![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট মফস্বল শহরের প্রধান সমস্যা হচ্ছে এখানে গার্লফ্রেন্ড নিয়ে শান্তিমত ডেটিং করা যায় না । কারো না কারোর চোখে ঠিক ধরা পড়তে হয় ।
আর আমার গার্লফ্রেন্ড নিশি , মোটামুটি সুপরিচিত একজন মানুষ ।
অন্য কিছু ভেবে বসবেন না । সুপরিচিত বলতে অন্য দিককার কিছু বোঝাই নি ।
আসলে আমাদের শহরের অর্ধেক মানুষই হল ওদের আত্মীয় । তাই মোটামুটি অর্ধেক লোকই ওকে চেনে । তাই ওকে নিয়ে রাস্তায় বের হবার কথা চিন্তাও করা যায় না ।
কেউ যদি দেখে ফেলে ডেটিংয়ের স্বাধ চিরো দিনের জন্য মিটে যাবে ।
কিন্তু মনতো আর মানে না । নিশিকে তো দেখতে মন চায় ।
ও কলেজে যায় । আমিও কলেজে যাই ।
দুর থেকেই কেবল ওকে দেখি । কারন বেশি কাছে গেলেও সমস্যা । কে না কে দেখে ফেলে !
ঐ দিন কলেজে ওকে দুর থেকেই দেখছিলাম দেখলাম ও ফোন করল আমাকে ।
-বল ।
-শিউলীদের বাড়ির সামনে যাও । আমি আসছি ।
আমি জলদি শিউলীদের বাড়ীর দিকে রওনা হলাম ।
শিউলী নিশির প্রায় সমবয়সী । সম্পর্কে ওর ভাতিজি হয় । কলেজের পাশেই ওদের বাড়ী ।
কালে ভাদ্রে যখন শিউলীর বাবা মা বাসায় থাকে না আমরা ওদের বাসায় দেখা করি । দুএকটা সুখদুঃখের কথা বলি আরকি ।
আজও মনে হচ্ছে সেরকম একটা সুযোগ এসেছে ।
আমি শিউলীদের বাড়ির সামনে গিয়ে হাজির হলাম । দেখলাম প্রায় সঙ্গে সঙ্গেই শিউলী সামনের গেট খুলে দাড়াল ।
-আঙ্কেল ভাল আছেন ?
এতো বড় মেয়ে যদি আঙ্কেল বলে , শুনতে কি ভাল লাগে ? কিন্তু কিছু করার নাই । শিউলীর সাথে সম্পর্ক টাই এমন ।
-আসেন ।
আমি চুপপাপ ঘরে ঢুকে পড়লাম । আগেও এ বাসায় এসেছি । আমি বসার ঘরের দিকে পা বাড়ালাম । কিছুক্ষনের মধ্যেই নিশি এসে পড়ল ।
আহা ! কতদিন পর নিশিকে কাছ থেকে দেখলাম । ইচ্ছা করলেই এখন ওকে ছুয়েও দেখতে পারবো ! ওকে জড়িয়েও ধরা যেতে পারে অথবা চুমও খেতে পারবো !
নিশি মনে হয় আমার মনের কথা খানিকটা আচ করতে পেরেছিল । বলল
-শোন আলতুফালতু কোন চিন্তা করবা না ।
-আরে আলতু ফালতু মানে ? তুমি কিভাবে বুঝলে যে আমি আলতু ফালতু চিন্তা করছি ?
-তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে !
আমি আয়নাতে নিজের চেহারা দেখলাম । কই কিছুইতো বোঝা যাচ্ছে না ।
-বলেছে তোমাকে ! আমি এখন চিন্তা করছিলাম তোমার ঐ মিষ্টি ঠোটে কয়টা চুম খাবো ! এটা কি ফালতু চিন্তা বল ? বলতে পারো এটা আমার জীবনের সুন্দরতম চিন্তা গুলোর একটা ।
-আহা ! শখ কত ! তুমি চাইলেই আমি তোমাকে চুম খেতে দিবো ?
-দিবা না মানে ? দাড়াও
বলে যখন নিশিকে ধরতে যাবো ঠিক তখন বাড়ীর কলিংবেল বেজে উঠল ।
সাড়ে সর্বোনাশ !
কেউ এসছে !
কে এসেছে ?
যদি আমাকে এখানে দেখে ?
খবর আছে !
বুকের মধ্যে খানিকটা ভয় আর উত্তেজনা অনুভব করি ।
কি হবে !
নিশির মুখ দেখেও বুঝতে পারি যে ও নিজেও খানিকটা চিন্তিত । শিউলী ঘরে ঢুকলো । বলল
-বাড়ির কাজের মেয়েটা এসেছে । আঙ্কেল কে বলেন না একটু খাটের নিচে পলাতে । কাজের মেয়েটা দেখে ফেললে আম্মুকে বলে দেবে !
নিশি আমার দিকে তাকাল । বলল
-প্লিজ ।
-কিন্তু তাই বলে খাটের তলে ?
-যাও না সোনা ! একটু কষ্ট কর ! আমার জন্য এই টুকু করতে পারবে না ?
কি আর করবো ? চট জলদি খাটের নিচে ঢুকে পড়লাম । আমি খাটের নিচে ঢোকার কিছুক্ষনের মধ্যেই কাজের মেয়েকে দেখতে পেলাম এ ঘরে আসতে । কাজের মেয়ে বলল
-আপামনি আপনার আম্মু ঘর মুছতে বলে গেছে । আর কিছু কি করা লাগবে ?
-না না ঘর মোছা লাগবে না ।
আমার বুকের মধ্যে কেমন একটা চাপ অনুভব করলাম । এখন যদি ঘর মুছতে শুরু করে আমাকে নির্ঘাত দেখে ফেলবে ! আর দেখলেই শিউলীর মার কাছে খবর চলে যাবে ।
হায় হায় এখন কি করি । শিউলী আবার বলল
-না না ঘর মোছা লাগবে না ।
-না আপামনি ঘর না মুছলে আম্মা আমারে বকবো । আমারে ভাল কইরা কইয়া গেছে ।
এই কথা বলেই কাজের মেয়ে দেখলাম ঘর থেকে বেরিয়ে গেল । মনে হয় বালতি আনতে গেল । কিছুক্ষন পর শুনতে পেলাম শিউলী বলছে
-আগে এই ঘরটা মোছেন ।
একটু পরই নিশি খাটের নিচে উকি দিল । বলল
-রেডি থাকো ।
-কেন ? দৌড় দিতে হবে নাকি?
-ঔরকমই । কাজের মেয়ে এখন বাথরুমের পাশের ঘরটা মুছতেছে । ওটা মোছা শেষ হলেই এঘরের পাশের ঘরটা মুছবে । ও যখন পাশের ঘরে ঢুকবে তুমি তখন চটকরে বেরিয়ে বাথরুমের পাশের ঘরে ঢুকবে ।
আমি বললাম
-বাথরুমে গিয়ে ঢুকি ?
-আরে গাধা নাকি ? পানির বালতি রাখতে যাবে না ? তখন কই যাবা ?
-হুম ! তাও তো ঠিক !
আসলে অস্থিরতা আর উত্তেজনায় আমার মাথা ঠিক মত কাজ করছে না । কিন্তু নিশিকে দেখলাম বেশ শান্ত ।
নিশি চলে যাবার পরপরই আমার মনের উত্তেজনা আরো একধাপ বেড়ে গেল ।
বারবার মনে হচ্ছে সঠিক সময়ে খাটের নিচ থেকে বের হতে পারবো তো ?
যদি কাজের মেয়ে আমাকে দেখে ফেলে ?
ছোট বেলায় আমরা পলাপলি খেলতাম । সেখানে একজন চোর হত আমরা সবাই লুকাতাম । তারপর সেই চোর আমাদের খুজে বের করতো । আর একটা নিয়ম ছিল যদি ঐ চোরের চোখের আড়ালে যদি ওকে ছুয়ে দেওয়া যেত তাহলে ওকে আবার চোর হতে হত ।
ঐ খেলায় একটা উত্তেজনা ছিল । ঠিক মত চোরকে ছুয়ে দিতে পারবো তো !
আমার বুকের মধ্যে এখন ঠিক ঐ রকম উত্তেজনা অনুভুত হচ্ছে । ঐ মহিলা যথন পাশের ঘরে যাবে আমি ওনার চোখের আড়ালে বের হতে পারবো তো ?
যদি আমাকে দেখে ফেলে ?
