নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারমুক্ত ব্লগ : ভুলেও ঢুকিস না!!!

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

অমি রহমান পিয়াল

বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ ........................ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী : শেষ জমানায় কিছু প্রতারক সৃষ্টি হবে। তারা ধর্মের নামে দুনিয়া শিকার করবে। তারা মানুষের নিকট নিজেদের সাধুতা প্রকাশ ও মানুষকে প্রভাবিত করার জন্য ভেড়ার চামড়ার পোষাক পড়বে (মানুষের কল্যাণকারী সাজবে)। তাদের রসনা হবে চিনির চেয়ে মিষ্টি। কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ের হৃদয়ের মতো হিংস্র। (তিরমিজী)

অমি রহমান পিয়াল › বিস্তারিত পোস্টঃ

মোঃ মেহেদি হাসান মেহেদির একটি টেলি সাক্ষাতকার

২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৫৮

: মেহেদি বলছেন?

: বলছি।

: আচ্ছা আপনার এই ভূয়া নাম্বারিংয়ের ব্যাপারটা কি?

যা বললেন সেটা এই ব্লগে লেখা আছে Click This Link



: এটা কেনো হচ্ছে বলে মনে করেন?



: উত্তর ওই লিংকে পাবেন



: আপনি কি রাজনীতি করেন?

: নাহ।

:রাজনীতি করলে সুবিধা পেতেন মনে হয়

: হয়তো পেতাম। আসলে আমাদের বিভাগে লিগের ছেলেপুলে বেশী তো

: আপনি কি শিবির করেন?

: ঠিক শিবির করি না, তবে শিবিরের বন্ধু বেশি

: তাহলে আপনাকে ওরা শিবির করেন বলে সন্দেহ করে?

: তা করে

: কেনো মিছিল করেন?

: নাহ মিছিল করি না। তবে বিভিন্ন অনুষ্ঠানে আলোচনা সভায় যাই

: আপনি ব্লগে এসব লিখেন কেনো? সরাসরি রাষ্ট্রপতিকে লিখেন?

: ব্লগে লিখলেই তো রাষ্ট্রপতি পড়তে পারবেন। তারও ওয়েব সাইট আছে



: আপনি কি চান আমরা আপনার প্রতি এই অবিচারের প্রতিকার চেয়ে একটা রিট আবেদন করি?

: করতে পারেন

: আপনার রুগি দেখা কেমন চলছে?

: ভালোই।

: কত ভিজিট নেন?

:১০০টাকা

:ওষুধ দেন?

: সেটা নির্ভর করে রুগির উপর। রুগি বুঝে ওষুধ দিতে হয়। যদি মনোসমীক্ষায় কাজ হয় তাহলে আর ওষুধ দিতে হয় না

:আপনার ন্যাশনাল জিওগ্রাফিকের খবর কি?

:ওরা খালি এই সেই কুইজ করে এটা করে সেটা করে, কিন্তু আমেরিকা নিতে চায় না। আমি এপ্লিকেশন করেছি, বলে রাষ্ট্রপতিকে বলো

: আপনার শেষ কবিতাটা অশ্লীল ছিলো

: লিখলাম অশ্লীল করে। কিছু সহজ কথা অশ্লীল করে বলতে হয়

: কোন নায়িকাকে নিয়ে লেখছেন?

: শ্রাবন্তী। দুই বছর আগে ইত্যাদির একটা নাচের অনুষ্ঠানে এসেছিলো আমাদের এদিকে। আমি দর্শক হিসেবে তাকে ভোগ করেছি (উপভোগ হবে মনে হয়)

: কিন্তু কোন নায়িকাকে ইন্টারনেটে ডেকে ধর্ষণ করে?

:এটা একটা গভীর চাল। এখানের রিকশাওয়ালা, তারপর ভ্যানওয়ালাদের একটা দল আছে

: সবাই রাজশাহীর।

: জ্বি

: আপনি কিভাবে ব্লগিং করেন?

: সাইবার ক্যাফে থেকে

আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। এটা ব্লগে সাক্ষাতকার হিসেবে তুলে দিতে চাই

: আপনার নাম কি?

: পিয়াল

: ও ভালো হলো তাহলে আমার পোস্টের লিংকটাও দিয়েন।

মন্তব্য ৬৩ টি রেটিং +২৭/-৩

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:০২

হিডেন স্ট্রিট বলেছেন: মউলিক লেখা। প্লাস দিলাম।

২| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:০৩

নাজিরুল হক বলেছেন: :)

৩| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:০৪

হাসিব মাহমুদ বলেছেন: পুরা চিয়ার থিকা পৈড়া গেলাম

৪| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:০৫

মুকুল বলেছেন: =p~

৫| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:০৮

মুকুল বলেছেন: জনগুরুত্বপূর্ণসম্পন্ন সাক্ষাৎকারটি কোন জাতীয় দৈনিকে ছাপানোর দাবি জানাচ্ছি।

৬| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:০৯

শান্তির দেবদূত বলেছেন: হা হা হা :) হাসতে হাসতে পুরা উল্টইয়া গেছি।

জয় গুরু .... মহা কবি মাইকেল মোহাম্মদ মেহেদি হাসান মেহেদী, বাঈ ;)

৭| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১১

আরিফ জেবতিক বলেছেন: ভার্চুয়াল মাইনাস দিলাম । সাক্ষাতকারটি সম্পূর্ণ হয় নি ।

রিক্সাওয়ালারা দল বেধে ইন্টারনেটে ডেকে এনে নায়িকা ধর্ষন করছে ...এই বিষয়টি বিশ্বে আলোড়িত হওয়ার মতো ঘটনা ।
এই বিষয়ে বিস্তারিত আলোকপাত হওয়া দরকার ।

তাছাড়া কাব্যালোচনাও হয় নি তেমন ।

৮| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১৫

মেন্টাল বলেছেন: মহাকবি কিভাবে শ্রাবন্তীকে ভোগ করলেন সে বিষয়ে একটা পোস্ট আশা করছি।

৯| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১৬

উন্মনা রহমান বলেছেন:
সুস্থ লোকেরা কি পাগলের সাক্ষাৎকার নিতে পারে?

১০| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১৭

gladiator বলেছেন:
এই বেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানসম্মান আর রাখলোনা কিছু।

১১| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১৮

gladiator বলেছেন:

রিক্সাওয়ালারা দল বেধে ইন্টারনেটে ডেকে এনে নায়িকা ধর্ষন !!!


১২| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১৮

স্বাপ্নিক বলেছেন: কবিতা নিয়ে আরো আলোচনা দরকার ছিল ... :)

১৩| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১৯

অমি রহমান পিয়াল বলেছেন: বাসায় প্রায় চলে গেছিলাম, ফিরে আসলাম গাড়ী মিস করে। সাক্ষাতকারটা নিছি পৌনে দশটায়, দশটায় অফিসের গাড়ি আসে। তাড়াহুড়োয় লিখছি। আরো ভালো করে হয়তো লেখা যেতো। গাড়ী চলে আসবে যে কোনো সময়। ততক্ষণ ব্লগাই

১৪| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:২০

আহমেদ শারফুদ্দীন বলেছেন:
খাইচে !

১৫| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:২০

হমপগ্র বলেছেন: জটিল হইছে!

মানে বুঝতেছি না!

১৬| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:২২

পজিটিভ বলেছেন: প্লাস

১৭| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:২৬

অমি রহমান পিয়াল বলেছেন: উনার সঙ্গে এপোয়েন্টমেন্ট করা আছে। আগামীকাল বিস্তারিত আলোচনা হবে

১৮| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:২৮

আরিফ জেবতিক বলেছেন: :ওরা খালি এই সেই কুইজ করে এটা করে সেটা করে, কিন্তু আমেরিকা নিতে চায় না। আমি এপ্লিকেশন করেছি, বলে রাষ্ট্রপতিকে বলো



**** খাইসে ! এ যে আরেক আমেরিকা প্রেমী দেখা যাচ্ছে । মেহেদী জিআরই দিচ্ছেন কি না এই বিষয়েও সাক্ষাতকারে কোন তথ্য দেখতে পাচ্ছি না ।

১৯| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৩০

অমি রহমান পিয়াল বলেছেন: বস টুইকা রাখেন। আগামীকাল বিস্তারিত দিব

২০| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৩১

রিয়াজ শাহেদ বলেছেন: পিয়াল ভাই, সাক্ষাৎকার নেয়ার সময় কি উনাকে অপ্রকৃতিস্থ মনে হচ্ছিলো? নাহলে এইসব কী কথা বলে?

