নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

নিশি পালিয়ে চলে এসেছে বাড়ি থেকে !!

০৯ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৬

ফার্মগেটের নিবেদিতা হোস্টেলের সামনে দাড়িয়ে আছি ।অনেকেই দাড়িয়ে আছে ।

খানিকটা অস্বস্তি লাগছে কারন এটা মেয়েদের হোস্টেল । একটু তো অস্বস্তি লাগবেই । নিশির বের হবার কথা । কিন্তু ওর বের হবার নাম নাই।

ওকে নিয়ে নিউমার্কেটে যেতে হবে । বেচারী এক কাপড়ে চলে এসেছে । কিছু জামাকাপড় তো কিনে দিতে হবে ।

আমি আবার ঘড়ি দেখলাম । পনের মিনিটের বেশি দাড়িয়ে আছি । আশ্চর্য এই মেয়েগুলোর বের হতে এতো সময় লাগে কেন ? আমি অন্তত এক ঘন্টা আগে ফোন করে বলেছি যে আমি আসছি । এখানে এসে আরো পনের মিনিট দাড়িয়ে ! এর কোন মানে হয় ।

আবার ফোন দিতে যাবো ঠিক তখনই নিশি বের হয়ে এল । পেছনে লিজা ।

নিশি লিজার রুমেই উঠেছে ।

চারদিন আগে নিশি যখন ফোন করে বলল

ওর বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছে আমার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল ।

বলে কি এই মেয়ে ?

আমি কেবল বললাম

-তুমি ওখানে কবুল বলবা আর আমি এখানে ১০ তলা বিল্ডিংয়ের উপর থেকে লাফ মারবো ।

-আমি কি করবো বল?

-আমি জানি না তুমি কি করবা তবে তুমি আমাকে ছেড়ে যেতে

পারবে না কিছুতেই । দাড়াও আমি আজ রাতেই বাসায় আসছি ।

-তোমাকে আসতে হবে না । আমি দেখি কি করা যায় ।

তারপর নিশি যা করল আমি তা কল্পনাই করি নি । করতে পারিও নি ।

নিশি একটা জব করে । বাসা থেকে বাসে করে খানিক দুরে যেতে হয় । নিশি ঐ দিন অফিস যাবার জন্য বাসে উঠল । তবে উঠল ঢাকার বাসে । বিকেল পর্যন্ত কেউ সন্দেহ করবে না । কারন সবাই ভাববে অফিসেই আছে ।

আর বিকেল হতে হতে ঢাকায় পৌছে যাবে । নিশিকে যখন মাজার রোডে নিতে গেলাম দেখলাম ওর চোখ গুলো কেমন ভেজা ভেজা ।

বাপ মা ছেড়ে কোনদিন যে মেয়েটা একটুও কোথায় যায় নি এতো বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল একা একা !

সিএনজির মধ্যে অনেকক্ষন কাঁদল আমাকে জড়িয়ে ধরে । আমি কেবল ওকে জড়িয়েই ধরতে পারলাম । আর কিছু বলতে পারলাম না ।



লিজার সাথে আগে থেকেই কথা বলাই ছিল । সন্ধ্যার কিছু আগে লিজার হোস্টেলে দিয়ে এলাম । কয়টা দিন ওখানেই থাকুক । আমার বাসায় রাখা নিরাপদ না । যেকোন সময় ওর ভাই অথবা মামা চাচারা হানা দিতে পারে !

তবুও আমার এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না যে নিশি একচুয়ালী চলে এসেছে । সব কিছুকে উপেক্ষা করে কেবল আমার জন্য চলে এসেছে ।



লিজা পেছন পেছন আসছিল । আমাকে বলল

-তোমার বউতো কেবল মুখ লুকিয়ে কাঁদে । যতই বোঝাই যে সব কিছু ঠিক হয়ে যাবে , সে কিছুতেই বুঝতে চায় না ।

আমি নিশির দিকে তাকালাম । আসলেই ওর চোখ দুটো কেমন ফোলা ফোলা । আমি বললাম

-ঠিক আছে । আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ।



লিজা চলে গেল ।

আমি নিশির দিকে একটু ভালকরে তাকালাম ।

আজ ও জিনস পরেছে । গত ঈদে ওকে জিনসটা কিনে দিয়েছিলাম । কিন্তু ও পরতে চাইতো না । বলত যে মফস্বলে এরকম পোষাক নাকি পরা যায় না । মানুষজন নাকি ভাল বলে না ।

আমি বললাম

-তোমাকে তো সুন্দর লাগছে জিনসে !

-কেন অন্য পোষাকে লাগে না ?

-আমার বউ বলে কথা । লাগবে না মানে ? তবে সবচেয়ে কোন পোষাকে তোমাকে সুন্দর লাগে জানো ?

নিশি কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থাকল । তারপর বলল

-শোন ফাজলামো করবা না !

-কেন করবো না ? আমি কি অন্য কারো সাথে ফাজলামো করছি ? আমার নিজের বিয়ে করা বউ তিন লক্ষ একটাকা দেনমোহরে বিয়ে করেছি ।

নিশি হাসল একটু । বলল

-যাও ঐ ওভারব্রীজটার উপরে দাড়িয়ে চিৎ‍কার করে বল ।



সত্যি সত্যিই আমার আজ চিৎ‍কার করে বলতে ইচ্ছা করছে যে

তোমরা সবাই দেখো আমি এই মেয়েটাকে জয় করেছি । এই মেয়েটা শুধুই আমার । শুধুই আমার ।





গল্প ঠিক বলা যাবে না এটাকে ! আামর মনে একান্ত ইচ্ছা যে এমন একটা ঘটনা ঘটুক ! টিয়াপাখি সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসুক !

কিন্তু আমি জানি সে আসবে না । সে কখনই আসবে না ।

টিয়াপাখির জন্য একটা বিয়ের প্রপোজাল এসেছে কাল । ছেলে ডাক্তর !

মনের ভিতর কেন জানি শান্তি লাগছে না । কোন কিছু করেই শান্তি পাচ্ছি না । এবার বুঝি সে হারিয়েই চলে যাবে আমার জীবন থেকে !!

আমার সব কিছু বোধহয় এবার হারিয়ে যাবে :( :( :(





ফেবু লিংক

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০৬

বিরোধী দল বলেছেন: Valo :D

০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৭

অপু তানভীর বলেছেন: :( :( :(

২| ০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১০

sumon2015 বলেছেন: good good

০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৬

অপু তানভীর বলেছেন: :( :( :(

৩| ০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৩

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: হায় হায়। কন কি!!! আপনি বাড়ি যাবেন না?? দেখা করে আসেন।

০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৫

অপু তানভীর বলেছেন: লাভ নাইরে ভাই............... :( :( :(

৪| ০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪১

মোমের মানুষ বলেছেন: গল্পটা ভাল লাগল, তবে এমন গল্প নিজের জন্য ভুলেও কল্পনা করবেন না, কারন আজ যে মেয়ে অন্ধ আবেগে সারা জীবনের বাপ-মা কে ফেলে চলে এসেছে কাল আপনার অভাবে বাস্তব সিদ্ধান্তে আপনাকে ফেলে চলে যাবে, আর এটাই বাস্তবতা, এটাই সঠিক সিদ্ধান্ত, এটাই হয়েছে, হচ্ছে, আর হবেও এটাই...........।

০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৬

অপু তানভীর বলেছেন: আমি জানি বাস্তবতা কি । কিন্তু মনকে কিভাবে বুঝাবো বলুন? আমি যে কোন মুল্যেই চাই যে টিয়াপাখি আমার কাছে থাকে ! আমি আর কিছু চিন্তা করবো না !!

৫| ০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৭

হায়রে বলেছেন: ভালো.....। !:#P

০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫১

অপু তানভীর বলেছেন: :( :( :(

৬| ০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৯

মদন বলেছেন: গল্পেই বোঝা যাচ্ছে যে বাস্তবের অবস্তা একটু জট পা্কাইসে :)

ব্যপার না।

০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১:০৯

অপু তানভীর বলেছেন: :( :( :(

৭| ০৯ ই জুলাই, ২০১২ দুপুর ২:৫৭

ভুং ভাং বলেছেন: ভালো লাগলো গল্পটা ।তবে ভাই দোআ করি আপনার টিয়াপাখি আপনার কাছে থাকে যেন ।

০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৭

অপু তানভীর বলেছেন: :( :( :(

৮| ০৯ ই জুলাই, ২০১২ রাত ৮:১২

অন্ধকারের রাজপুত্র বলেছেন: চিন্তা কইরেন না....
টিয়াপাখি মন থেকে আপনাকে চাইলে, ডাক্তার ব্যাটা কোন সমস্যাই না........ সব ঠিক হয়ে যাবে । :)

++++++++++++++++

০৯ ই জুলাই, ২০১২ রাত ৯:২৯

অপু তানভীর বলেছেন: জানি না কি হবে ??? :( :( :(

৯| ০৯ ই জুলাই, ২০১২ রাত ৮:২৯

টুকিঝা বলেছেন: আপনার গল্পের নাম গুলো অদ্ভুত!

০৯ ই জুলাই, ২০১২ রাত ৯:৩০

অপু তানভীর বলেছেন: আমি ঠিক ভাল নাম খুজে পাই না :( :( :(

১০| ১০ ই জুলাই, ২০১২ রাত ২:১৭

মুনসী১৬১২ বলেছেন: মন ভালো হয়ে যাক যার পাখি তারই থাকুক............

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:৫৮

অপু তানভীর বলেছেন: আমিন !!!

১১| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ২:৪৯

অহন_৮০ বলেছেন: সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ্

১১ ই জুলাই, ২০১২ বিকাল ৪:০১

অপু তানভীর বলেছেন: আমিন !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.