আমি অপেক্ষা করতে থাকি । আমার বুকের মধ্যে উত্তেজনাও একটু একটু করে বাড়তে থাকে ।
১৮ ই জুন, ২০১২ রাত ১১:৩৭
অপু তানভীর বলেছেন:
২| ১৮ ই জুন, ২০১২ রাত ৯:৪৬
জেরী বলেছেন:
আহারে বেচারার রুম ডেটিং ....
১৮ ই জুন, ২০১২ রাত ১১:৪০
অপু তানভীর বলেছেন:
৩| ১৮ ই জুন, ২০১২ রাত ৯:৪৭
ভারচুয়াল আমি বলেছেন: এই রকম পরিস্থিথি তে আমিও পরেছিলাম একদিন। তবে খাটের নিচে যাওয়া লাগে নাই। তার আগেই পলাইতে পেরেছিলাম।
১৮ ই জুন, ২০১২ রাত ১১:৪২
অপু তানভীর বলেছেন: আপনার ভাগ্য ভাল !!
৪| ১৮ ই জুন, ২০১২ রাত ৯:৪৮
বিরোধী দল বলেছেন: Vai ki saradin prem piriti koren?
১৮ ই জুন, ২০১২ রাত ১১:৫৪
অপু তানভীর বলেছেন: তা আর করতে পারলাম কই???
৫| ১৮ ই জুন, ২০১২ রাত ৯:৫১
লিন্কিন পার্ক বলেছেন:
আপনি এত প্রেমের কাহিনি লিখেন ক্যামনে ?? :-& :-&
১৯ শে জুন, ২০১২ রাত ১২:০৭
অপু তানভীর বলেছেন: মাথার মধ্যে কেবল এগুলাই ঘোরে.......
৬| ১৮ ই জুন, ২০১২ রাত ৯:৫১
ফয়সাল তূর্য বলেছেন:
আপনি প্রায় প্রতিদিনই একটা করে গল্প লিখেন দেখছি! ভেশ ভাল, চালিয়ে যান।
১৯ শে জুন, ২০১২ রাত ১২:১৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৭| ১৮ ই জুন, ২০১২ রাত ৯:৫২
আলুমিয়া বলেছেন: খুবই সুন্দর হইছে।
১৯ শে জুন, ২০১২ রাত ১২:১৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৮| ১৮ ই জুন, ২০১২ রাত ৯:৫২
সম্রাট০ বলেছেন: হাহাহহাহা
১৯ শে জুন, ২০১২ রাত ১২:২০
অপু তানভীর বলেছেন: হিহিহিহি
৯| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:০০
মহসিন৭১ বলেছেন: খাটের নীচ থেকে বেড় হলেন কথন?
১৯ শে জুন, ২০১২ রাত ১২:২১
অপু তানভীর বলেছেন: একটু অপেক্ষা করেন.. সুযোগ পাইয়া লই......
১০| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:০৩
রুদ্রপ্রতাপ বলেছেন: একবার বাথরুমে.।.।.।.।
১৯ শে জুন, ২০১২ রাত ১২:২২
অপু তানভীর বলেছেন: এখনও যাই নাই......
১১| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:০৩
কবিরাজমশাই বলেছেন: অনেক মজা পেলাম অপু ভাই।
ভালো লেগেছে।
আপনার গল্পগলো খুব সুন্দর ।
প্রতিদিন গল্প লেখেন। আপনি একটা জিনিয়াস।
লিখে যান আমরা আপনার পাশেই আছি...
ভালো সময় কাটছে প্রতিদিন অপু র ভালোলাগা ভালোবাসার গল্প পড়ছি।
আপনার গল্প পড়ে কেমন জানি মনের ভিতর প্রেম উস্কানি দেয়।
কিন্তু প্রেম করার সময় কোথায় .....!!!
১৯ শে জুন, ২০১২ রাত ১২:২৩
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
প্রেম উস্কানি দেয়!!
১২| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:০৪
জনদরদী বলেছেন: জাতি বাকী গল্প জানতে চায়
১৯ শে জুন, ২০১২ রাত ১২:২৫
অপু তানভীর বলেছেন: আর নাই । এখনেই শেষ ! বাকী টুকু কল্পনায়.।
১৩| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:০৪
আব্দুল্লাহ-আল-মামুন শামীম বলেছেন: ++++
১৯ শে জুন, ২০১২ রাত ১:৩৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
১৪| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:০৬
অওয়াদুদ বলেছেন: লেখকরে ইসবগুলের ভুসি আর ভিটামিন ছি: খাওয়ানো হউক
১৯ শে জুন, ২০১২ রাত ১:৩৮
অপু তানভীর বলেছেন: ইসবগুলের ভুস আমি খাই না
১৫| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:১০
আজব কবি বলেছেন:
১৯ শে জুন, ২০১২ রাত ১:৩৯
অপু তানভীর বলেছেন:
১৬| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:১১
সুদীপ্ত কর বলেছেন: ইয়ে মানে তারপর কি হলো :#>
১৯ শে জুন, ২০১২ রাত ১:৪০
অপু তানভীর বলেছেন: ইয়ে মানে সব কথা শুনতে নাই .।
১৭| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:১৩
আমি রাইন বলেছেন: আপনাকে দিয়েই হবে।
১৯ শে জুন, ২০১২ রাত ১:৪০
অপু তানভীর বলেছেন: কি হবে???
১৮| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:১৪
পানকৌড়ি বলেছেন: আহারে বেচারা,একটা চুমাও দিতে পারলো না
১৯ শে জুন, ২০১২ রাত ১:৪১
অপু তানভীর বলেছেন: আমার দুঃখটা কেবল আপনিই বুঝলেন....
১৯| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:১৯
ধূসর সপ্ন বলেছেন: যথেষ্ঠ সুন্দর হইছে । নাটকীয়তা আনতে সক্ষম হইছেন ।
১৯ শে জুন, ২০১২ রাত ১:৪২
অপু তানভীর বলেছেন: আপনাকে যথেষ্ঠ সুন্দর ভাবে ধন্যবাদ জানালাম!
২০| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:১৯
রাতুল রেজা বলেছেন: পরের টুকু কই ?
১৯ শে জুন, ২০১২ রাত ১:৪৩
অপু তানভীর বলেছেন: আর নাই মিয়া........
২১| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:২৩
জেমস বন্ড বলেছেন: কিছু কইলাম না শুধু মাত্র ছুডু মানুষ বইলা
১৯ শে জুন, ২০১২ রাত ১:৪৪
অপু তানভীর বলেছেন:
২২| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:২৫
ShusthoChinta বলেছেন: কি ভাই,এখনো খাটের তলেই আছেন? সারারাত কি ঐখানেই কাটবে নাকি?
১৯ শে জুন, ২০১২ রাত ১:৪৪
অপু তানভীর বলেছেন: দেখা যাক কি করি.......
২৩| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:৩৪
অসহায় নাগরিক বলেছেন: আপনি দেখি বিশ্বপ্রেমিক!
এত গল্প মাথায় আসে কিভাবে? হ্যাটস অফ
১৯ শে জুন, ২০১২ রাত ১:৪৪
অপু তানভীর বলেছেন:
২৪| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:৪০
িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: পরের টুকু কই ?
১৯ শে জুন, ২০১২ রাত ১:৪৫
অপু তানভীর বলেছেন: নাই... বাকিটুকু কল্পনার উপর ছেড়ে দিলাম......
২৫| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:৪৬
মাহবু১৫৪ বলেছেন: বাকিটা কই?
১৯ শে জুন, ২০১২ রাত ১:৪৫
অপু তানভীর বলেছেন: আর নাই........।
২৬| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:৫৩
ঘুমন্ত আমি বলেছেন: তানভীর ভাই দেখি বিশ্ব লুল ! পোষ্টে প্লাস ।
১৯ শে জুন, ২০১২ রাত ১:৪৬
অপু তানভীর বলেছেন:
২৭| ১৮ ই জুন, ২০১২ রাত ১১:০৪
৭১৫০ বলেছেন: hevy moja pailam.
১৯ শে জুন, ২০১২ রাত ১:৪৬
অপু তানভীর বলেছেন:
২৮| ১৮ ই জুন, ২০১২ রাত ১১:০৪
জাওয়াদ তাহমিদ বলেছেন: অণুজীব বলেছেন: ছি: অপু ছি:
১৯ শে জুন, ২০১২ রাত ১:৪৬
অপু তানভীর বলেছেন:
২৯| ১৮ ই জুন, ২০১২ রাত ১১:৫৩
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন:
ভাল লাগছিল ... পরে কিছু পারলে গল্পটা শেষ কইরেন
১৯ শে জুন, ২০১২ রাত ১:৪৭
অপু তানভীর বলেছেন: আমার গল্পের স্টাইল এইটা .... কিছুটা আমি লিখি কিছুটা পাঠক কে কল্পনা করতে দেই....
৩০| ১৯ শে জুন, ২০১২ রাত ১২:০৪
টিং টিং বলেছেন: প্রেম করতে ইচ্ছা করছে...........
১৯ শে জুন, ২০১২ রাত ১:৪৮
অপু তানভীর বলেছেন: আগে করেন .......টের পাইবেন.......।
৩১| ১৯ শে জুন, ২০১২ রাত ১:২৩
পৃথ্বীরাজ সৌরভ বলেছেন: ভাই পরে ডলা খান নাই তো? :p
১৯ শে জুন, ২০১২ রাত ১:৪৮
অপু তানভীর বলেছেন:
কি মনে হয়??
৩২| ১৯ শে জুন, ২০১২ রাত ১:৪৯
ডিএন বলেছেন: ভাই এটা কি হইল ভাই খাটের তলে মান সন্মান সব শেষ
ভাই তাইলে ত আমি ভহুত ভালা আছি প্রেম নাই রিস্ক ও নাই
:!> :!> :#> যাক ভাই মাইন্ড খাইয়েন না আর ভাই
বললেন না আমি আমার পেজ টি আপনার লেখা পেস্ট করব কিনা??
ভাল থাকবেন
১৯ শে জুন, ২০১২ ভোর ৫:৫২
অপু তানভীর বলেছেন: ঐযে ভাই বললাম আমার লেখা আগে থেকেই একটা পেইজে পোষ্ট হয় নিয়মিত !!
৩৩| ১৯ শে জুন, ২০১২ রাত ১:৫৩
মনে নাই তো কি করার বলেছেন:
১৯ শে জুন, ২০১২ ভোর ৫:৫৪
অপু তানভীর বলেছেন:
৩৪| ১৯ শে জুন, ২০১২ রাত ১:৫৪
সপ্নহীন আমি বলেছেন: আফনেরে তো ভাই বালা পাই... কিন্তুক কাম ডা তো ঠিক করলেন না...।
বাহিরে আসলেন কখন??? কিভাবে ঝাতি জানতে চায়...
১৯ শে জুন, ২০১২ ভোর ৫:৫৫
অপু তানভীর বলেছেন: এসব কথা জাতিকে জানতে দিতে হয় না............
৩৫| ১৯ শে জুন, ২০১২ ভোর ৬:২৮
অন্ধকারের রাজপুত্র বলেছেন: এইডা কুনো কাম অইলো ?
প্রায় হুবহু আমার কাহিনী ছাইপা দিসেন !
কঠিন পিলাস দিলাম মামা !
১৯ শে জুন, ২০১২ দুপুর ২:৫০
অপু তানভীর বলেছেন: কঠিন পিলাস নিলাম .......।
৩৬| ১৯ শে জুন, ২০১২ ভোর ৬:৪৫
অন্তি বলেছেন: আঙ্কেল ভালো আছেন?
খাটের তলা ডেটিং কাহিনী ভালো হয়েছে।
১৯ শে জুন, ২০১২ দুপুর ২:৫১
অপু তানভীর বলেছেন: আঙ্কেল???
আপনেও ডাকলেন আঙ্কেল!!
৩৭| ১৯ শে জুন, ২০১২ দুপুর ২:০৭
মুনসী১৬১২ বলেছেন: অন্তি বলেছেন: আঙ্কেল ভালো আছেন?
খাটের তলা ডেটিং কাহিনী ভালো হয়েছে।
১৯ শে জুন, ২০১২ দুপুর ২:৫১
অপু তানভীর বলেছেন:
৩৮| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:০৭
সৌরভ১৫ বলেছেন: অনেকক্ষণ তো হল, এইবার বের হন খাটের তলা থেকে।
১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:১৩
অপু তানভীর বলেছেন: আমি কখন বাহির হইয়া দৌড় দিছি.............।
৩৯| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:২৯
ইসাকুল বলেছেন: রুম ডেটিং করতে মুঞ্চায়
১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:৫৮
অপু তানভীর বলেছেন:
৪০| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:৩৫
রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: এর পরে কই?? হবে না। খেলুম না।
১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:০১
অপু তানভীর বলেছেন: এর পর কল্পনা করে নাও মিয়া.......।
৪১| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:৩৮
সেচ্ছাসেবক বলেছেন: জববর ডেটিং করচেন ভাই ... এলায় তইলে ভাগেন ...
