![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাড়ায় মিলিকে নিয়ে বেশ রমরমা খবর সব সময়ই বের হয় । মিলি নাকি প্রত্যেক মাসে একটা করে বয়ফ্রেন্ড বদলায় । প্রায় প্রত্যেক মাসেই দেখা যায় মিলি পাড়ার নতুন নতুন ছেলের সাথে রিক্সায় করে ঘুরে বেড়াচ্ছে ।
আর এই বয়ফ্রেন্ড চয়নের কাজটা ও নাকি নিজেই করে । কারো সাহায্য বা পরামর্শ নেয় না । কেউ কেউ বলে মিলির কাছে নাকি পাড়ার সব হ্যান্ডসাম আর বড়লোক বাপের ছেলেদের নাম লেখা আছে । তবে অনেকের ধারনা কেবল এই নামের তালিকা কেবল পাড়ার মধ্যেই সীমাবদ্ধ নয় । পাড়ার আসে পাশের এলাকার জন্যও সমান ভাবে প্রজেয্য ।
প্রত্যেক মাসে একবার করে লটারী করে । যার নাম ওঠে সেই একবার তাকে নাকানী চোবানী খাওয়ায় ।
আর আমাদের পাড়ার ছেলে গুলা হাঁদার মত অপেক্ষা করে থাকে যে কখন তার নাম্বর আসবে ! অবশ্য ওদের দোষ দিয়ে লাভ কি এই সুপ্ত বাসনাটা আমার নিজের মনেও আছে ।
কিন্তু অন্যরা যেমন প্রকাশ করে আমি করি না । এমন একটা ভাব যে ওসব মিলিফিলির টাইম নাই ।
কিন্তু কয়দিন থেকেই উড়া উড়া খবর শুনতে পেলাম যে মিলির লটারীতে নাকি এবার আমার নাম উঠেছে । অবশ্য এটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই । কারন এ খবর উড়ো হবার সম্ভাবনাই বেশি ।
আমার দিকে মিলির নজর পরার সম্ভাবনা খুবই কম । আমি যতদুর জানি মিলির নজরে আসার জন্য সাধারন তিনটা গুন থাকা অবশ্যক ।
প্রথমটা হল ছেলেকে অবশ্যই সুদর্শন হতে হবে । যা আমি মোটেই নেই ।
ছেলের পকেট গরম থাকতে হব । আমার পকেট বরাবরই ঠান্ডা । বাবা খুব গুনে গুনে আমাকে পকেট মানি দেয় ।
তার কথা হচ্ছে আমি খেতে দিচ্ছি পরতে দিচ্ছি এমন কি দরকার আছে যে তার জন্য আলাদা করে টাকা দিতে হবে !
আর তিন নম্বরটা হল ... কি যেন ?
তুহিন সেদিন বলেছিল । এখন মনে পড়ছে না ।
তবে আমার একটা প্লাস পয়েন্ট আছে যেটা আর কারো নেই । মিলি আমার ছোট বোন লাবনীর বান্ধবী ।
আর প্রায় দিনই মিলি আমাদের বাসায় আছে । ওর সাথে চোখাচোখি হয় । মাঝে মধ্যে আমার দিকে তাকিয়ে একটু হাসি দেয় ।
আর ভাগ্য খুব ভাল হলে বলে সুমন ভাই, ভাল আছেন ?
দুপুর বেলা বসে বসে এসব কথাই ভাবছি এমন সময় কলিং বেল বেজে উঠল । এই দুপুর বেলা করে কে এল ?
এই সময়টাতে বাসার সবাই ঘুমিয়ে থাকে । সুতরাং আমাকেই দরজা খুলতে হল । দরজা খুলে বুকের মধ্যে ছোটখাটো একটা ধাক্কার মত খেলাম ।
মিলি দাড়িয়ে !!
সাদা রংয়ের একটা সেলোয়ার কামিজ পরা । কাধে একটা ব্যাগ ।
সত্যি বলতে কি আমি কিছুক্ষনের জন্য কোথায় যেন হারিয়ে গেলাম ।
এমনিতেই ওর চেহারা সুন্দর কিন্তু এই শাদাতে ওকে একদম অপ্সরীর মত লাগছে ।
মনে হচ্ছে যেন ...
-সুমন ভাই ! লাবনী আছে না ?
মিলির কথায় বাস্তবে ফিরে এলাম ।
-হ্যা ? ও হ্যা আছে । ও ওর ঘরেই আছে । যাও ।
মিলি আমার পাশ দিয়ে লাবনীর ঘরের দিকে চলে গেল । মিলি যখন আমার পাশ দিয়ে যাচ্ছিল একটা মোহনীও সুবাশ ওর গা থেকে আসছিল ।
আমাকে আবিষ্ট করে ফেল ।
তখন বার বার মনে হচ্ছিল ইস যদি ঐ গুজবটা সত্যি ভাল হত !
মাসখানের জন্য মিলির পয়ফ্রেন্ড হওয়াটা খারাপ কিছু না । ঘরে এসে কেবল এই কথা গুলোই ভাবছিলাম । নিজের মনের ভিতর কেমন জানি একটা অস্থিরতা অনুভব করছিলাম ।
-সুমন ভাই ! আসবো ?
দরজায় দেখলাম মিলি উকি দিয়েছে । আমার বুকের ধকধকানী বেড়ে গেল । বললাম
-এসো ।
মিলি একটু লজ্জা মিশ্রত হাসি দিল । বলল
-লাবনী এখনও ঘুমাচ্ছে । ওকে ডাকতে ইচ্ছা হল না । ওর ঘুম ভাঙ্গা পর্যন্ত আপনার সাথে একটু গল্প করবো যদি কিছু মনে না করেন ?
মনে করবো ? তোমার সাথে গল্প করবো এতে আমি আবার কিছু মনে করবো ? আমি মনের কথা গুলো মুখে বলতে পায়লাম না । বললাম
-না না কোন সমস্যা নাই ।
মিলি টুকটাক কথা বলতে লাগল । মাঝে মাঝে একটু হাসছে । আমার ভাল লাগছে খুব । আল্লাহর কাছে দোয়া করলাম লাবনী যে আজ সন্ধ্যা পর্যন্ত ঘুমায় । তাহলে মিলিয় সাথে সন্ধ্যা পর্যন্ত গল্প করতে পারবো ।
ওয়াও ! হঠাত্ মিলি বলল
-আচ্ছা সুমন ভাই আপনার গার্লফ্রেন্ড নেই কেন ?
-নেই এমনি ! আসলে মেয়েরা যেমন ছেলে চায় আমি হয়তো ওমন ছেলে নই ।
-কেন ! আমার তো তা মনে হয় না ।
কথাটা বলে মিলি অদ্ভুদ ভাবে হাসলো । এমন কথা মিলি আগে কখনও বলে নি । আমার মনে হল গুজবটা আসলে মিথ্যা নয় ।
হঠাত্ নিজেকে কেমন জানি ছোট মনে হল । মনে হল এই মেয়েটা আমার সাথে একমাসের জন্য রিলেশন করবে তার পর ছেড়ে দিবে !
এতোই সোজা ?
না তা হবে না !
খানিকটা কঠিন গলায় বললাম
-আসলে এক মাসের জন্য রিলেলন করতে আমি প্রস্তুত নই ।
-মানে ?
-এখন কার মেয়েরা ছেলেদের সাথে কেবল টাইম পাস করে । মন ভরে গেলে ছেড়ে দেয় । এমন মেয়ে আভার দরকার নাই । এরকম মেয়েকে আমি পছন্দও করি না ।
মিলি বুঝতে পেরেছে যে কথা গুলো আমি ওকে উদ্দেশ্য করেই বলেছি । দেখলাম ওর উজ্জল মুখটা কেমন কালো হয়ে গেল । একটু পর ও উঠে চলে গেল ।
তার কিছুক্ষন পয় দেখলাম লাবনী আমার ঘরে এল । বলল
-তুই মিলিকে কি বললি রে ?
-কেন ? ও এমন কাঁদতে কাঁদতে চলে গেল কেন ?
-কই আমি এমন কিছুতো বলি নি !
লাবনী কেমন সন্দেহের চোখে তাকাল আমার দিকে । কিন্তু আর কিছু বলল না ।
পরদিন সকালবেলা লাবনি আমাকে একটা খাম দিয়ে বলল
-এটা মিলি তোকে দিয়েছে । আর না জেনে মানুষের মনে কষ্ট দেওয়াটা ঠিক না ।
-মানে কি ?
-মানে এটা পড় । পড়লেই বুঝতে পারবি ।
লাবনী চলে গেল । আমি খামটা খুললাম ।
সুমন ভাই । ভাইটা লিখে আবার কেটে দিয়েছে । মিলি লিখেছে
আমি কখনও ভাবিনি আপনি আমাকে এমনটা কথা বলবেন । পাড়ার মানুষ আমাকে নিয়ে কেন এসব বলে আমি জানি না । হ্যা এটা সত্যি যে আমি সবার সাথে কথা বলি । হাসাহাসি করি । এটা একটা কারন হতে পারে ! কিন্তু আমি বিশ্বাস করুন আমার কোন বয়ফ্রেন্ড ছিল না । কোন কালেই না । আপনাদের এই এলাকাতে আসার পর কেবল আপনাকেই আমি পছন্দ করেছি । মনে প্রানে চেয়েছি । আর আমি আপনাদের বাসায় যেতাম কেবল আপনাকে একটা বার দেখার জন্য । কেবল আপনাকে ..
তবুও যদি আপনার আমার কথা বিশ্বাস না হয় অন্তত শেষ বারের মত আপনি আমার সামনে আসুন । আমার দিকে একবার তাকিয়ে দেখুন । আমার বিশ্বাস আমার চোখের দিকে একবার তাকালে আপনি বুঝবেন আমি মিথ্যা কথা বলছি না ।
আজ বিকালে আমি আপনাদের ছাদে আপনার জন্য ওয়েট করবো । যদি ইচ্ছা হয় আপনি একবার আসবেন ।
আমি চিঠিটা পড়ে খানিকক্ষন চুপ করে থাকলাম । কি করবো ঠিক বুঝতে পারলাম না ।
সত্যি কি মিলি আমাকে ভালবাসে ? আমি এতো দিন বুঝতে পারি নি ? তাহলে ওর নামে যে এতো কথা শুনি ! অবশ্য নিজে কথনও আমি দেখি নি । সব শুনেছি । তাহলে কি করবো এখন ?
যাবো কি ?
যাবো না মানে ? অবশ্যই যাবো ।
০১ লা জুন, ২০১২ রাত ১১:৩৬
অপু তানভীর বলেছেন: কিছু হবে না গো!!!!! সে যেখানে ঐ খানেই থাকবে!!!
২| ০১ লা জুন, ২০১২ দুপুর ২:৫৩
ইসাকুল বলেছেন: যাইয়েন না ভাই আমার
সব মিথ্যা কথা, সব মোহ, সব ফাঁদ
০১ লা জুন, ২০১২ রাত ১১:৩৭
অপু তানভীর বলেছেন:
না যইয়া কি উপায় আছে??
৩| ০১ লা জুন, ২০১২ দুপুর ২:৫৪
সাইফুল শরিফ বলেছেন: ভাই, আপনি পারেন ও , সবগুলো গল্পই ভাল লাগে আমার, ++++++্
০১ লা জুন, ২০১২ রাত ১১:৩৮
অপু তানভীর বলেছেন:
৪| ০১ লা জুন, ২০১২ বিকাল ৩:০৬
সকাল ও সারিকা বলেছেন: ভালো লেগেছে।
০১ লা জুন, ২০১২ রাত ১১:৩৮
অপু তানভীর বলেছেন:
৫| ০১ লা জুন, ২০১২ বিকাল ৩:০৯
ShusthoChinta বলেছেন: মানুষের মনের ফ্যান্টাসি যতদূর পর্যন্ত যেতে পারে আপনি তার সবটুকুই নিয়ে আসতে পারেন আপনার গল্পে,এককথায় অনবদ্য!
০১ লা জুন, ২০১২ রাত ১১:৩৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৬| ০১ লা জুন, ২০১২ বিকাল ৩:১০
শফিউল আলম চৌধূরী বলেছেন: মিলির দিকে ভুইলাও তাকাইয়েন না। যাহা রটে, তার কিছুটা সত্যও বটে।
০১ লা জুন, ২০১২ রাত ১১:৩৯
অপু তানভীর বলেছেন: প্রেম অন্ধ ভাই !!! আমি তো যামুই
৭| ০১ লা জুন, ২০১২ বিকাল ৩:৩৮
ঈষাম বলেছেন: চরম হৈছে মামা!অছাম!
০১ লা জুন, ২০১২ রাত ১১:৪২
অপু তানভীর বলেছেন: থেঙ্কু ঈষু মিয়া !!
৮| ০১ লা জুন, ২০১২ বিকাল ৩:৪৩
দুঃখ বিলাসি বলেছেন:
০১ লা জুন, ২০১২ রাত ১১:৪২
অপু তানভীর বলেছেন:
৯| ০১ লা জুন, ২০১২ বিকাল ৪:০৭
কালীদাস বলেছেন: ভাষা হারাইলাম
০১ লা জুন, ২০১২ রাত ১১:৪৩
অপু তানভীর বলেছেন:
১০| ০১ লা জুন, ২০১২ বিকাল ৫:০৫
অপরাজেয়আমি বলেছেন: নিশিপু........দৌড়ান দেয় নাইক্কা এখনওওওওওওওওওওও
সুন্দর হইছে ভাইজান।
০১ লা জুন, ২০১২ রাত ১১:৪৪
অপু তানভীর বলেছেন:
১১| ০১ লা জুন, ২০১২ বিকাল ৫:২৪
মেহদী১০ বলেছেন: গল্প নাকি সত্যি । লেখা ভালা অইছে ।
আফসুস এমনভাবে কেউ লাব লেটার ডিলো না ....
০১ লা জুন, ২০১২ রাত ১১:৪৫
অপু তানভীর বলেছেন: গল্প ভাই ! বাস্তবে এমনটা হয় নাকি??
১২| ০১ লা জুন, ২০১২ বিকাল ৫:৩০
জালিস মাহমুদ বলেছেন: প্রেমপত্রের খেতা পুড়ি ।
০১ লা জুন, ২০১২ রাত ১১:৪৬
অপু তানভীর বলেছেন:
১৩| ০১ লা জুন, ২০১২ বিকাল ৫:৫৪
মিজভী বাপ্পা বলেছেন: শোনা কথায় কান দিতে নেই আবার দিতেও হয়।গিয়ে দেখুন,কি হয় পরে আপডেট দিয়েন।
তবে একটা অনুরোধ রাখবেন,যতদিন ভালবাসবেন ততদিন তাকে থেকে ও নেই মনে করবেন(বিয়ের আগ পর্যন্ত,বিয়ের পর মন দিল খুলে ভালবাসবেন)।আর নিজেকে ব্যস্ত রাখবেন।কারণ আমরা ছেলেরা এতটাই ইমোশনাল লাভ করে বসি যে,ছ্যাকা খেলে পুরাই ব্যাঁকা হয়ে যায়।
ইস আমার জীবনে একটা লাভলু জুটল না রে ভাই
০১ লা জুন, ২০১২ রাত ১১:৪৮
অপু তানভীর বলেছেন:
ভাইজান এইটা কিন্তু গল্প !! তাই আপনার কথা গুলার উত্তর দিলাম না !!
১৪| ০১ লা জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩১
কুট্টুশ বলেছেন: যান যান তাড়াতাড়ি ছাদে যান,তয় যাওনের আগে টিয়া পাখিটারে আমারে দিয়া যান!!!
০১ লা জুন, ২০১২ রাত ১১:৪৯
অপু তানভীর বলেছেন: আহা শখ কত !!!
১৫| ০১ লা জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩১
কুট্টুশ বলেছেন: যান যান তাড়াতাড়ি ছাদে যান,তয় যাওনের আগে টিয়া পাখিটারে আমারে দিয়া যান!!!
০১ লা জুন, ২০১২ রাত ১১:৪৯
অপু তানভীর বলেছেন:
১৬| ০১ লা জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪২
বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: সবই ধোকা
০১ লা জুন, ২০১২ রাত ১১:৫০
অপু তানভীর বলেছেন: কয়বার ধোকা খাইছেন????
১৭| ০১ লা জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
জেমস বন্ড বলেছেন: জলদি যান কুইক
০১ লা জুন, ২০১২ রাত ১১:৫২
অপু তানভীর বলেছেন: যাইতেছি ........। এই কথা আবার কয়ন লাগবো নি
১৮| ০১ লা জুন, ২০১২ রাত ৮:৩৮
অন্ধকারের রাজপুত্র বলেছেন: মিলি.......
মনের সেই ক্ষতটা আজো দগদগে.......
পুরানা স্বৃতি মনে করিয়ে দিলেন......
বরাবরের মতোই সুন্দর হইসে... প্লাস
০১ লা জুন, ২০১২ রাত ১১:৫৩
অপু তানভীর বলেছেন: ঘটনা খ্যুল্লা কন মিয়া ??? নতুন গল্প লিখি !
১৯| ০১ লা জুন, ২০১২ রাত ১০:০১
ইন্সিত বলেছেন: আমার মিলি... সে এক ইতিহাস। অনেক মিস করি সেই দিনগুলো।
০১ লা জুন, ২০১২ রাত ১১:৫৩
অপু তানভীর বলেছেন: কি ইতিহাস?? জাতি জানতে চায়!!!
২০| ০১ লা জুন, ২০১২ রাত ১০:৪৩
রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: আপনে তো গিয়া যাইয়া বসে থাকবেন। পাবলিক জানে।
০১ লা জুন, ২০১২ রাত ১১:৫৫
অপু তানভীর বলেছেন:
অলরেডি বইস্যা আছি !!
২১| ০১ লা জুন, ২০১২ রাত ১১:৫৪
সায়েম মুন বলেছেন: আর কত
আপনের নাম হওয়া উচিত রোমান্টিক তানভীর
০১ লা জুন, ২০১২ রাত ১১:৫৬
অপু তানভীর বলেছেন:
২২| ০২ রা জুন, ২০১২ রাত ১:৩৭
রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: সায়েম মুন বলেছেন: আর কত
আপনের নাম হওয়া উচিত রোমান্টিক তানভীর
০২ রা জুন, ২০১২ রাত ১:৫২
অপু তানভীর বলেছেন:
২৩| ০২ রা জুন, ২০১২ রাত ৩:১১
ফারিয়া বলেছেন: গল্প কি শেষ?
অসমাপ্ত, তবে এভাবে কৌতুহল রেখে দেয়াটা খারাপ লাগেনা, যার যার ইচ্ছা মত শেষটা তৈরি করে নিতে পারে সবাই।
০২ রা জুন, ২০১২ সকাল ৯:৫৩
অপু তানভীর বলেছেন: আপু, আপনি কোথায় ছিলেন এতো দিন ?
কতদিন পর এলেন ??
ভাল আছেন তো??
২৪| ০২ রা জুন, ২০১২ ভোর ৪:১৩
মুনসী১৬১২ বলেছেন: জ।লিস বলেছেন: প্রেমপত্রের খেতা পুড়ি ।
০২ রা জুন, ২০১২ সকাল ৯:৫৩
অপু তানভীর বলেছেন:
২৫| ০২ রা জুন, ২০১২ সকাল ১০:১৯
সপ্নহীন আমি বলেছেন: এইবার কিন্তুক হাচা কথা কইতাছি... সরাসরি থ্রেট... আরেক বার যদি এইরকম করছেন তো ... বোরকাওয়ালী রে হারাইবেন...
নিশিরে নিয়া তখন দেখবেন আমি ই লেখা শুরু কইরা দিছি...
০২ রা জুন, ২০১২ সকাল ১০:৪৯
অপু তানভীর বলেছেন: নিশি আমার প্যটেন্ট করা ! তারে নিয়া লিখলে কেইস কইরা দিমু
২৬| ০২ রা জুন, ২০১২ দুপুর ২:৫৩
আমি তুমি আমরা বলেছেন: নিশি আইসা দৌড়ানি দিব কইলাম
০২ রা জুন, ২০১২ বিকাল ৩:১১
অপু তানভীর বলেছেন: আমি দৌড়ানোর জন্য রেডিই আছি
২৭| ০২ রা জুন, ২০১২ রাত ১০:৪০
মাহী ফ্লোরা বলেছেন: গিয়েই দেখেন! কপালে ছ্যাঁকা লেখা তাই টানতেছে মিলি!
০৩ রা জুন, ২০১২ সকাল ৮:০৬
অপু তানভীর বলেছেন:
২৮| ০৩ রা জুন, ২০১২ রাত ১:৩৭
ফারিয়া বলেছেন: ব্লগে আসা হয়নি ব্যস্ত ছিলাম বলে, আপনি কেমন আছেন?
০৩ রা জুন, ২০১২ সকাল ৮:০৬
অপু তানভীর বলেছেন: হুম । আমি ভাল আছি !!
২৯| ০৬ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:০২
মাইশাআক্তার বলেছেন: ভাল লাগে নাইক্কা, এত্ত পেরেম আসে কই থিকা
১৫ ই জুন, ২০১২ দুপুর ১:৩৯
অপু তানভীর বলেছেন: না লাগলে আর কি করবো আপু!!!!
৩০| ০৬ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৬
পোষ্টপেইড বলেছেন: এটা কোন রম্য না তারপরও এটা পইড়া ক্যান জানি হো হো কইরা হাইসা উঠলাম
তাও আবার অফিসে।
বলার কিছুই নাই
১৫ ই জুন, ২০১২ দুপুর ১:৩৯
অপু তানভীর বলেছেন:
৩১| ২০ শে জুন, ২০১২ দুপুর ১২:৫৮
সুদীপ্ত কর বলেছেন:
২০ শে জুন, ২০১২ দুপুর ২:১৯
অপু তানভীর বলেছেন:
৩২| ২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫৭
অহন_৮০ বলেছেন: ভাই...... কোনটা আসল
২৬ শে জুন, ২০১২ রাত ১১:১৫
অপু তানভীর বলেছেন: কোনটাই না............
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১২ দুপুর ২:৪৮
নাইটফল বলেছেন: নিশির কি হপে গো