নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

বৃদ্ধাশ্রম।

৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:১৬



আগে ভিডিওটি দেখে নিন।

মনে করেন, এক দেশে এক মহিলা ছিলো। একটি সন্তান জন্ম দেবার পর তার স্বামী মারা যায়। পরে সেই মহিলা পরের বাসায় কাজ করে সন্তান কে লেখা পড়া করায়। ছেলের রোল নাম্বার এক ছিলো। বরাবরই ভালো রেজাল্ট করে। ঢাকা বিশ্ববিদ্যালয় এর জায়গায় চান্স পায়। পরে সে বিসিএস ক্যাডার ও হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াকালীন ছেলেটি মহিলা কে মা বলতে শরম পেতো। কারন তার অন্যান বন্ধুর মায়েরা খুব হাই ক্লাস। ভালো শাড়ী, সুন্দর পারফিউম, শুদ্ধ উচ্চারন। আর ছেলেটির মা ছিলো গ্রামের। মা এর শরীল থেকে ওদের মত পারফিউম এর ঘ্রান আসে না। সেই মায়ের শরীল থেকে ঘামের গন্ধ আছে। ভালো শাড়ীও পড়ে নাই। আর গ্রামের আঞ্চলিক ভাষায় তিনি কথা বলেন। তাই সেই ছেলেটি সেই মা কে, “মা” পরিচয় দিতে লজ্জা পেতো। এই পযর্ন্ত তো সবাই বুঝেছেন?


সরকারি চাকরি তে যোগদানের পর, ছেলেটি এখন বিয়ে করেছে। ছেলেটির শ্বশুড় ছিলো অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। শ্বশুড় কোন অনুষ্ঠানে গেলে একদম জ্যানটলম্যান সেজে, কোর্ট টাই, ‍সু পড়ে বিভিন্ন অনুষ্ঠানে যায়। সবার সাথে অভিজাত্য বজায় রেখে চলেন। শ্বশুরের সামনে ক্ষেত মার্কা মা আসলে ছেলেটি খুব অস্বস্তি অনুভব করিতো। তাই বাধ্য হয়ে ছেলেটি তার মা কে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তার স্ত্রী ও কোন প্রতিবাধ করে নি। কারন কোন সময়ই বউ তার শ্বাশুড়ি কে পছন্দ করে নি। শ্বশুড়ি বাড়িতে না থাকলেই স্ত্রীদের সুবিধা।

ব্লগ শেষ করার আগে আপনাদের কাছে প্রশ্ন। গোফরান ভাই, সোনগাজী, রাজীব নূর (যদি থাকে) আপনাদের কাছে এটা বিশেষ ভাবে প্রশ্ন। বৃদ্ধশ্রমে কাদের পিতা মাতা থাকে? বড়লোক ভদ্র সমাজের পিতা মাতাগণ নাকি মাদ্রাসা থেকে পাশ করেছে এমন ব্যাক্তির মাতা পিতা বৃদ্ধাশ্রমে আছে?

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: সন্তানকে মানুষের মতো মানুষ করার চেষ্টা থাকা উচিত সবার আগে। মনুষ্যত্ববোধ জাগিয়ে তুলতে হবে।

০১ লা মে, ২০২৪ সকাল ১১:০৩

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

২| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:২৬

ঢাবিয়ান বলেছেন: আপনি এখন কি করেন ? পড়াশোনা শেষ ?

০১ লা মে, ২০২৪ সকাল ১১:০৪

নাহল তরকারি বলেছেন: জ্বি। আমার পড়ালেখা শেষ। আমি মাষ্টার্স পাশ করেছি। আমি এখন সরকারি চাকরির জন্য চেষ্টা করছি।

৩| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৫

কামাল১৮ বলেছেন: প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই সে মানুষ হয় না।মানুষ হবার জন্য মানবিক হতে হয়।

০১ লা মে, ২০২৪ সকাল ১১:০৫

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৪| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৪৬

কামাল১৮ বলেছেন: আমার জানা মতে অনেক উচ্চ শিক্ষিত লোক স্ব ইচ্ছায় বৃদ্ধশ্রমে থাকে।সেখানে অনেক সেক্রেটারী লেভেলের লোক আছে।বিদেশে সিনিয়র সিটিজেনদের জন্য থাকার ব্যবস্থা আছে।

০১ লা মে, ২০২৪ সকাল ১১:০৬

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৫| ০১ লা মে, ২০২৪ রাত ১২:০৬

এম ডি মুসা বলেছেন: এ বিষয়টি নিয়ে আমারও কিছু ক্ষোভ আছে আমার কিছু অভিযোগ আছে। মানুষ বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে সন্তান কেন অবহেলা করে। একটা কঠিন বিচার হওয়া উচিত এর। আমার চোখের সামনে বহুত মানুষের মানুষ বৃদ্ধ হয়ে গেলে তার মৃত্যু কামনা করে।

০১ লা মে, ২০২৪ সকাল ১১:০৬

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৬| ০১ লা মে, ২০২৪ রাত ৮:১৭

প্রামানিক বলেছেন: এই বিষয়টি খুবই চিন্তার বিষয়। যাদের ছেলে মেয়ে আমেরিকাসহ বিভিন্ন দেশে থাকে তাদের অনেকের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য হয়। কারণ টাকা পয়সা থাকলেও দেখা শোনার লোক থাকে না।

০২ রা মে, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৭| ০১ লা মে, ২০২৪ রাত ৮:২১

সেলিম আনোয়ার বলেছেন: বৃদ্ধাশ্রমে যায় তথাকথিত আধুনিক সন্তানের পিতা মাতা। কিন্তু এখানকার বিষয় সম্পূর্ণ আলাদা। বাবা থাকবে ঘরে মা থাকবে বৃদ্ধাশ্রমে এটা কেমন হলো।

০২ রা মে, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

৮| ০২ রা মে, ২০২৪ বিকাল ৩:৩২

ধুলো মেঘ বলেছেন: সোনাগাজীঃ বৃদ্ধাশ্রম কোন পুনর্বাসন কেন্দ্র নয় - এখানে যে কেউ থাকতে পারেন।
গোফরানঃ একমাত্র জামাত-শিবির আর হেফাজতের জঙ্গী ছাড়া কেউ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রাখার কথা চিন্তাও করতে পারেনা।
রাজীব নুরঃ বৃদ্ধাশ্রম সম্পর্কে আপনাদের ভুল ধারণা আছে। বৃদ্ধ হয়ে গেলে সন্তানেরা সময়ের অভাবে মা-বাবাকে দেখে শুনে রাখতে পারেনা। সেখানে তাদের দেখাশুনার জন্য সব ধরণের ব্যবস্থা আছে। তাই তারা নিজেরাই বৃদ্ধাশ্রমে থাকতে চায়।

০২ রা মে, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ

৯| ০২ রা মে, ২০২৪ রাত ৮:১৭

দি এমপেরর বলেছেন: আপনি যাদেরকে প্রশ্ন করেছেন তাদের জবাব তো দেখতে পাচ্ছি না।

০৩ রা মে, ২০২৪ সকাল ৯:৪২

নাহল তরকারি বলেছেন: তারা মনে হয়, আমার এই ব্লগ পড়ে নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.