি হল সারাক্ষন মেয়েটির আশেপাশে ঘুর ঘুর করা । এমন একটা ভাব করা যেন দুনিয়ার সব কাজ থেকে ঐ মেয়েটি সব থেকে গুরুত্ব পুর্ন !
কিন্তু সব ক্ষেত্রে এই উপায় টা যে কাজে লাগে তা কিন্তু নয় । মাঝে মাঝে ঝামেলা হয়ে যেতে পারে !! যেমন ঐ মেয়ে যদি চালু কিসিমের হয় তাহলে আপনার খবর আছে !
আর অন্য উপাটি হল ঐ মেয়েটিকে সম্পুর্ন ভাবে উপেক্ষা করা । সে যা আপনার সামনে আছে এটা একেবারে ভুলে যাওয়া । এই পদ্ধতিতে ফল আসতে একটু দেরি হয় কিন্তু ফলাফলে সফলার ভাগ মোটামুটি শতভাগ । কিছু কিছু ব্যতীক্রম অবশ্য আছে । তা বড়ই নগন্য !
যা হোক আসল কথায় আসি । আমিও একটা মেয়ের দৃষ্টি আকর্ষন করতে এই দুইটি পদ্ধতির একটা অবলম্বন করেছিলাম । এবং ফলাফল আজ আমার সামনে । আজকে সেই গল্পই বলব !
নিশি আবার বলল
-এটা নিয়ে অফিসে কি পরিমান আলোচনা হয় আপনি জানেন । নিজের কাছে খুব খারাপ লাগে । এই রকম পরিবেশে আমার পক্ষ আর কাজ করা সম্ভব না । আমি ঠিক করেছি আমি চাকরীটা ছেড়ে দিবো । কেবল কারন টা জানতে চাই । আর কিছু না । অল্প কয়দিনের মধ্যে আপনার অপছন্দের মানুষটা আপনার সামনে থেকে চলে যাবে ! প্লিজ কারনটা বলুন ! প্লিজ !
কি?
নিশি চাকরী ছেড়ে দিবে ?
হায় হায় !!
তাহলে আমার কি হবে ?
-বলবেন প্লিজ !
আমি বললাম
-বিকজ...........আমি আপনাকে পছন্দ করি তাই !
নিশি অবাক হয়ে কিছুক্ষন তাকিয়ে থাকলো আমার দিকে । তারপর বলল
-কি বললেন আপনি ? আপনি আমাকে পছন্দ করেন ।
-জি ! আমি যা করেছি তা কেবলই আপনার দৃষ্টি আকর্ষনের জন্য ! এন্ড আই থিংক আই সাকসিড !
নিশি আবারও আমার দিকে তাকিয়ে থালো কিছুক্ষন । বলল
-হ্যা আপনি সফল ! কিন্তু একজন মানুষকে যে আপনি বিনা কারনে এমন ভাবে কষ্ট দিয়েছেন , মানুষিক কষ্টে রেখেছেন এটার কি হবে !
আমি নিশির দিকে তাকিয়ে দএখি ওর চোখ পানি জমতে শুরু করছে ।
-আপনি কি জানেন আমি কেবল রাতের পর রাত এই ভেবেছি যে আমি আপনার সাথে কি খারাপ ব্যাহার করেছি ! কত রাত আমি জেগে থেকেছি কেবল এই একটা প্রশ্নের জবাব জানার জন্য । কিন্তু কোন উত্তর পাই নি । আর আপনার কাছে এটা ........।
নিশি আর কোন কথা বলতে পারলো না । ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো !
আমি কেবল তাকিয়ে রইলাম ওর দিকে ! এই কয়দিনের ভিতর আমার এই প্রথম নিজের কাছে খুব খারাপ লাগলো । আমি কেবল এতো দিন নিশি দৃষ্টি আকর্ষের চেষ্টা চালিয়েছি । এটার ফলে নিশির মনের উপর কি চলবে বা ওটা নিশি কিভাবে নিবে এটা আমি কোন দিন ভাবি নি ।
এখন মনে হচ্ছে যে কাজটা আমার মোটেও উচিৎ হয় নি ।
নিশি চোখ দিয়ে পানি পরতেই লাগলো !!
আসার পথেও ও কোন কথা বলল না ।
পরদিন সকাল বেলা অফিসে এসে শুনি যে নিশি রিজাইন করছে !! কেন জানি নিজের কে বড় অপরাধী মনে হল !! বড় বেশি অপরাধি !!