১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:০২
অপু তানভীর বলেছেন: এলায়
তইলে ভাগেন ...
কই যামু?????
৪২| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:০২
রাশান শাহরিয়ান নিপুন বলেছেন:
১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:০২
অপু তানভীর বলেছেন:
৪৩| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:০৭
বিকেল বলেছেন: ভাই কিছু মনে নিয়েন না । আপনার নিশি সিরিজের আমি একজন বড় ফ্যান । এই পর্যন্ত সবগুল গল্পের মধ্যে এটি সবচেয়ে জঘন্য লাগলো, খুব বেশি ordinary মনে হোল নিশির ভালবাসাকে . আশা করি আপনার গল্প আগের ধারাতে ফিরে যাবে । ভালো থাকবেন আর please mind করবেন না ।
১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৫
অপু তানভীর বলেছেন:
৪৪| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৫:১০
বাউন্ডুলে রুবেল বলেছেন: আপনি নষ্ট !!!
১৯ শে জুন, ২০১২ রাত ১১:০৪
অপু তানভীর বলেছেন:
৪৫| ১৯ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১২
জানালার বাইরে বলেছেন: -বাড়ির কাজের মেয়েটা এসেছে । আঙ্কেল কে বলেন না একটু খাটের নিচে পলাতে । কাজের মেয়েটা দেখে ফেললে আম্মুকে বলে দেবে !
১৯ শে জুন, ২০১২ রাত ১১:০৫
অপু তানভীর বলেছেন:
৪৬| ২০ শে জুন, ২০১২ দুপুর ১২:২০
তাহ্জীর ফাইয়াজ চৌধুরী বলেছেন: হি হি হি
২০ শে জুন, ২০১২ দুপুর ১২:২৫
অপু তানভীর বলেছেন:
৪৭| ২০ শে জুন, ২০১২ দুপুর ১২:৩৪
দেখি তো পারি কিনা..... বলেছেন: আপনারে কইস্সা মাইনাচ , মিয়া উত্তেজনা
বাড়াইয়া দিয়া পরে কাইট্টা পড়লেন।
তবে লিখাটা জব্বর হইছে।
২০ শে জুন, ২০১২ দুপুর ১২:৪০
অপু তানভীর বলেছেন:
৪৮| ২১ শে জুন, ২০১২ রাত ৯:৩৫
মাইশাআক্তার বলেছেন:
২১ শে জুন, ২০১২ রাত ১১:০৪
অপু তানভীর বলেছেন:
৪৯| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৪:৫১
আমি তুমি আমরা বলেছেন: শ্যাষ না করলে ক্যামনে অয়???
২৩ শে জুন, ২০১২ রাত ৮:১৭
অপু তানভীর বলেছেন: এই তো শেষ !!
৫০| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৫:০৪
শিপন মোল্লা বলেছেন: আঙ্কেল কে বলেন না একটু খাটের নিচে পলাতে ।[/sb চমৎকার গল্প মজা পেলাম খুব
২৩ শে জুন, ২০১২ রাত ৮:১৮
অপু তানভীর বলেছেন: আমিও মজা পেয়েছি!!
৫১| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:৫৩
অহন_৮০ বলেছেন: ভালবাসার লাইগা খাটের তলে.......... আহারে
২৬ শে জুন, ২০১২ রাত ১১:০৪
অপু তানভীর বলেছেন:
৫২| ২৮ শে জুন, ২০১২ রাত ৩:০৫
জামিল আহমেদ জামি বলেছেন: এইটা কি হইল ???? ক্লাইমেক্সে রেখে ভাইগা গেলেন!!!
ভাল লিখেছেন, + ...
২৮ শে জুন, ২০১২ সকাল ৮:৫৫
অপু তানভীর বলেছেন: এখানেই তো মজা!!!
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১২ রাত ৯:৪৫
অণুজীব বলেছেন: ছি: অপু ছি: