নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরইউ

আরইউ › বিস্তারিত পোস্টঃ

সূত্র উল্লেখ না করে রাজীব নূরের কপি—পেস্ট চলছেই... ...

০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৮

চোর মানুষ হচ্ছেনা!

এই পোস্টে অপুর ৭ নং মন্তব্য দেখুনঃ Click This Link

ব্লগার এস এম মামুনের একই বিষয় নিয়ে পোস্ট দেখুনঃ Click This Link

এই পোস্টে ৮ নং মন্তব্যের বিপরীতে কলাবাগানের জবাব দেখুনঃ Click This Link

কপি—পেস্ট বিষয়ে রাজীবের মনোভাব জানতে এই পোস্ট পড়ুনঃ Click This Link

এই পোস্টে ভুয়া মফিজের মন্তব্য (রাজীবের প্রতিমন্তব্য) দেখুনঃ Click This Link
[অপুর পোস্টে ভুয়ার মন্তব্য থেকে পাওয়া]

অপুর এই পোস্ট টি পড়ে দেখুনঃ Click This Link

অপুর আরেকটি পোস্টঃ Click This Link

রাজীব গল্প চুরি করেছে তার প্রমান --এই পোস্টের মন্তব্যগুলো দেখুনঃ Click This Link

আ.র.ইউ
৮ জুন ২০২১
দুপুর ১২:১৭

পোস্টে লেখা যোগ হতে পারে।

মন্তব্য ৭৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাব নিজেই কপি রাইট
তার লেখায় সূত্রের উল্লেখ না
থাকলেও আইনের আওতায়
আনা যাবেনা। বলেছেন তার
গুরু

০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

আরইউ বলেছেন:


মানুষেরতো চক্ষু লজ্জা বলে কিছু থাকে!

২| ০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: তার গুরুর বাণী নিম্মরূপঃ

[sbাতার গুরু বলেছেনঃ
আপনি নিজে সঠিকভাবে কোন পোষ্ট দিতে পারেন বলে মনে হয় না;
ব্লগার রাজিব কবি জীবনান্দ দাসের সমকালীন মানুষ নন, তিনি ইতিহাসের
সাক্ষী নন, তিনি তথ্য সংগ্রহ করে সম্পাদনা করে পোষ্ট করেছেন;
আপনার ভাবনায় সমস্যা আছে।

০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪২

আরইউ বলেছেন:

হ্যা, ঐ মন্তব্য আমি দেখেছি! দুঃখজনক।
মজার বিষয় হচ্ছে রাজীব অন্যের পোস্টের মান যাচাই—বাছাই করেন মাঝে মাঝে; আপনারটাও করেছেন। হোয়াট আ কমেডি!

৩| ০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

জটিল ভাই বলেছেন:
আপনারা যাদের নিয়ে নাড়াচাড়া করছেন তারা বিশ্বের স্পেসাল সিটিজেন। তাদের জন্য ভিন্ন আইন। তাদের অবদানে আজও সামু টিকে আছে। তাই তাদের নিয়ে ঘাটবেন না। বরং খুঁজলে দেখতে পাবেন তারা আগের জন্মে এসব লিখেছিলেন। সেখান হতে কপি হয়ে নেটে এসেছে, এবং এখন বর্তমান জন্মে আবার সেখান হতে কপি করা হয়েছে। তাহলে মূল কপিবাজ কে????

০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

আরইউ বলেছেন: এটা থিওরি হিসেবে মন্দ না। যদি ঐ লেখাগুলো অন্য নামে রাজীবেরই লেখা হয়, তার সেটা পরিষ্কার করে বলা উচিত। সমস্যা শেষ।

৪| ০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

নতুন বলেছেন: রানুভাই কপি কইরেন না প্লিজ। :)

০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

আরইউ বলেছেন: অনেকেই ওনাকে এ নিয়ে বিভিন্ন সময়ে বলেছে, কিন্তু চোরা না শোনে...