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০০
অপু তানভীর বলেছেন:
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০০
আমার জীবন বলেছেন: Aha!
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০০
অপু তানভীর বলেছেন: হুম !!
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৮
মিজভী বাপ্পা বলেছেন: বাহ!!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৯
অপু তানভীর বলেছেন:
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৪
ফয়সাল তূর্য বলেছেন: আমও গেলু ছালাও গেলু!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১১
অপু তানভীর বলেছেন: দেখা যাক কি হয় !!!
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৫
শীলা শিপা বলেছেন: নিশি রিজাইন করছে তো কি হইছে? আপনার বউয়ের পোস্টটা তো খালিই আছে। সেটা নিশিকে দিয়ে দেন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১১
অপু তানভীর বলেছেন: সেই চেষ্টা তো করবই । দেখা যাক কত দুর কি হয় !!
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০১
s r jony বলেছেন: নো প্রবলেম। নিশির ঠিকানা দেন।
আমার অফিসে একটা পোস্ট খালি আছে, চাকুরিও দিমু আর আপনার হয়ে আমিই কমু "আই লাভ উ"
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১২
অপু তানভীর বলেছেন:
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:২১
একজন আরমান বলেছেন: অপু সাহেব আপনার এই কাজটা করা মোটেই উচিৎ হয় নি।
ভালো লাগলো, গল্পের ধরনে পরিবর্তন আছে।
প্রথম ভালো লাগা রেখে গেলাম।
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১২
অপু তানভীর বলেছেন:
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১৯
তরুন বলেছেন: নিশির চোখের জল সেদিন আপনি নিজ হাতে মুছে দিতেন। তাহলে হয়ত বেচারী রিজাইন করত না।
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৩
অপু তানভীর বলেছেন: মুছে দেবার সুযোগ পেলাম কই আর !!
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৬
রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: ঐ মিয়া, শেষ কই?? তারপর নিশিপু আরেক অফিসে যেয়ে বসের সাথে বেড়িবাঁধ ঘুরতে গেলো?? আজিব!!! শেষ করেন, না হয় পার্ট টু দেন। লাস্টে পড়ে মেজাজ খারাপ হয়ে গেলো!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৩
অপু তানভীর বলেছেন: মেজাজ ঠান্ডা কর মিয়া !! পার্ট টু চলতাছে ............
কালে পাবা..........।
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩২
অপরাজেয়আমি বলেছেন: ভালো হয়েছে....মাগার আপনে তো ইতর কম না ভাই??? খালি আমার গপ্প লিখেন ই না...সাথে সাথে কত কিছু এডান ও.....
ভাই তাড়াতাড়ি শেষ করেন.....বুকের ডানে না বামে না মাঝ খানে চিন চিন করতাছে!!!!!!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৫
অপু তানভীর বলেছেন: পেইন কিলার খাইয়া লন !! কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে !!
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪৯
সিয়ন খান বলেছেন: আপনি মিয়া সুবিধার মানুষ না।
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৬
অপু তানভীর বলেছেন: আমি কি করলাম
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৭
মেহেদী হাসান মানিক বলেছেন: ভাল লিখেছেন।
কিন্তু ভাই জীবনটা বড়ই আজব কার বেলায় কি হয়। সব সূত্র সবার বেলায় খাটে না আপনার ভাবনার সাথে একমত।
১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩২
অপু তানভীর বলেছেন: তা অবশ্য ঠিকই বলেছেন !!
১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৯
আমি তুমি আমরা বলেছেন: ফিনিশিং এ এসে দুক্কু পাইলাম
১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৩
অপু তানভীর বলেছেন: পার্ট টু আসিতেছে ...........................
১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৪
অচিন.... বলেছেন: আহহারে.....
১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫৬
অপু তানভীর বলেছেন:
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৭
কে এম শিহাব উদ্দিন বলেছেন: লাস্টে রিজাইন হওয়ায় ঠিক ধরতে পারলাম না ঘটনাটা কি হল????
নিশি কি কাইত???
২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৫
অপু তানভীর বলেছেন: পরের গল্পে দেখেন !!!
১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৪৪
আধারের কবি বলেছেন: উস্তাদ ভালাচেন ????
২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫৯
অপু তানভীর বলেছেন: হুম!
১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
তুষার মানব বলেছেন: জব্বর হইছে
২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৩
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৮
রিতুন ক্লিস বলেছেন: জব্বর কাহিনী