![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খানিকটা অবাক হয়েই নিশির দিকে তাকালাম । আজ মেয়েটাকে এমন কেন লাগছে ! নিশিকে বললাম
-এমন কেন লাগছে তোমাকে আজ ?
-কেমন লাগছে ?
এই বলে নিশি হাসলো একটু ! কেমন প্রাণহীন আর বিষন্ন হাসি ! এর কি শরীর খারাপ করলো !
জ্বরটর আসে নি তো
-শরীর খারাপ না তো তোমার ?
-নাহ । আমি ভাল আছি !
-কই এদিকে এসো !
রোজার মাস ! এভাবে গার্লফ্রেন্ডের কপালে হাত রাখা ঠিক না । কিন্তু তবুও হাত দিয়েই ফেললাম ।
কই নাতো । জ্বর তো আসে নি ! তাহলে ?
আজ নিশিকে আসলেই কেমন মন মরা লগছে ! অন্য দিন মেয়েটা কি প্রান চঞ্চল থাকে ! কিন্তু আজ সকাল থেকেই দেখছি নিশি কেমন বিষন্ন আচরন করছে ?
কি হল মেয়েটার ?
কিছু বলছেও না ।
এখন ভর দুপুর ! আর ক্লাসও নাই । ওকে নিয়ে পুকুর পাড়ের দিকে হাটা দিলাম ! এদিকটাতে রোদ কম ! কিছু বসে গল্প করলে হয়তো ওর মনটা ভাল লাগবে !
একে পাশে নিয়ে হাটছি এমন সময় নিশি কেমন যেন একটু নড়ে উঠল । আমার প্রথমে মনে হল কিছু না । কিন্তু পরমুহূর্তেই বুঝতে পারলাম ও মাথা ঘুরে পরে যাচ্ছে ! ওর একদম কাছে ছিলাম, নয়তো ঠিক মত ধরতে পারতাম না । ওকে যখন আবার ঠিক মত দাড় করালাম দেখলাম এর হাত কাঁপছে !
-কি হয়েছে তোমার ? এমন হাত কাঁপছে কেন ?
নিশি প্রথমে কিছু বলতে চাইল না । কেমন একটা লজ্জার আচঁ দেখলাম ওর মুখে !
আশ্চর্য ! ও যে মাথা ঘুরে পরে যাচ্ছিল এটা তে ও খানিকটা লজ্জা অনুভব করছে
-কি হয়েছে বল ?
আবার ওকে জিজ্ঞেস করলাম । এবার একটু কঠিন ভাবেই । নিশি খানিক্ষন ইতস্ততঃ করলো । তারপর বলল
-রোজা আছি তো ?
আমি খানিকটা ধাক্কার মত খেলাম । নিশির একদমই খিদে সহ্য হয় না । ও রোজা আছে !!!
-রোজা থাকতে কে বলেছে ?
নিশি নিচের দিকে তাকিয়ে বলল
-তুমি সেদিন বললে না রোজা রাখতে ! কালকে ছিলাম । কিন্তু আজ একটু কষ্ট হয়ে যাচ্ছে !
-আমি বলেছি বলে রাখতে হবে ? আমি যদি একখন বলি এই পুকুরে তুমি ঝাঁপ মারো, ঝাঁপ মারবে ?
নিশি কোন কথা না বলে চুপ করে থাকলো ! আমার মেন হল আসলেই আমি যদি নিশিকে এই পুকুরে ঝাঁপ দিতে বলি ও ঠিকই ঝাঁপ দিবে !
এই মেয়েটা এমন পাগলামো করে না মাঝে মাঝে !!
আমি বললাম
-চল আগে আগে কিছু খাবে !
-না অপু আমি থাকাতে পারবো !
-শোন থাপ্পর খাবা ঠিক আছে ! যা বলছি শোন ! চল আমার সাথে !
-এভাবে ভেঙ্গে ফেলা কি ঠিক হবে?
-অতো কিছু বাতে হবে না । আমি বলছি ভেঙ্গে ফেলো বেশ !
আমি মাঝে মাঝে এই মেয়েটার আচরনে খুব অবাক হই । মেয়েটা এমন পাগলামো কেন করে !! যে মেয়েটা জীবনে কোন দিন না খেয়ে থাকেনি সেই মেয়েটাই কেবল আমার কথা রাখার জন্য না খেয়ে থাকছে ! আশ্চর্য লাগে ভাবতে !
আমার কথাঃ আজ আমার মনটা বিশেষ ভাল নাই । আমি সারা জীবন কেবল একটা স্বন দেখেছি যে এমন কেউ থাকবে যে আমাকে পাগলের মত ভালবাসবে ! পৃথিবীর সব কিছু থেকে তার কাছে কেবল আমি বেশি জরুরী হব । কিন্তু হায় !!
কিন্তু এখনও সেইটা স্বপ্নই রয়ে গেছে !
আজ টিয়াপাখির আচরনে আমি বেশ কষ্ট পেয়েছি । বড় বেশি কষ্ট ! কষ্ট হলেও সত্যি যে আমার জীবনে সব কষ্ট গুলোর বেশির ভাগ আমি পেয়েছি আমার এই প্রিয় মানুষটির কাছ থেকে !!