৫| ০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:



৬ বছরে আপনি ২টি পোষ্ট দিয়েছেন, ২টিই ব্লগারের লেখা নিয়ে আপত্তি।

আপনি নিশ্চয় রাজিব নুরের পোষ্টকে আপনার পিএইচডি থিসিসের জন্য ব্যব হার করছেন না। রাজিব নুর নিউটেনের সুত্রের নতুন কোন ব্যাখ্যা দিচ্ছেন না, মানুষের জীবন নিয়ে নিজের সাধারণ পর্যবেক্ষণটুকু তুলে ধরেছেন।

০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

আরইউ বলেছেন:

আবার আপনি আমার ব্লগ পরিসংখ্যানের পেছনে লেগেছেন!

৬| ০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের চোর ইত্যাদি আপনি কিভাবে ডাকছেন, আপনার তো পোষ্টও নেই; আপনি কিসের সমালোচনা করতে এসেছেন? ২ কলম লেখেন, তারপর বুঝা যাবে কোনটা ভাত, কোনটা অন্ন!

০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

আরইউ বলেছেন:

কে ব্লগার!!!

৭| ০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, "আবার আপনি আমার ব্লগ পরিসংখ্যানের পেছনে লেগেছেন! "

-আপনার নিজের নাই ঠিকানা, আপনি অন্য ব্লগারের লেখা নিয়ে বয়স্ত!

০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

আরইউ বলেছেন: আপনি কেনো একটা চিন্হিত লেখাচোরের পিঠ বাচাঁতে উঠে পরে লেগেছেন!!!

৮| ০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, "কে ব্লগার!!! "

-ড: এম আলী ব্লগার, নীল পরী ব্লগার, জাহিদ অনিক ব্লগার, ...

০৮ ই জুন, ২০২১ রাত ৮:০০

আরইউ বলেছেন: “কে ব্লগার!” একটা রিটোরিকাল প্রশ্ন ছিল, আপনি বুঝতে পারেননি।

৯| ০৮ ই জুন, ২০২১ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন: “কে ব্লগার!” একটা রিটোরিকাল প্রশ্ন ছিল, আপনি বুঝতে পারেননি।

-অবশ্যই আমি প্রশ্ন বুঝতে পারিনি; তবে, একটা জিনিষ আমি বুঝতে পেরেছি যে, আপনি ৬ বছরের ২টি পোষ্ট দিয়েছেন, এবং ২টাই ব্লগারের লেখার চুরিদারি নিয়ে, এইটুকুই আপনার ব্লগিং।

০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:১২

আরইউ বলেছেন: আরেহ বাহ, রাজীব লেখা চুরি করলে সেটা নিয়ে লেখা যাবেনা?
আপনি এখনো আমার ব্লগ পরিসংখ্যানের পেছনে পরে আছেন; অন্যদের ব্লগ পরিসংখ্যান নিয়ে আপনার অবসেশনটা আমার বোধগম্য না। আবার রাজীবের চুরি — বা অন্যায় — নিয়ে কেউ প্রতিবাদ করলে আপনি এভাবে প্রতিক্রিয়া দেখান কেনো সেটাও আমি বুঝিনা। বিষয়টা অদ্ভুত!

