![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১ম পর্ব
২য় পর্ব
“তুই এখনও জেগে আছিস কেন ? শরীর খারাপ লাগছে ? জ্বর এসেছে নাকি ?” আম্মু আমার কপালে হাত রাখলো ।
নিশ্চই পানি খেতে উঠেছিল । ঘরে লাইট জ্বলতে দেখে আমার এসেছে । আর আমাকে জেগে থাকতে দেখে নিশ্চই খুব অবাক হয়েছে । আমি আমার জীবনে কথনই রাত জাগিনি । আর এখন বাজে প্রায় ভোর চার টা । এতো রাত পর্যন্ত জেগে থাকার তো প্রশ্নই আসে না ।
“ কিছু হয় নি আম্মু । তুমি যাও ।“
“কি হয়েছে বল আমাকে ?”
“ বললাম তো কিছু হয়নি । তুমি যাও তো ।“
আম্মু অনিচ্ছা সত্তেও চলে গেল । আম্মুকে দোষ দিয়ে লাভ কি ? আমি যে এতো রাত পর্যন্ত জেগে আছি, আমার যে চোখে ঘুম আসছে না এইটা আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না । কিন্তু ঈশিতার সাথে আজ যা হল তা আমার সব কিছু এলোমেলো করে দিয়েছে । বিকাল বেলা ও যখন বলল যে আমাকে ও ভালবাসে কেমন জানি একটা অচেনা অনুভূতি বুকের মধ্যে দিয়ে বয়ে গিয়েছিল । তারপর খুব একটা কথা বলি নি ওর সাথে । বলতে পারি নি । ঈশিতাও যেন একেবারে নিশ্চুপ হয়ে গিয়েছিল । দুজন পুকুর পাড়ে বসে ছিলাম অনেক্ষন ।
এক সময় ও বলে উঠল চল যাওয়া যাক । ততক্ষনে প্রায় অন্ধকার হয়ে এসেছে । ওর সাথে সাথে হাটতে কেমন জানি অসস্থি লাগছিল ।
রিক্সা ঠিক করতে করতে ঈশিতা বলল “আমাকে বাসা পর্যন্ত পৌছে দিবি ?”
“ চল ।“
রিক্সা চলছে । ঈশিতা আমার পাশে বসে আছে । হঠা্ৎ ঈশিতা আমার হাত ধরল । আশ্চার্য এক অনুভূতি হয়েছিল । তখন কেন জানি মনে হয়েছিল যে আমার হাত ধরা এই মেয়েটি আমার বড় আপন কেউ । খুব কাছের কেউ !
ঈশিতা বলল “রিক্সার হুড টা একটু তুলে দে ।“
অন্য সময় হলে জানতে চাইতাম কেন । কিছু বললাম না । হুড তুলে দিলাম । আমি তখন কল্পনাও করতে পারি নি যে ও কেন হুড তুলতে বলছে ।
ঈশিতা বলল “তুমি হয়তো আমাকে খারাপ ভাববে !”
মনে মনে বললাম আবার তুমি !
ও বলেই চলল “খারাপ ভাবলে ভাবো কিন্তু এই সুযোগটা হয়তো আমার জীবনে আর নাও আসতে পারে । তাই আমি ...... “
ও আর কোন কথা বলল না ।
আমাকে জড়িয়ে ধরে চুম খেলো ।
প্রথমে আমার গালে ।
তারপর ঠোঁটে ।
একবার ।
দুবার ।
তারপর আরো একবার ।
আমি ..... আমি বুঝতেই পারছিলাম কি হচ্ছে । ও যখন আমার ঠোট থেকে ওর ঠোট সরালো তখন রিক্সা প্রায় ওদের বাড়ির সামনে চলে এসেছে ।
রিক্সা ওয়ালাকে থামতে বলে এক দৌড়ে বাড়ির মধ্যে চলে গেল । আছি কিছুক্ষন মুর্তির মত বসে থাকলাম । যখন রিক্সা ওয়ালাকে ঘুরতে বললাম উপরে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে ওদের জানালা দিয়ে । অদ্ভুদ সেই ঘোর লাগা দৃষ্টিতে । সারা রাস্তা আমি আর কিছুই চিন্তা করতে পারি নি । এমন কি এখনও আমি আর কিছুই চিন্তা করতে পারছি না । কেবল ওকে নিয়ে ভাবছি । মনে হচ্ছে আমার চারিপাশে কেবল ঈশিতাই আছে । ও ছাড়া আর কিছুই নাই ।
সত্যি তো ও যখন আমার সাথে থাকে সব কিছু অন্যরকম লাগে । যখন ও বাসায় যাওয়ার জন্য আমাকে ছেড়ে যায় তখন কেন জানি আমার খারাপ লাখে । যদিও কাল দেখা হবে একথা জানার পরও ওকে রেখে আসতেই ইচ্ছাই হয়না । ও যখন অন্য কোন ছেলের সাথে কথা বলতো কেন জানি আমার ভাললাগতো না । এই নিয়ে ওর সাথে কথা কাটাকাটিও হয়েছে । এই অনুভূতি গুলো এতো দিন আমি ধরতে পারি নি । আজ ও কত সহজ ভাবেই না আমাকে জানিয়ে দিল ।
ওকে যখন ফোন দিলাম তখন প্রায় ভোর হয়ে গেছে । ভেবেছিলাম ও হয়তো ঘুমাচ্ছে । প্রথম বার রিং বাজার পরই ও ফোন ধরল ।
“ঘুমাও নি ।“
আমি কি বলব বুঝতে পারছিলাম না । বললাম “না”
তারপর দীর্ঘ নিরবতা ।
“ ঈশিতা ।“
“ বলো আমি শুনছি ।“
“আমি……… আমিও ভালবাসি ।“
"কাকে"
"তোকে"
“ তোকে ??...... এতো সুন্দর কথাটা আর একটু সুন্দর করে বলো । please”
“ সরি । ঈশিতা আমিও ভালবাসি..............তোমাকে ।।“
২২ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:০১
অপু তানভীর বলেছেন: আপনাদের জন্যই লেখা । যদি আপনাদের ভালো লাগে তাহলে আরো লিখবো । মন্তব্যের জন্য ধন্যবাদ ।
২| ২১ শে অক্টোবর, ২০১১ রাত ৯:২৬
তাসনিয়া বলেছেন: খুব রোমান্টিক। :#> :#> :!> :!> ভালো লাগলো!!!! আরো লিখবেন
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
৩| ২১ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৩৬
মহান পংকজ বলেছেন: অসাধারণ লাগছে ভাই, আপনার আগের লেখাটাও কালকে পড়েছি কিন্তু কমেন্ট করতে পারিনি। আজকে ঢুকেই আপনার লেখার শেষটা পড়লাম অনেক ভালো লাগলো।
তবে লেখাটা আগে পড়েছি বলে মনে হচ্ছে বিশেষত সামুতেই। আপনি কি আগে দিয়েছিলেন? দ্বিতীয় অংশটা কমন লাগলো।
২২ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:৫৮
অপু তানভীর বলেছেন: ভালোবাসার গল্পো গুলা মোটামুটি প্রায় একই রকমের হয় । তাই হয়তো কমন লেগেছে । তবে ভালো লেগেছে জেনে ভালো লাগলো
৪| ২১ শে অক্টোবর, ২০১১ রাত ১১:০৮
অ্যামাটার বলেছেন: অতি রোমান্টিক!
২৮ শে মার্চ, ২০১২ রাত ১০:৩৯
অপু তানভীর বলেছেন: হুম ।
৫| ২২ শে অক্টোবর, ২০১১ রাত ১২:২০
হতাস৮৮ বলেছেন: রোমান্টিক...........খুবই ভাল হয়েছে...।
২২ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:৫৯
অপু তানভীর বলেছেন: ভালো লাগলে আরো লিখবো ।
৬| ২৩ শে অক্টোবর, ২০১১ রাত ১১:১৬
জাহুমুজামা বলেছেন: জটিল ভাই...জটিল...আরো পাবো আশা রাখি।
২৮ শে মার্চ, ২০১২ রাত ১০:৪০
অপু তানভীর বলেছেন:
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৯
অণুজীব বলেছেন:
২৮ শে মার্চ, ২০১২ রাত ১০:৪০
অপু তানভীর বলেছেন:
৮| ০৪ ঠা জুন, ২০১২ ভোর ৫:০৬
দুঃখ বিলাসি বলেছেন:
০৬ ই জুন, ২০১২ দুপুর ১২:৩৯
অপু তানভীর বলেছেন:
৯| ০৪ ঠা জুন, ২০১২ ভোর ৫:১৪
জালিস মাহমুদ বলেছেন: সরি তোমাকে ভালোবাসি
০৬ ই জুন, ২০১২ দুপুর ১২:৪০
অপু তানভীর বলেছেন:
১০| ১৩ ই জুন, ২০১২ সকাল ১১:৪৩
কুট্টুশ বলেছেন: ++++
১৫ ই জুন, ২০১২ দুপুর ১:৪৬
অপু তানভীর বলেছেন:
১১| ২০ শে জুন, ২০১২ দুপুর ১:০৩
নীলজোঁনাক বলেছেন: এতো সুন্দর কথাটা আর একটু সুন্দর করে বলো
০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:২৫
অপু তানভীর বলেছেন: বলেছে না ??
১২| ০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:১৪
লেখাজোকা শামীম বলেছেন: দারুণ।
০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:২৫
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১১ রাত ৯:১৮
নুপুরের রিনিঝিনি বলেছেন: ঈশিতা ভাগ্যবতী মেয়ে...গল্প ভালো লাগলো :-) আপনি তো চমৎকার লেখেন!!