২১| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৩৫

অমি রহমান পিয়াল বলেছেন: উনি খুবই সুস্থ স্বাভাবিক একজন মানুষ। তাকে পাগল ভাবার কোনো কারণ নেই। উনার ভাবনার স্টাইলটাই এরকম।

২২| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৪৭

জুেল মৃধা বলেছেন: রিক্সাওয়ালারা দল বেধে ইন্টারনেটে ডেকে এনে নায়িকা ধর্ষন করছে ...এই বিষয়টি বুঝতে পারছি না। আরো বিস্তারিত হলে ভাল হতো।

২৩| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৩৩

সারিয়া তাসনিম বলেছেন:
:)

২৪| ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১৮

প্রশ্নোত্তর বলেছেন:
শালার হাগু হয় না কয়দিন কে জানে!

২৫| ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৫

দস্যু বনহুর বলেছেন: গুরুর সেকখাতকার জব্বর হইছে। অনেকদিন আগে ভুয়া নাম্বারিং বিষয়টি নিয়া গুরুর সাথে বাৎচিদ হইছিলো - Click This Link

২৬| ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৩৯

হনলুলু বলেছেন: জয় গুরু......

জয় গুরু

জয় গুরু

২৭| ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৫২

নেমেসিস বলেছেন:
রিক্সাওয়ালারা দল বেধে ইন্টারনেটে ডেকে এনে নায়িকা ধর্ষন করছে ...এই বিষয়টি বিশ্বে আলোড়িত হওয়ার মতো ঘটনা ।
এই বিষয়ে বিস্তারিত আলোকপাত হওয়া দরকার ।


>>>>আরিফ ভাইয়ের সাথে একমত

২৮| ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৫৮

নীল-লোহিত বলেছেন: পোষ্ট টা ষ্টিকি করা হউক

২৯| ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০৩

রাসেল ( ........) বলেছেন: পিয়াল ভাই আপনি মিয়া মানুষ হইবেন না।

৩০| ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১৪

পথিক!!!!!!! বলেছেন: খাপ ছাড়া

৩১| ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৪৬

এস্কিমো বলেছেন: অপেক্ষায় থাকলাম পুরোটার জন্যে, বেশ মজার মানুষ।

৩২| ২৬ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২৬

রাশেদ বলেছেন: হা হা! ভালোই লাগছে।

৩৩| ২৬ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:৩১

হ্যারি সেলডন বলেছেন: পিয়ালভাই, আপনি মহাকবিকে নিয়ে মজা করতে চাচ্ছেন। আমরা গুরুর ভক্তরা তার উচিৎ জবাব দেব।

৩৪| ২৬ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:৩৮

সব্যসাচী বলেছেন:
হা হা হা দারুন।

৩৫| ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৫৪

বিষাক্ত মানুষ বলেছেন: জ্বালো জ্বালো আগুন জ্বালো
গুরু মেহদির কিচু হলে
জ্বলবে বেগুন ঘরে ঘরে

৩৬| ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪৮

মেহদী বলেছেন: ধন্যবাদ পিয়াল।

আরে শুনুন খুব সুন্দর করে সেজে রিকশায় সামনে দেখেছিলাম তাকে।দারুন!ঠিক রাত্রে ইত্যাদি প্রচারিত হয় তখন হাসির কারন ও উপেক্ষার কারন জানতে পারলাম।

৩৭| ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫০

মেহদী বলেছেন: পরের দিন কথা বলেননি।

২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪১

অমি রহমান পিয়াল বলেছেন: সময় পাই নাই বস। আপনার চেয়েও আমি এখন ব্যস্ত

৩৮| ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫১

চিকনমিয়া বলেছেন: @মেহদী ভাই
আমাকে কি একটু আন ব্লক করবেন?:(
আপনার বলগে কমেন্টস না করে খুব খারাপ লাগছে:(

৩৯| ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫১

চিকনমিয়া বলেছেন: :( পিয়াল ভাই
কমেন্টস মডারেটেড:(

৪০| ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫২

মেহদী বলেছেন: সময় রাত ৮ টা থেকে ৯ টা

৪১| ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫৩

মেহদী বলেছেন: কথা বলার

৪২| ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:০২

মেন্টাল বলেছেন: মহাকবি মেহদী আপনি কিভাবে শ্রাবন্তিকে ভোগ করেন একটু বিস্তারিত বলেন

৪৩| ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:০৪

কৌশিক বলেছেন: ওরে গুরু!

৪৪| ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৯

(অ)গাণিতিক বলেছেন: মৌলিক লেখা! পুরা সাড়া জাগানিয়া!!!

৪৫| ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩৬

চির সবুজ বলেছেন: ঝাক্কাস গুরু ঝাক্কাস।

৪৬| ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪৩

ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: দুর্দান্ত। তবে ফিনিশিংটা মনঃপুত হয়নি। তারপরেও +

৪৭| ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪৪

প্রলয় হাসান বলেছেন: মহাকবির কোথায় যেন একটা প্রকট সমস্যা আছে! ঠিক ধরা যাচ্ছে না, মনসমীক্ষক বলে কথা!
=p~

এই পোস্টে কবি ৪ টা মন্তব্য করেছেন। সেগুলোর মর্ম উদ্ধার করতে আমার কালঘাম বেরিয়ে গেছে!মহাকবি বলে কথা!:(

৪৮| ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪৪

ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: দুর্দান্ত! তবে ফিনিমিংটা মনঃপুত হয়নি। তারপরেও +

৪৯| ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪৬

ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: আপনার পোস্টে কী কমেন্ট মডারেটেড?

৫০| ২৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৫২

মেহদী বলেছেন: কবিতা পড়েই তো বোঝেন।তাছাড়া সবাই একটু বাড়িয়ে বলে কোথায় ও আর কোথায় আমি।

৫১| ২৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

চিকনমিয়া বলেছেন: মেহদী ভাইগোওও, আমারে আনবলক করেন না পিলিচ
আফনের পায়ে ধরি:(

৫২| ০১ লা মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

মেহদী বলেছেন: উন্মনা মেড

৫৩| ০২ রা মে, ২০০৮ রাত ২:৪৯

কামাল ভাই বলেছেন: এই ল্যাখাটা পইড়া আমি মেহোদির ফ্যান হইয়া গেলাম৷ এরম লুকই ত খুজতাছিলাম

৫৪| ০২ রা মে, ২০০৮ রাত ৩:০৭

এস্কিমো বলেছেন: আমিও মেহেদী ভাইএর ফ্যান হইয়া গেলাম।

৫৫| ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:০৮

হাসান মাহবুব বলেছেন: সিরাম লোক!

৫৬| ২৭ শে মে, ২০০৯ রাত ২:২২

পিন্টু-সুমন বলেছেন: শ্রাবন্তীকে ভুগ করা নিয়া শুন্তে চাই।

৫৭| ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩৬

হাসান মাহবুব বলেছেন: ঠেলা

৫৮| ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৪

অজানা আমি বলেছেন: বস্‌, গুরু মেহদীর নতুন নিক্‌টা কি ফেক না রিয়েল?

Click This Link

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৮

অমি রহমান পিয়াল বলেছেন: ফেক

৫৯| ০৬ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৪১

ফাহাদ চৌধুরী বলেছেন: যা বললেন সেটা এই ব্লগে লেখা আছে Click This Link

লিঙ্কটা দেখতাম মুঞ্চাইছে খুব । কেমতে কি?

মেহদী বলেছেন: উন্মনা মেড


হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.