১০| ০৮ ই জুন, ২০২১ রাত ৮:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি মনে করি কোন একটা লেখা বা তার অংশবিশেষ কেউ যদি সুত্র উল্লেখ না করে হুবহু কপি পেস্ট করে তবে তা অন্যায়। কিন্তু কেউ যদি ঐ লেখার তথ্যসমূহ নিজের মত করে প্রকাশ করে তবে সেটা বৈধ। এটা জীবনী বা যে কোন লেখার ক্ষেত্রেই প্রযোজ্য বলে আমি মনে করি। রাজীব নূর অনেক ক্ষেত্রে হুবহু কপি পেস্ট করেন সুত্র উল্লেখ ছাড়া, এটাই সমস্যা। ওনার পোস্ট দেয়ার দুর্বার গতির কারণে উনি কপি পেস্টের শরণাপন্ন হতে বাধ্য হন। উনি যদি সপ্তাহে একটা বা দুইটা পোস্ট দিতেন তবে উনি অনেক ভালো এবং মৌলিক পোস্ট দিতে পারতেন। ওনার এই বিষয়টা ভেবে দেখা উচিত। দ্রুত পোস্ট দেয়ার নেশা ছাড়তে না পারলে ওনার লেখালেখির ক্ষতি হবে। পোস্টের তাড়াহুড়ার কারণে উনি এই সব ত্রুটি করছেন এবং লেখার মান প্রশ্নবিদ্ধ হচ্ছে। উনি ওনার মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না। তবে ওনার অনেক পোস্ট মৌলিক চিন্তাভাবনা প্রসূত। তাই কপি পেস্ট বাদ দিয়ে ওনার উচিত মৌলিক লেখার দিকে ঝোঁকা। বারবার সতর্ক করার পর কেন উনি একই কাজ করছেন এটা একটা বড় প্রশ্ন।

০৮ ই জুন, ২০২১ রাত ৮:৩৪

আরইউ বলেছেন: আপনার মন্তব্যের শেষের লাইনের কথাটা/প্রশ্নটা আমারও। উনি কি অন্য ব্লগারদের কথা বুঝতে পারেননা; উনি কি চুরি করছেন সেটা বুঝতে পারেননা; এটা কি ওনার এক ধরণের ডিজেবিলিটি; উনি কি কেয়ার করেননা...

১১| ০৮ ই জুন, ২০২১ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগিং'এ আপনার কোন অবদান নেই; আপনি যেই কোন ব্লগার নিয়ে লিখলেই উহা আমার কাছে লেখা বলে মনে হবে না; তদুপরি, আপনি এ যাবত যেই ২টি লেখা দিয়েছেন, এগুলো ক্যাচাল ছাড়া অন্য কিছু নয়।

২/৪ কলম লেখেন, দেখান যে, আপনিও ব্লগার; এখন আপনার পরিচয়ও নেই।

০৮ ই জুন, ২০২১ রাত ৮:৩৮

আরইউ বলেছেন: নিন তালগাছটা আপনার!

১২| ০৮ ই জুন, ২০২১ রাত ৮:৩৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি মনে করি কোন একটা লেখা বা তার অংশবিশেষ কেউ যদি সুত্র উল্লেখ না করে হুবহু কপি পেস্ট করে তবে তা অন্যায়। কিন্তু কেউ যদি ঐ লেখার তথ্যসমূহ নিজের মত করে প্রকাশ করে তবে সেটা বৈধ।

আরইউ বলেছেন: যদি ঐ লেখাগুলো অন্য নামে রাজীবেরই লেখা হয়, তার সেটা পরিষ্কার করে বলা উচিত।

আমি সাড়ে চুয়াত্তর এবং আরইউ এর উপরের মন্তব্যের সাথে সম্পূর্ণ একমত।

রাজীব নূরের মৌলিক লেখাগুলো যথেষ্ট মানসম্মত, তার সেই ধরণের পোস্টের সংখ্যাও মন্দ নয় । কিন্তু তিনি যদি অন্য কোনো সূত্র থেকে থেকে কপি পেস্ট করে অগুনিত পোস্টের প্রসবকারী হিসাবে রেকর্ড করতে চান তবে তাকে অবশ্যই সূত্র উল্লেখ করতে হবে বলে আমি মনে করি।

০৮ ই জুন, ২০২১ রাত ৮:৪২

আরইউ বলেছেন:

লেখার মান বিচার করছিনা সংগতকারণেই (খুবই সাবজেক্টিভ বিষয়)। কিন্তু, ওনার চুরি বন্ধ করা উচিত, অথবা, কেন চুরি করছেন তা ব্যাখ্যা করা উচিত। ওনার ঘাড়ে বন্দুক রেখে কেউ চুরি করিয়ে নিলে তার ঝেড়ে কাশা উচিত।

১৩| ০৮ ই জুন, ২০২১ রাত ৮:৪২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: @চাঁদগাজী:
আপনি খামোকা আরইউএর পিছনে লেগেছেন কেন? ব্লগে সবাইকে পোস্ট করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা থাকার প্রয়োজন নেই। মন্তব্য প্রদান করেও সামুতে অবদান রাখছে অনেকেই।

১৪| ০৮ ই জুন, ২০২১ রাত ৮:৪২

ভুয়া মফিজ বলেছেন: বিশ্ব বেহায়া'র পোষ্টটা ইতোমধ্যে বেদখল হয়ে গিয়েছে। কিন্তু ''তিতা বেহায়া'' পোষ্টটা এখনও খালি আছে। :P =p~

০৮ ই জুন, ২০২১ রাত ৮:৪৮

আরইউ বলেছেন:


এই দুঃখের দিনে আপনি হাসছেন!

১৫| ০৮ ই জুন, ২০২১ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:



স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন, " @চাঁদগাজী:
আপনি খামোকা আরইউএর পিছনে লেগেছেন কেন? ব্লগে সবাইকে পোস্ট করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা থাকার প্রয়োজন নেই। মন্তব্য প্রদান করেও সামুতে অবদান রাখছে অনেকেই। "

-আপনি ব্লগের পোষ্ট পড়েন, মন্তব্য করেন, লেখেন; কিন্তু এই ক্যাচাল-মেকার ব্লগে কি করছেন? ৬ বছরে উনার ২টি মাত্র পোষ্ট, ২টাই ক্যচাল। উনি পারলে ২/৪টা পোষ্ট লিখুক; তারপর বুঝা যাবে।

১৬| ০৮ ই জুন, ২০২১ রাত ৯:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি মনে করি কোন একটা লেখা বা তার অংশবিশেষ কেউ যদি সুত্র উল্লেখ না করে হুবহু কপি পেস্ট করে তবে তা অন্যায়। কিন্তু কেউ যদি ঐ লেখার তথ্যসমূহ নিজের মত করে প্রকাশ করে তবে সেটা বৈধ। এটা জীবনী বা যে কোন লেখার ক্ষেত্রেই প্রযোজ্য বলে আমি মনে করি।

সহী কথা।
অতি অল্প সময়ে এতো বড় বড় লেখা পোস্ট করা দেখে আমারও সন্দেহ হয়ে ছিলো কপি-পেস্টের বিষয়টি। উনার একটি পোস্টে আমার একটি মন্তব্যের উত্তরে উনি বলেছিলেন সূত্র লিখতে গেলে ৫০টির বেশি সূত্র উল্লেখ করতে হবে!!!
এতো বড় বড় একটা লেখা, এতো এতো যায়গা থেকে তথ্য সংগ্রহ করে উপস্থাপন করতে আমার অন্ততো ১৫ দিন লাগবে।

০৮ ই জুন, ২০২১ রাত ৯:৩৩

আরইউ বলেছেন: আমি সেই মন্তব্য-প্রতিমন্তব্য দেখেছি। যদি লেখায় ৫০ টি সূত্র থেকে তথ্য নেয়া হয়, তবে ৫০ টি সূত্র উল্লেখ করতে হবে। এটাই সঠিক।

১৭| ০৮ ই জুন, ২০২১ রাত ৯:২৭

অপু তানভীর বলেছেন: ব্যাপারটা বেশ মজার লাগছে। একজনের চুরি ধরা পরেছে অথব কিছু পাব্লিক সেই চুরি নিয়া কথা না বলে, বলতেছে আপনি কি করেছেন! মানে চুরির কথা কইতে গেলেও এখন কিছু করতে হবে! পাব্লিকের যুক্তির বাহার দেখে বড় আমোদিত হই!!
রাজীব সাহেব যে হুবাহু কাট কপি পেস্ট করছে কথা হবে সেইটা নিয়ে। তিনি করেছেন, নাকি করেন নি। অন্যেরা কি করেছে সেটা নিয়ে কেন কথা হবে?

