![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
fb.com/openbd দেশটা স্বাধীন ওইছে আইজ চল্লিশ বছর। বৃটিশ গেছে সেই কবে তবু দেশে আইজও সেই বিদেশী ক্ষমতা-রাষ্ট্র ব্যবস্থার ভূত প্রতিটি রন্ধ্রে রন্ধ্র বসে থেকে আমাদের মুক্তি কেই অর্থহীন করে রাখছে। অথচ জন-রাষ্ট্র ব্যবস্থাই ছিল এ জাতির শত বছরের আন্দোলন, যুদ্ধ ও লক্ষ লক্ষ শহীদের পাঁজরে লুকানো বুলেট বিদ্ধ রক্তে ভেজা স্বপ্ন।
"দেবর আর ভাবীকে" (খালেদা-এরশাদ) একসাথে শেরাটন হোটেলের রুম থেকে বের হতে দেখা গেছে।
তত্ত্বাবধায়ক সরকার প্রধান লতিফুর রহমান প্রেসিডেন্ট হচ্ছেন এই গুজব ছড়িয়ে পড়লে উনি বলেছিলেন "লতিফুর রহমানকে উনি রা্ষ্ট্রপতি বানাতে চান, না অন্য কোন পতি বানাতে চান সেটাইতো পরিস্কার নয়"।
"যুদ্বের সময় উনাকে (খালেদা) পাকিস্তানী আর্মিরা ধরে নিয়ে তিন রাত বন্দী করে রেখেছিল,এবং আর্মি ব্যারাকে রাত কাটানোতে জিয়া তাকে তালাক দিতে চেয়েছিলেন।তখন আমার বাবার (মুজিব) মধ্যস্তায় তার সংসার রক্ষা হয়েছিল।" (একই কথা তৎকালীন আওয়ামি সাংসদ অধ্যাপিকা পান্না কায়সার সংসদে দাঁড়িয়ে সদম্ভে দেশবাসীকে শুনিয়েওছিলেন )।
'গুলশানের বাসায় গভীর রাতে সাকা চৌঃ খালেদার কাছে গিয়েছিলেন কেন"। এসব আরও কত কি ! তো, এই সেই সাকা চৌঃ, যাকে বছর দেড়েক আগে স্বর্ণের চোরাচালানকারি হিসেবে মন্তব্য করায় সাকা চৌঃ উত্তর দিয়েছিলেন " দেশে এত সোনা থাকতে আমার সোনা নিয়ে হাসিনার কেন এত টানাটানি"।
দুর্মুখ সাকা থেকে বিরত থাকতে তখন আওয়ামি মুখপত্র দু'একটি দৈনিক পত্রিকা হাসিনাকে বিরত থাকতে উপদেশও দিয়েছিল। হাসিনা এত তাড়াতাড়ি সেটা ভুলে গেলেন কিভাবে? ভাগ্যিস,সাকা এখন যুদ্বাপরাধীর গ্যাড়াকলে পড়ে হাবুডুব খাচ্ছেন। নইলে হাসিনাকে তার কুরুচিপুর্ণ মন্তব্যের জন্য সাকার উত্তরের জন্য অপেক্ষা করতে হতনা। কারন অশ্লীলতার জবাব আরেকজন অশ্লীল লোকই দিতে পারে।
২| ১৮ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:২৯
গানচিল বলেছেন: কি রে ভাই ! একটু আগে পোস্ট করা আমার লেখার অংশবিশেষ কপি করে নিয়ে পোস্ট দিয়ে দিলেন ? আপনাদের কপি-পেস্টের জ্বালায় দেখছি ব্লগে কিছু লেখা যাবেনা।
১৮ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৫২
চরমপত্র বলেছেন: ভালো জিনিষ কপি করা আরও ভালো ।
৩| ১৮ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৩১
বোকা মানব বলেছেন: এরশাদ থাকতেও সাকার দিকে নজর দিল!!!!
৪| ১৮ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৩১
দুরের পাখি বলেছেন: কথা ঠিক । মাগার গানচিলে অভিযোগ সত্য হৈলে মাইনাস ।
৫| ১৮ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৩৪
কঠিনলজিক বলেছেন: এরকম জ্বলজ্যান্ত কপি পেস্টে মাইনাস দেওয়া নৈতিক দায়িত্ব, তাই মাইনাস।
৬| ১৮ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৪৩
গ্যাঁড়াকল বলেছেন: মারাত্নক সেন্স অব টিউমার
৭| ১৮ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৪৬
মোতাব্বির কাগু বলেছেন: Click This Link
৮| ১৮ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:০২
নেটপোকা বলেছেন: শেখ হাসিনার "দি রং হেডেড ইরোটিকার" জন্য ধন্যবাদ।
সম্প্রতি আমেরিকার 'গ্ল্যামার' ম্যাগাজিন তাঁকে 'সেরা নারী' খেতাবে ভূষিত করেছে।
মনে হয় তাঁর পরবর্তী লক্ষ্য 'প্লেবয়' ম্যাগাজিনের 'প্লেমেট' হওয়া।
৯| ১৮ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:১৪
গ্যাঁড়াকল বলেছেন: @নেটপোকা
ছি ছি ভাই..এসব কি কন?
মডুর সিট কাইপ্যা উঠব আর আপনার উপর মডুর ব্যান নাযিল হইব।
১০| ১৮ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:০১
রফিক মাহমুদ বলেছেন:
জাগো বাঙালী কলম ধর,
দুই মাতারী বিদায় কর।
১১| ১৮ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:০২
ভুলো মন বলেছেন: মনে হয় তাঁর পরবর্তী লক্ষ্য ...
১২| ১৮ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৭
আমি বীরবল বলেছেন: ফেন্সী কন্যার কথা বাদ। পাঃকাঃ সংসদে দাঁড়িয়ে অমন কথা বলতেই পারেন-কারন তার স্বামী শহীদ হবার পর তিনি কোন কোন লোকের পেশাদারী"কেপ্ট" হয়েছিলেন-তা সচেতণ নাগরিকেরা জানেন।
১৩| ১৮ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:২৭
সত্য কথায় যত দোষ ! বলেছেন: পাগলী আর ছাগলীর কুকথায় কান দিবেননা।
১৪| ১৮ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫১
মোতাব্বির কাগু বলেছেন: @আমি বীরবল
আমি জানিনা ডিটেইল বলেন।
১৫| ১৮ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:৩০
বিপ্লবী স্বপ্ন বলেছেন: কপি-পেষ্টের কারণে ঠাইস্যা ধইরা মাইনাছ…
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:২৭
খালি ব্যান খাই বলেছেন: