![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনার বাংলার স্বপ্ন দেখি। "সবুজে শ্যামলে আঁকা থোকা থোকা জুঁই... নাও-নদী-ঢেউ-জল দেব না কিছুই... উজাড় দু'হাত জুড়ে শোধ নেব ঋণ... দেব না সীমানা ছেড়ে ইঞ্চি জমিন.."
‘কিছুদিন আগে এক মা এখানে মারা গেলেন। অফিস থেকে তাঁর ছেলের কাছে ফোন করা হলো। ছেলে গাজীপুরের কোনাবাড়িতে চাকরি করেন। তাঁকে আসতে বলা হলে তিনি আসবেন বলে কথা দেন। তাঁর জন্য অপেক্ষা করতে করতে সময় পেরিয়ে যাচ্ছিল। এর মধ্যে আরও কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। পরে জানাজা করে লাশ কবরস্থানে নিয়ে গিয়ে আমি ওই ছেলেকে ফোন করি। তিনি জানান, মায়ের লাশ দেখতে আসার সময় নেই তাঁর। আমরা যেন দাফন করে কবর দিই।’
উপরের কথাগুলো বলছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা খতিব আবদুল জাহিদ। যিনি মুকুল নামেই বেশি পরিচিত।
একজন মা কত কষ্টে একজন সন্তানকে দুনিয়ায় আলো দেখান তা যদি ছেলেটি জানতো হয়ত চন্দ্রে অভিজানে থাকলেও সে তার মাকে শেষবারের জন্য ছুটে আসতো দেখতে। ছেলেটি যদি জানতো প্রায় বছর সময় ধরে কত কষ্ট সে তার মাকে দিয়েছিল গর্ভে, তবে সে পৃথিবীর সবচেয়ে দামি কাজ ফেলে ছুটে আসতো মায়ের শেষ যাত্রায়। যদি জানতো কত কষ্টে আর জ্বালাতন সহ্য করে তাকে তিলে তিলে মা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছেন তবে সে পাগলের মত ছুটে আসতো মাকে শেষ বিদায় জানানোর জন্য। না সে আসেনি। হয়ত বিধাতায় চাননি এমন হারামজাদা সন্তান দেখুক তার মাকে যে জীবদ্দশায় তার সেবা না করে রেখে এসেছিল বৃদ্ধাশ্রমে। বিধাতা হয়ত চাননি এই হারামজাদা মার কবরে মাটি দিয়ে তাকে অশ্রদ্ধা করুক। বিধাতা ঠিক কাজই করেছেন তাকে সেখানে না নিয়ে। শেষ করছি একটা ছোট কবিতা দিয়ে,
''বিধাতা তোমার কাছে মোর ফরিয়াদ
দিওনা কো কভু কোন মায়ের কোলে এমন সন্তান
মানব তো নয়, পশু সন্তানও হবার যোগ্য সে নয়
অবোধ লীলায় স্বর্গের চাবি দূরে ঠেলে দিতে যে পেরেশান''
মা' কে নিয়ে অখ্যাত এক শিল্পীর অবিশ্বাস্য আবেগের একটি গান-
আর নচিকেতার অমর সেই গান দিয়ে
‘ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার/
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার-ওপার/
নানান রকম জিনিস আর আসবাব দামি দামি/
সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি/
ছেলের আমার, আমার প্রতি অগাধ সম্ভ্রম/
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।’
*লেখাটির ছবি এবং উপরের কোট করা অংশটি "ছুটির দিনের" ৮ অক্টোবর সংখ্যা থেকে নেয়া। প্র.আলোর আর্কাইভ সুবিধা বন্ধ থাকায় লিংক দেয়া গেলোনা।
১২ ই অক্টোবর, ২০১১ রাত ১০:২৫
বেঙ্গল মাসুদ বলেছেন: আমি সেদিন কান্নায় ভেঙ্গে পড়েছিলাম আর ক্ষোভ হচ্ছিল ছেলেটাকে পিষে ফেলতে।
২| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১০:২৪
বাকের ভাই... বলেছেন: বিধাতা তোমার কাছে মোর ফরিয়াদ
দিওনা কো কভু কোন মায়ের কোলে এমন সন্তান
মানব তো নয়, পশু সন্তানও হবার যোগ্য সে নয়
অবোধ লীলায় স্বর্গের চাবি দূরে ঠেলে দিতে যে পেরেশান
১২ ই অক্টোবর, ২০১১ রাত ১০:২৯
বেঙ্গল মাসুদ বলেছেন: মোর এই ফরিয়াদ রাখো বিধাতা
৩| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১০:২৭
নির্মল হাওয়া বলেছেন: পরে জানাজা করে লাশ কবরস্থানে নিয়ে গিয়ে আমি ওই ছেলেকে ফোন করি। তিনি জানান, মায়ের লাশ দেখতে আসার সময় নেই তাঁর। আমরা যেন দাফন করে কবর দিই।’
হায় মাসুদ ভাই একি শুনালেন!! আমি ভাবছি একি করে সম্ভব!!!
