![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-ব্যস্ত ?
-একটু !
-তাহলে পরে ফোন দেই ?
-না ঠিক আছে বল ! এক স্যার ক্লাস নিয়ে মাত্র বের হল । আর একজন আসা পর্যন্ত কথা বলি ।
নিশি খুব ভাল করে জানে অপু খুব খুশি হয়েছে কথাটা শুনে । নিশি যখনই ওর সাথে কথা বলে কিংবা নিজ থেকেই ফোন করে তখন অপু অসম্ভব খুশি হয় ।
-দেখা করবা না ?
নিশির মনটা একটু খারাপ হয় । ছেলেটা প্রতিটা দিন কত আগ্রহ নিয়ে প্রশ্নটা করে । আশা করে আজকে নিশ্চই একটা পজেটিভ উত্তর আসবে ।
কিন্তু ও এমন কোন কথা শোনাতে পারে না ।
অপু তবুও রাগ করে না । একটু মন খারাপ করে কিন্তু মুখেও সেটা প্রকাশ করে না ।
বলে ঠিক আছে পাখি তোমার অসুবিধা হয় এমন কোন কাজ আমি করবো না ।
নিশি জানতে চাইল
-তুমি কবে যাবে ?
-কালকে সকালে !
নিশির মনটা আরো বেশি খারাপ হয়ে গেল । এক সপ্তাহ আগে অপু ঢাকা থেকে এসেছে । নিশি একবারও ওর সাথে দেখা করার সুযোগ পায় নি ।
কি করে পাবে? ও যখন ট্রেনিংয়ে আসে প্রতি বারই বাড়ির কেউ না কেউ ওর সাথে আসে ।
ওকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে যায় আবার গেট থেকেই নিয়ে যায় ।
-আজ দেখা করবে?
কিভাবে করবো বল ? আব্বা যে নিতে আসবে ?
-ও !
নিশি বুঝতে পারে অপুর মনটা খারাপ হয়ে গেছে । এতো দিন পর ও ঢাকা থেকে এসেছে কেবল ওর সাথে দেখা করার জন্য ।
আর ও কি করছে ? পরিবারের দোহাই দিয়ে ওর সাথে দেখা কয়ছে না ।
খুব কি অসম্ভব ওর সাথে দেখা করা টা ? নিশি বলল
-মন খারাপ করলে ?
-না ঠিক আছে । সমস্যা থাকলে তো মেনে নিতেই হবে । আর এখন এখন না হোক পরের বার নিশ্চই হবে । তবে ...
-তবে কি ?
-তোমার হাতটা ধরতে খুব ইচ্ছে করছিল পাখি ! একটু যদি ধরতে পারতাম !
নিশি লক্ষ্য করল ওর চোখে পানি চলে এসেছে ! বুকের ভিতরটা কেমন একটা খালি খালি লাগছে । ওর মনে ও যদি অপুর এই সমান্য ইচ্ছাটা পূরণ না করতে পারে তাহলে আজকেই ও দম বন্ধ হয়ে মারা যাবে ।
নিশি এদিক ওদিক একটু দেখল । স্যার আসতে এখনও দেরী আছে মনে হচ্ছে । এই সুযোগটা কি কাজে লাগানো যায় ?
নিশি আর কিছু ভাবল না । আস্তে করে রুম থেকে বের হয়ে করিডোরের দিকে হাটতে লাগল ।
বারবার আল্লাহর কাছে দোয়া করতে লাগল যেন পেছন থেকে যেন কেউ ডাক না দেয় !
-আছো পাখি !
-এই তো আছি ।
-তোমাদের স্যার এখনও আসে নি ।
-নাহ । আচ্ছা শোন না একটা মজার কথা বলি ।
-বল ।
-জানো আমাদের এখানে একটা নতুন ভবঘুরে টাইপের একটা লোক এসেছে ।
-এতে মজার কি হল ?
অপু হাসল ।
নিশি বলল
-মজার হল আমাদের ট্রেনিং যেখানটাতে হয় ঠিক সেই ঘরের সামনে বসে থাকে চুপচাপ । আর আমরা যখন ট্রেনিং নিতে আসি ঠিক তখনই লোকটা আসে আর ট্রেনিং শেষে আমরা যখন চলে যাই ঐ লোকটাও চলে যায় ।
-বাহ বেশ মজার তো ! মনে হয় তোমাদের সাথে টেনিং নিতে চায় । তা কত দিন ধরে চলছে ?
-এই ছয় সাত দিন ধরে তো দেখছি ।
-তা দেখতে কেমন লোকটা ?
-কেমন করে বলি বল ! লোকটা যে এই গরমের ভিতরও চাদর মুড়ি দিয়ে বসে থাকে ।
-তাহলে তো খুব বেশি সুবিধার লোক মনে হচ্ছে না ।
-হুম ! আমারও তাই মনে হচ্ছে । আচ্ছা আমি এখন রাখি, কেমন ?
-এখনই রাখবে ?
-হুম বাবু রাখতে হবে ।
-আচ্ছা ।
নিশি ফোন টা কেটে দিল । ফোন টা কেটে দিতেই হল । কারন ঐ চাদর মুড়িদেওয়া লোকটার কাছে চলে এসেছে ও ।
পেছন দিক দিয়ে ঘুরে এসেছে যাতে লোকটা টের না পায় । নিশি খুব আস্তে করে লোকটার কাধে হাত রাখল ।
নিশি ঠিক করে এসেছিল খুব রাগ করবে, খুব বকাবকি করবে অপুর সাথে কিন্তু অপুর এরকম হাসি মুখে দাড়িয়ে থাকতে দেখে ও কিছুতেই রাগ করতে পারল না । কেবল বলল
-এরকম টা কেন করলে ? এই যে প্রতিটা দিন তুমি সকাল থেকে বিকেল পর্যন্ত তুমি এখানে বসে থাকো , কেন ? এটার কি কোন দরকার আছে ?
অপু কোন জবাব না দিয়ে কেবল একটু হাসল ।
-হাসবে না খবরদার । জবাব দাও । আমি তো প্রথমে বুঝতেই পারি নি । কালকে তুমি যখন চলে যাচ্ছিলে তোমার প্যান্টটা দেখে বুঝেছি । এরকম পাগলামো করার মানে টা কি ?
অপু আবার একটু হাসল । বলল
-হয়তো কোন মানে নেই কিন্তু এই যে তুমি আমার আশেপাসে আছো এর থেকে আনন্দের আর কি কিছু আছে আমার কাছে ! পাখি, আমি কেবল তোমার আসেপাশে থাকার জন্য কেবল সকাল থেকে বিকাল না সারাটা জীবন এখানে বসে থাকতে পারবো ।
নিশি আরো কিছু বলতে চাইছিল কিন্তু কেন জানি বলতে পারল না । কেবল অপুর দিকেই তাকিয়ে রইল একভাবে ।
এই পাগল ছেলটাকে নিয়ে ও যে কি করবে !
কিভাবে দুরে থাকবে অপুর কাছ থেকে ! খুব ইচ্ছা হল অপুকে একটু জড়িয়ে ধরতে । কিন্তু সেই উপায় নেই এখানে ।
যে কারো চোখে পরে যেতে পারে ! তবুও অপুর হাত টা ধরল । অন্তত এই ইচ্ছাটা ওর পুরণ হোক !
ফেবু লিংক
০২ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০২
অপু তানভীর বলেছেন: হয়তো ভাল না কিন্তু তাকে ভালবাসা ছাড়া আমি আর কিছুই পারি না যে........। তাকে যত ভালবাসি মনে হয় যে কম হয়ে গেল একটু..........
২| ০২ রা জুলাই, ২০১২ বিকাল ৪:১৮
তানিম,বরগুনা বলেছেন: আপনেরে বালা পাই...
০২ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ..................
৩| ০২ রা জুলাই, ২০১২ বিকাল ৪:১৮
অওয়াদুদ বলেছেন: ভাই ভালো আসেন?ভাবী ভালো আসে?
০২ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৩
অপু তানভীর বলেছেন: আমি ভাল আছি । ভাবিও ভাল আছে !
৪| ০২ রা জুলাই, ২০১২ বিকাল ৪:২০
নিয়েল ( হিমু ) বলেছেন: নিজের নামেই লেখলেন গল্পটা ? ভালো হৈছে । ভালৈ লেখছেন ভালো লাগছে :-)
০২ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৩
অপু তানভীর বলেছেন: কাহিনিটা মোটামুটি আমার জীবন থেকেই নেওয়া !!
৫| ০২ রা জুলাই, ২০১২ বিকাল ৪:২১
শায়মা বলেছেন: আহালে ভবঘুরে ভাইয়াটা!!!
০২ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৪
অপু তানভীর বলেছেন: আপু, তার জন্য আমি কেবল ভবঘুরে না আরো কতকিছু যে হতে পারি !!!
৬| ০২ রা জুলাই, ২০১২ বিকাল ৪:২১
অওয়াদুদ বলেছেন: ভাই পাশের বাড়ির ভাবি কেমন আছে?
০২ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৫
অপু তানভীর বলেছেন: পাশের বাড়ির ভাবীর দিকে এতো ঝোক কেন??
৭| ০২ রা জুলাই, ২০১২ বিকাল ৪:২২
অওয়াদুদ বলেছেন: ভাই পাশের বাড়ীর ভাবীর নাকি অনেক অসুখ?আপনারে শেষবারের মথ দেখবার চাইসে।
০২ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৬
অপু তানভীর বলেছেন: ফাইজলামীর মন্তব্য করা বন্ধ করেন
৮| ০২ রা জুলাই, ২০১২ বিকাল ৪:২৬
কাউসার রানা বলেছেন: ভালবাসা খুউব ভাল, তবে এততততততততততততততততততততত টা !
০২ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৬
অপু তানভীর বলেছেন: আরো যে কতটা কিভাবে বোঝবো................
৯| ০২ রা জুলাই, ২০১২ বিকাল ৪:৩৫
মদন বলেছেন: পাখি, আমি কেবল তোমার আসেপাশে থাকার জন্য কেবল সকাল থেকে বিকাল না সারাটা জীবন এখানে বসে থাকতে পারবো ।
বিবাহের পূর্ব পর্যন্ত
০২ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৭
অপু তানভীর বলেছেন: খানকটা সহমত । বিয়ার আগে কিছু বলা যাচ্ছে না............
১০| ০২ রা জুলাই, ২০১২ বিকাল ৪:৪০
মাদারি বলেছেন: কঠিন অসুখ! কয়েক দিন পর শারীরিক আকর্ষণ মিটে গেলে অসুখও সেরে যাবে!
০২ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৮
অপু তানভীর বলেছেন: শারীরিক আকর্ষণটাই কি সব কিছু????
১১| ০২ রা জুলাই, ২০১২ বিকাল ৫:০৬
s r jony বলেছেন: আর কইয়েন না, আর কইয়েন না,
হার্টে প্রবলেম আছে :!> :!>
০২ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৯
অপু তানভীর বলেছেন: :!> :!> :#> :#> :#>
১২| ০২ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৩
নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাইজান ভালই লিখেন। আমার ২ টা গল্প পইরা দেখবেন নাকি?
কবি
প্রতিশোধ
আরেক পৃথিবী (যৌথ ব্লগ)
০২ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৯
অপু তানভীর বলেছেন: আপনার গল্প পড়লাম ।ভাল লাগলো !
১৩| ০২ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৭
জনদরদী বলেছেন: শুধু কি হাত ধরা হয়েছে, নাকি আরো কিছু
জাতি সব কিছু জানতে চাই
গোপন করলে খবর আছে কইলাম
০২ রা জুলাই, ২০১২ রাত ১০:৪১
অপু তানভীর বলেছেন: জাতির এতো কিছু জানতে হবে না !!
১৪| ০২ রা জুলাই, ২০১২ রাত ৮:৩২
অন্ধকারের রাজপুত্র বলেছেন: ভালো হয়েছে !
প্লাস
০২ রা জুলাই, ২০১২ রাত ১০:৪১
অপু তানভীর বলেছেন:
১৫| ০২ রা জুলাই, ২০১২ রাত ১০:০৩
নিরপেক্ষ মানুষ বলেছেন: গত কয়েকটা গল্পে বেশ কয়েকটা ফালতু কমেন্টস্ চোখে পড়ছে।কারণটা কি? যাই হোক গল্পটা ভাল হয়েছে
০২ রা জুলাই, ২০১২ রাত ১০:৪৩
অপু তানভীর বলেছেন: কিছু কিছু মানুষ আছে যারা কেবল প্যাচ লাগায় । কি করবো বলুন !! সব জায়গায় এমন লোক আছে....
যাক গল্প ভাল লেগেছে জেনে ভাল লাগলো !!
১৬| ০২ রা জুলাই, ২০১২ রাত ১১:১৫
উজবুক ইশতি বলেছেন: সুন্দর .................. পড়ে ভালো লাগল
০২ রা জুলাই, ২০১২ রাত ১১:৩০
অপু তানভীর বলেছেন:
১৭| ০৩ রা জুলাই, ২০১২ রাত ২:০৫
আমি তুমি আমরা বলেছেন: অন্তত এই ইচ্ছাটা ওর পুরণ হোক !
তাই অপু ভাইকে একটি প্লাস দেয়া হোক।
০৩ রা জুলাই, ২০১২ দুপুর ২:১৭
অপু তানভীর বলেছেন:
১৮| ০৩ রা জুলাই, ২০১২ বিকাল ৫:০৯
মাইশাআক্তার বলেছেন: দুজনেই তো দেখি পাগল
থাকুক এই রকম পাগলামি সারাজীবন .......।
০৩ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৪৩
অপু তানভীর বলেছেন:
১৯| ০৩ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৬
তানভির ইসলাম বলেছেন: পাগলামি অনেক অপুই করে কিন্তু সব নিশি আপনার গল্পের চরিত্রের সংবেদনশীল মত হয় না।
অপুর মত সৌভাগ্য খুব কম মানুষের হয়।
লেখাটা খুব সুন্দর হয়েছে। পরে ভাল লাগল অনেক।
০৪ ঠা জুলাই, ২০১২ রাত ১২:১১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
২০| ০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৫:০৪
গৌরীসেনের কর্মচারী বলেছেন: পানি.... চোখে....
০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৫:১৩
অপু তানভীর বলেছেন: দাড়ান টিস্যু পেপার পাঠাইতাছি !!
২১| ০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৫:২২
গৌরীসেনের কর্মচারী বলেছেন:
মজা নিচ্ছেন .....?
০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৫:২৮
অপু তানভীর বলেছেন: কি যে কন?? মজা নিবো কেন??
২২| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:২০
রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: আবু সালেহ বলেছেন: এত ভালোবাসা ভালো নয়.....
০৫ ই জুলাই, ২০১২ রাত ৯:৩৯
অপু তানভীর বলেছেন: হুম !!!
২৩| ১১ ই জুলাই, ২০১২ রাত ৮:০৯
অহন_৮০ বলেছেন: ভালো লাগলো পড়ে
১১ ই জুলাই, ২০১২ রাত ১১:৩৩
অপু তানভীর বলেছেন:
২৪| ০৪ ঠা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৩৪
একজন আরমান বলেছেন: ভাল লাগলো।
অপু ভাই আপনি বড়ই ভাগ্যবান। সত্যি কথা বলতে লজ্জা নেই। আমার সত্যিই আপনাকে এখন খুব হিংসে হচ্ছে।
০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ৯:৪০
অপু তানভীর বলেছেন: ভাগ্যবান কেন বলছেন???
হিংসে করা ভালা না .......।
২৫| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১:৪৬
দুষ্ট_ছেলে বলেছেন:
নাইসসস
৩০ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৫৩
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১২ বিকাল ৪:১৭
আবু সালেহ বলেছেন: এত ভালোবাসা ভালো নয়.....