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৫
অপু তানভীর বলেছেন: আমি আমার গল্পে এমন উপকারী আর সময়োপযোগী মন্তব্য আর পাই নি
২| ০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:০১
মুনিফ তানজিম সৈকত বলেছেন: "কষ্ট হলেও সত্যি যে আামর জীবনে সব কষ্ট গুলোর বেশির ভাগ আমি পেয়েছি আমার এই প্রিয়া মানুষের কাছ থেকে !!"
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৭
অপু তানভীর বলেছেন:
৩| ০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৬
মাইশাআক্তার বলেছেন: প্রিয় মানুষগুলোর কাছ থেকে পাওয়া কষ্ট গুলো একটু বেশিই লাগে। কিছু করার নাই ভাইয়া
পাগলের মত ভালবাসা মনে হয় শুধু বোকারাই বাসে ( যেমন আমি ) চালাকরা বাসেনা
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৭
অপু তানভীর বলেছেন: হতো তাই ..........
৪| ০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:০০
সাইফুলহাসানসিপাত বলেছেন: প্রিয়া মানুষের সাথে আনন্দের মুহুর্ত গুলো খুব কম মনে থাকলেও কষ্টের কথাগুলো জ্বলজ্বল করে জ্বলে ।
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৭
অপু তানভীর বলেছেন:
৫| ০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:২৮
সাদা কলো বলেছেন: ফায়ারউলফ কি আজকাল ব্লগে ভেটেরিনারি মেডিসিন পরানো শুরু করছেন?
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৮
অপু তানভীর বলেছেন: আমার তো তাই মনে হয়...........
৬| ০৭ ই আগস্ট, ২০১২ রাত ১০:২০
একজন আরমান বলেছেন: রোজার মাস। এভাবে গার্লফ্রেন্ডের কপালে হাত রাখা ঠিক না।
মন খারাপ কইরেন না ভাইয়া। দেখবেন সব ঠিক হয়ে যাবে। প্রিয় মানুষ যদি কষ্ট দেয় তবে আসলেই তা মেনে নিতে কষ্ট হয়।
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৮
অপু তানভীর বলেছেন: মেনে নিয়েছি চুপ করে ......।
৭| ০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪৭
আমি তুমি আমরা বলেছেন: afsus
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১:২০
অপু তানভীর বলেছেন:
৮| ০৮ ই আগস্ট, ২০১২ সকাল ১০:২০
সায়েম মুন বলেছেন: আপনার কথায় যদি কিছু নেকি হয় মন্দ কি। নিশি শিখুক রমজানে কিভাবে নিয়মিত রোজা রাখা যায়।
০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:২৫
অপু তানভীর বলেছেন: কথাতো আর সেইটা না !!!
৯| ০৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:১৯
মাহী ফ্লোরা বলেছেন: মনটা ভাল হয়ে যাক ভাইয়ার।
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪০
অপু তানভীর বলেছেন: এখন ভাল আপু মনটা !!
১০| ০৯ ই আগস্ট, ২০১২ রাত ৩:১৫
shaontex বলেছেন:
০৯ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:০০
অপু তানভীর বলেছেন:
১১| ১৩ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৪০
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: ফুউউউউউউউউ>>> যান, ফু দিয়া দিছি। এইবার মন ভাল হয়ে যাবে
ফায়ারউলফ এর কমেন্ট পইড়া হাহাপগে
২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫২
অপু তানভীর বলেছেন:
১২| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩৪
শায়মা বলেছেন: রোজা রেখে এত কাতর হয়ে পড়লে কেমনে চলবে ভাইয়া???
২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৩
অপু তানভীর বলেছেন: কি আর করবো বল.........
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৫৮
ফায়ারউলফ বলেছেন: তড়কা রোগের লক্ষণ: ১. দেহের লোম খাঁড়া হয়ে যায়, ২. দেহের তাপমাত্রা ১০৬ থেকে ১০৭ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়, ৩. দেহে কাঁপুনি ওঠে, শ্বাস-প্রশ্বাস দ্রুত ও গভীর হয়, ৪. নাক, মুখ ও মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হতে পারে, ৫. পাতলা ও কালো পায়খানা হয়, ৬. ঘাড়ের পেছনে চামড়ার নিচে তরল পদার্থ জমে ফুলে ওঠে, ৭. ক্ষুধামন্দা, পেটফাঁপা ও পেটের ব্যথা হয়, ৮.লক্ষণ প্রকাশের ১ থেকে ৩ দিনের মধ্যে পশু ঢলে পড়ে এবং মারা যায়, ৯. মৃত্যুর সাথে সাথে পেট ফুলে ওঠে এবং রক্ত জমাট বাঁধে না।
প্রতিরোধ:১. প্রথম ৬ মাস বয়সে পশুকে টিকা দিতে হবে। পরে প্রতি বছর বয়সে একবার করে টিকা দিতে হবে, ২. সুস্থ পশুকে পৃথক রাখতে হবে, ৩. পশুর মল, রক্ত ও মৃতদেহ মাটির নিচে পুঁতে ফেলতে হবে, ৪. পরিষ্কার-পরিচ্ছন্ন জীবাণুমুক্ত শুকনো স্থানে লালন-পালন করতে হবে।
চিকিৎসা: পেনিসিলিন/বাইপেন ভেট/জেনাসিন ভেট/এম্পিসিন ভেট ইনজেকশন দেয়া যেতে পারে। এ ছাড়াও স্ট্রেপটোমাইসিন/
এন্টিহিস্টাভেট ইনজেকশন দেয়া যেতে পারে।