১২ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৩৩
বেঙ্গল মাসুদ বলেছেন: প্রচলিত ভোগের সমাজ মানুষের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে
৪| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৩৩
মুমিন আহমেদ বলেছেন: বিধাতা তোমার কাছে মোদের ফরিয়াদ,মোদের এরকম বানিও না........
১২ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৩৪
বেঙ্গল মাসুদ বলেছেন: আমিন
৫| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৩৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: """""""""""""""""""""""""মা""""""""""""""""""""""'''''''''
১২ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৫০
বেঙ্গল মাসুদ বলেছেন: মা কথাটি ছোট্ট অতি এর তুলনা নাই
৬| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৩৭
নির্মল হাওয়া বলেছেন: মাসুদ ভাই এসবের জন্য কি শুধু সন্তান দায়ী? নাকি আমাদের মা দেরও দায় আছে?
১২ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০৩
বেঙ্গল মাসুদ বলেছেন: এটা নিয়ে একটা লেখা দিব।
৭| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৩৮
নির্মল হাওয়া বলেছেন: কারন আমরা দেখি অনেক মাও তার স্বামীর মা মানে শাশুড়িদের কিভাবে তাড়াবেন তা নিয়ে ব্যাস্ত থাকেন। যা দেখে অনেক সময় নিজ সন্তানের উপর বাজে প্রভাব পরে।
১২ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১৪
বেঙ্গল মাসুদ বলেছেন: আশা করি শিগ্রি এটা নিয়ে লেখবো। তাই আপাতত মন্তব্য করবোনা।
৮| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৫১
কায়সার ০৭ বলেছেন: হয়ত বিধাতায় চাননি এমন হারামজাদা সন্তান দেখুক তার মাকে যে জীবদ্দশায় তার সেবা না করে রেখে এসেছিল বৃদ্ধাশ্রমে। বিধাতা হয়ত চাননি এই হারামজাদা মার কবরে মাটি দিয়ে তাকে অশ্রদ্ধা করুক। বিধাতা ঠিক কাজই করেছেন তাকে সেখানে না নিয়ে
হতভাগা ছেলেটা একসময় ঠিকই বুঝবে...........আমৃত্যু প্রায়শ্চিত্ব করবে।
১২ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২৭
বেঙ্গল মাসুদ বলেছেন: সেসময় কিছুই করার থাকবেনা
৯| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০০
ৈজয় বলেছেন: কায়সার ০৭ বলেছেন: হয়ত বিধাতায় চাননি এমন হারামজাদা সন্তান দেখুক তার মাকে যে জীবদ্দশায় তার সেবা না করে রেখে এসেছিল বৃদ্ধাশ্রমে।
১২ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৩১
বেঙ্গল মাসুদ বলেছেন: আমার তাই মনে হয়েছে
১০| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০২
গোফরান ডাকু বলেছেন: ছেলেটি স্কুলে গিয়ে নতুন শিখেছে,
প্রতিটা কাজই মুল্যবান।কোনো কাজ ই ফেলনা নয়।সব
কাজেরই
একটা অর্থ মূল্য আছে।এছাড়া কীভাবে বিল
করতে হয় ,তাও
... তাকে শেখানো হয়েছে।একদিন সন্ধ্যায়
মা রান্নাঘরে কাজ করছেন।ছেলেটি তার
কাছে গিয়ে একটা বিল জমা দিলো।
মা কাজ করছিলো।তাই কাজ
শেষকরে ছেলের দেয়া চিরকুট টা পড়লেন। তার
ছেলে লিখেছেঃ
(১)গাছে পানি দেয়াঃ১০টাকা।
(২)দোকান থেকে এটা-
ওটা কিনে দেয়াঃ১৫টাকা।
(৩)ছোট ভাইকে কোলে রাখাঃ৪০টাকা।
(৪)ডাস্টবিনে ময়লা ফেলাঃ২১টাকা।
(৫)পরীক্ষায় ভালো রেজাল্ট
করাঃ৫০টাকা।
(৬)মশারী টানানোঃ৫টাকা।
মোটঃ১৪১টাকা।
মা বিল তা পড়লেন।মুচকি হাসলেন।তারপর তার আট
বছরের ছেলের মুখের দিকে খানিকক্ষণ
তাকিয়ে রইলেন।তার
চোখে পানি চলে আসছে।তিনি এক
টুকরো কাগজ হাতে নিলেন।তারপর
তিনি লিখতে লাগলেন।
(১)তোমাকে ১০মাস পেটে ধারনঃবিনা পয়সায়।
(২)তোমাকে দুগ্ধপান করানোঃবিনা পয়সায়।
(৩)তোমার জন্য রাতের পর রাত
জেগে থাকাঃবিনা পয়সায়।
(৪)তোমার অসুখ-বিসুখে তমার জন্য
দোয়া করা,সেবা করা,ডাক্তার এর
কাছে নিয়ে যাওয়া,তোমার জন্য চোখের
পানি ফেলাঃবিনা পয়সায়।
(৫)তোমাকে গোসল করানোঃবিনা পয়সায়।
(৬) তোমাকে গল্প,গান,ছড়া শোনানোঃবিনা পয়সায়।
(৭)তোমার জন্য খেলনা,কাপড়চোপড়
কেনঃবিনা পয়সায়।
(৮)তোমার কাথা ধোওয়া,শুকানো,বদ লে দেওয়াঃবিনা
পয়সায়।
(৯)তোমাকে লেখাপড়া শেখানোঃবিনা পয়সায়।
(১০)এবং তোমাকে আমার নিজের থেকেও
বেশি ভালোবাসাঃবিনা পয়সায়।
ছেলেটির হাতে মা কাগজ
তা তুলে দিলেন।
ছেলে পড়তে লাগলো মায়ের বিল।
পড়তে পড়তে তার চোখ পানি তে ভরে উঠলো।সে তার
মাকে জড়িয়ে ধরিয়ে বললো , স্যরি মাম্মি !!
ফেসবুক ফ্রেন্ড হতে নেওয়া.........
১৩ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৪১
বেঙ্গল মাসুদ বলেছেন: থ্যাংকস গফ্রান ভাই। খুব টাচি এবং শিক্ষণীয় লেখাটা শেয়ার করার জন্য।
১১| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১৭
ক্রস ফায়ার০০৭ বলেছেন: লেখাটা আর সাহাবুদ্দিনের গান শুনে চোখ অশ্রুসিক্ত হল।
১৩ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৪২
বেঙ্গল মাসুদ বলেছেন: আমারো
১২| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৪৪
মোঃ কামরুজ্জামান বলেছেন: ভাষাহীন................
১৩ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৫৯
বেঙ্গল মাসুদ বলেছেন: আমিও
১৩| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৫০
পি পি বলেছেন: মনটা খারাপ করে দিলেন।
১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১৯
বেঙ্গল মাসুদ বলেছেন: কি করবো। সচেতন হওয়া জরুরী
১৪| ১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১২:০৩
মুন্তাসীর মাসুদ বলেছেন: কোন মায়ের কোলে এমন সন্তানের জন্ম যেন না হয়। আমীন
১৫| ১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১২:০৯
আলকাতরা বলেছেন:
১৬| ১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১২:১২
শিকদার বলেছেন: ইসলামে বৃদ্ধাশ্রমের কোন স্থান নেই।
আগেকার মা বাবারা যাও সম্মান পেত, আমি ভাবছি আমাদের ভবিষ্যত প্রজম্মের কথা। যাদের মা বাবা আধুনিক!!! সেই সন্তানেরা ১৮ বছর বয়সেই তাদের মা বাবা কে ছুড়ে ফেলে দিবে। আজকের মানবতা বাদীরা সেটাই করার বন্দবস্ত করছে।
আর এই লোকটির জন্য এর চেয়েও জগন্য পরিনতি অপেক্ষা করছে, ইনশাল্লাহ্।
১৭| ১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১২:১৩
কনক ২০২০ বলেছেন: মা তুমি ঐ কুলাঙ্গারকে ক্ষমা কোরো না । আর কারো গর্ভে যেনো এমন কুলাঙ্গার না জন্মে ।
১৮| ১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১২:৩৯
নীরব দর্শক বলেছেন: ঐ কুপুতের ফোন নম্বরটা যদি পাইতাম...............
১৯| ১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১২:৪৮
ইন্সিত বলেছেন: মুমিন আহমেদ বলেছেন: বিধাতা তোমার কাছে মোদের ফরিয়াদ,মোদের এরকম বানিও না........
২০| ১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১:১০
হোসাইন সাজ্জাদ বলেছেন: একজন মা কত কষ্টে একজন সন্তানকে দুনিয়ায় আলো দেখান তা যদি ছেলেটি জানতো হয়ত চন্দ্রে অভিজানে থাকলেও সে তার মাকে শেষবারের জন্য ছুটে আসতো দেখতে। ছেলেটি যদি জানতো প্রায় বছর সময় ধরে কত কষ্ট সে তার মাকে দিয়েছিল গর্ভে, তবে সে পৃথিবীর সবচেয়ে দামি কাজ ফেলে ছুটে আসতো মায়ের শেষ যাত্রায়। যদি জানতো কত কষ্টে আর জ্বালাতন সহ্য করে তাকে তিলে তিলে মা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছেন তবে সে পাগলের মত ছুটে আসতো মাকে শেষ বিদায় জানানোর জন্য। না সে আসেনি। হয়ত বিধাতায় চাননি এমন হারামজাদা সন্তান দেখুক তার মাকে যে জীবদ্দশায় তার সেবা না করে রেখে এসেছিল বৃদ্ধাশ্রমে।
২১| ১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১:১০
হোসাইন সাজ্জাদ বলেছেন: একজন মা কত কষ্টে একজন সন্তানকে দুনিয়ায় আলো দেখান তা যদি ছেলেটি জানতো হয়ত চন্দ্রে অভিজানে থাকলেও সে তার মাকে শেষবারের জন্য ছুটে আসতো দেখতে। ছেলেটি যদি জানতো প্রায় বছর সময় ধরে কত কষ্ট সে তার মাকে দিয়েছিল গর্ভে, তবে সে পৃথিবীর সবচেয়ে দামি কাজ ফেলে ছুটে আসতো মায়ের শেষ যাত্রায়। যদি জানতো কত কষ্টে আর জ্বালাতন সহ্য করে তাকে তিলে তিলে মা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছেন তবে সে পাগলের মত ছুটে আসতো মাকে শেষ বিদায় জানানোর জন্য। না সে আসেনি। হয়ত বিধাতায় চাননি এমন হারামজাদা সন্তান দেখুক তার মাকে যে জীবদ্দশায় তার সেবা না করে রেখে এসেছিল বৃদ্ধাশ্রমে।
২২| ১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১:২২
ম্যাজিক লাইট বলেছেন: : হয়ত বিধাতায় চাননি এমন হারামজাদা সন্তান দেখুক তার মাকে যে জীবদ্দশায় তার সেবা না করে রেখে এসেছিল বৃদ্ধাশ্রমে। বিধাতা হয়ত চাননি এই হারামজাদা মার কবরে মাটি দিয়ে তাকে অশ্রদ্ধা করুক। বিধাতা ঠিক কাজই করেছেন তাকে সেখানে না নিয়ে
হতভাগা ছেলেটা একসময় ঠিকই বুঝবে..........
২৩| ১৩ ই অক্টোবর, ২০১১ ভোর ৫:৪৭
কামরুল হাসান শািহ বলেছেন: মনটা খারাপ করে দিলেন
২৪| ১৩ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:২৮
প্রমিথিউস22 বলেছেন: মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত।
অধম সেই সন্তানের প্রতি ঘৃণা আর ধিক্কার। আল্লাহ সবার মা'কে ভাল রাখুন।
২৫| ১৩ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:৪৩
ভুদাই বলেছেন: মানবসন্তান হিসেবে লজ্জিত
২৬| ১৩ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:৪৪
হেডস্যার বলেছেন:
২৭| ১৩ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:৪৪
ভুলোমন বলেছেন: ভুদাই বলেছেন: মানবসন্তান হিসেবে লজ্জিত
২৮| ১৩ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:১৬
টুনা বলেছেন: ভাই, পড়ার পর চোখ ঝাপসা হয়ে এলো । চোখে হাত দিয়ে দেখি সিক্ত ।
মানুষ বলে থাকে চাচা আপন প্রান বাঁচা ।কিন্তু এই কথাটি মায়ের ক্ষেত্রে প্রযোজ্য নয় । আজকের এই দিনে একটি ছবি শেয়ার না করে পারলাম না ।জাপানের ভুমিকম্প এবং সুনামীতে নিশ্চিত মৃত্যু জেনেও কিভাবে মা তাঁর সন্তানকে আগলে রেখেছেন তা তুলনাহীন ।
তাই বলি যাদের মা জীবিত আছেন তাঁদের সেবা করুন।আর যাদের নেই সৎকর্ম করে তাদের আত্মার শান্তি কামনা করা সন্তান হিসাবে আমাদের অবশ্য কর্তব্য । ভাল থাকবেন সবাই ।
আল্লাহ্ আমাদের এমন কুসন্তান যেন না বানান এই প্রার্থনা করি । আমীন ।
২৯| ১৩ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:১৯
ভুতের আড্ডা বলেছেন: Click This Link
৩০| ১৩ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৪০
নিশাচর ভবঘুরে বলেছেন: মানুষের পেটে পশুর জন্ম, রুখবো কি দিয়ে? আমার সন্তান যদি এমন হয়?
৩১| ১৩ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৪৭
সাধারণ মুসলমান বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক মানুষ অনেক পরিশ্রম করে কেরিয়ার, বা এমনকি ধর্মের জন্য, কিন্তু কিছুই হতে পারেনা মায়ের প্রতি অবহেলার কারণে।
৩২| ১৩ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৫১
ফূতিওয়ালা বলেছেন: আপনি কি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে সাথে জড়িত? ওখানে কি সেচ্চা শ্রম দে্যা জাবে?
৩৩| ১৩ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৫৮
মুনসী১৬১২ বলেছেন: কাটিয়া গাঁয়ের চাম মার পায়ের জুতা বানাইতাম তবু শোধ হবে কিনা জানি না এক ফোঁটা ধুধের দাম-----------মা ক্ষমা করো মোদের
সন্তান হিসেব ক্ষমা চাইছি----
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১১ রাত ১০:২০
মিজভী বাপ্পা বলেছেন: ভাষা হীন হয়ে পড়লাম
।