০৮ ই জুন, ২০২১ রাত ৯:৩৬

আরইউ বলেছেন:


এবং এই বিষয়টা বারবার হয়ে আসছে। বিষয়টা নিঃসন্দেহে মজার, কিন্তু খুবই কনফিউজিং। সারাদিন নীতির কথা বলে/লিখে লেখাচোরের জন্য পিঠ পেতে দেয়ার কারণ আমার বোধগম্য না।

১৮| ০৮ ই জুন, ২০২১ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনার ব্লগিং জীবনে, ২টি ক্যাচাল পোষ্ট দিয়ে আপনি নিজকে ক্যচালবাজ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন; এখন চেষ্টা করে দেখেন, ব্লগার হতে পারেন কিনা!

০৮ ই জুন, ২০২১ রাত ৯:৪৩

আরইউ বলেছেন:

ঠিক আছে।
আপনার আর কোনো মন্তব্যকে এখানে এন্টারটেইন করবোনা আমি। দুঃখিত।

১৯| ০৮ ই জুন, ২০২১ রাত ১০:৩৩

ঢাবিয়ান বলেছেন: গুরু যেহেতু কইসেন যে শাগ্রেদ এর কপি পেস্টে কোন সমস্যা নাই তাইলে ধইরা নেন যে এর উপ্রে আর কোন কথা নাই। গুরুর কথাই শেষ কথা।

০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

আরইউ বলেছেন: এই হলো অবস্থা! এরাই নীতির কথা বলে!!

২০| ০৮ ই জুন, ২০২১ রাত ১০:৩৬

সোনালি কাবিন বলেছেন: উপস! কিছু কিছু কপি পেস্ট দিতে থাকলে তো এদ্দিনে সেইফ হয়ে যেতাম। আফসুস

০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

আরইউ বলেছেন: চেষ্টা করে দেখুন। কপি-পেস্ট না করে নিজে টাইপ করবেন। এতে নাকি কপি-পেস্টের দোষমুক্তি ঘটে!

২১| ০৮ ই জুন, ২০২১ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: খুবই বোকার মতো পোষ্ট টি দিয়েছেন। মাথার ঘিলু কি একেবারেই গেছে?
আমাকে হেয় করতে আপনিসহ কয়েকজন উঠেপরে লেগেছেন। আপনাদের ফলাফল শূণ্য।

আমি যে পোষ্টটি দিয়েছি বুঝে শুনেই দিয়েছে। আমার কাছে একটা বই আছে। বইয়ের নাম 'বিখ্যাতদের মজার কথা'। কলকাতা থেকে প্রকাশিত বইটি। এবং এসব কাহিনী ইন্টারনেটে সার্চ করলে অজস্র পাওয়া যাবে।

উক্ত পোষ্ট টি আমি প্রথম সামুতে দেই অনেক বছর আগে। ৫ বা ৭ বছর আগে। সেই পোষ্ট টাই আমি আবার সামুতে দিয়েছি। তবে হ্যাঁ সেখানে রিপোষ্ট দিয়ে দেওয়া উচিত ছিলো। 'রিপোষ্ট' না লিখে দেওয়াটাই আমার ভুল হয়েছে।

তবে আমি কপি পেস্ট করি নি। নিজে টাইপ করে সেই ঘটনা লিখেছি। হুবহু লিখি নি। লিখতে গিয়ে কিছুটা উনিশ বিশ হয়েছে।
যে কোনো লেখা পড়েলেই বুঝা যায়- লেখাটা মৌলিক লেখা না কপি পেস্ট। বিখ্যাতরা আমার বন্ধু না, আমার জন্মের বহু আগে তাদের জন্ম। তাদের আমি দেখি নি। তারা আমার দোস্ত বন্ধু না।

তুচ্ছ বিষয় নিয়ে হাউকাউ বন্ধ করেন। বেইলাইনে যাইয়েন না। লাইনে থাকেন।

২২| ০৮ ই জুন, ২০২১ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: আপনি দুই জন ব্লগারের মন্তব্যের লিংক দিয়েছেন। এরা দুইজনই আমাকে পছন্দ করেন না। এরা সব সময়ই আমাকে অন্দ-মন্দ কথা বলে থাকেন। আপনি বেছে বেছে তাদেরই খুঁজে বের করেছেন। কারন আপনিও তাদের পথের পথিক।

যাই হোক, পোষ্টটি যদি আপনাদের সমস্যা করে তাহলে আমাকে বলুন, আমি মুছে দেই।

২৩| ০৮ ই জুন, ২০২১ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: ভুয়া মফিজ আমাকে বাজে কথা বলেছেন। আমিও পারি আপনাকে বাজে কথা বলতে। কিন্তু বলব না। কুকুর আমাকে কামড় দিলে আমি কুকুরকে কামড় দিতে পারি না।

২৪| ০৮ ই জুন, ২০২১ রাত ১১:০৩

নূর আলম হিরণ বলেছেন: আপনার পোষ্টে বেশ ভালো কমেন্ট পরে। দুইটি পোস্টেই আলোচিত পাতায় এসেছে। আরো পোস্ট দিতে দিন আপনার পোস্ট গুলো আলোচিত পাতায় যাবেই আমার বিশ্বাস।

০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

আরইউ বলেছেন: ধন্যবাদ, নূর, চেষ্টা করবো। আমি আসলে পাঠক হিসেবেই ভালো আছি।

২৫| ০৯ ই জুন, ২০২১ রাত ১২:২৩

মেরুভাল্লুক বলেছেন: বাহ! এখানে বেশ মজা হচ্ছে তো

০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

আরইউ বলেছেন: সে হচ্ছে বৈকি!

২৬| ০৯ ই জুন, ২০২১ ভোর ৪:২২

স্প্যানকড বলেছেন: ঘন ঘন বাচ্চা প্রসব এর ফল ! এত হাউকাউ এর কি আছে ? সবাই সুস্থ থাকুন।

০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

আরইউ বলেছেন: তাতো অবশ্যই! আপনিও সুস্থ্য থাকুন।

২৭| ০৯ ই জুন, ২০২১ সকাল ১১:৫২

রানার ব্লগ বলেছেন: আবার শুরু হইছে !! ভাই আপনাদের সমস্যা টা কি ? কিছু দিন পরপর আপনারা একই ইস্যু নিয়া লাফঝাপ দেন। ধরলাম রাজিব ভাই চুরি করছে , যার লেখা চুরি করছে তাকে এসে বলতে বলুন সরাসরি, তা না করে আপনারা একই ইস্যু নিয়ে হাপিত্যেশ করে মরছেন। নতুবা আরো একটি কাজ করতে পারেন আপনারা হুবাহু কপির লিংক সহ তাকে ধরিয়ে দিন , কাহিনি শেষ। তা না, খালি ত্যানা প্যাঁচানো। রাজিব ভাই কে আপনার বা আপনাদের পছন্দ না, এড়িয়ে চলুন। নাকি ওনার পোস্ট গুলো পাঠক প্রীয়তা পাচ্ছে এটাই আপনার বা আপনাদের চক্ষুশূল।

০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:০১

আরইউ বলেছেন:

তাকে অনেকবার বলা হয়েছে, অনেক প্রমান দেয়া হয়েছে। কিন্তু চোর ব্যাটা না শোনে ধর্মের কাহিনী।

২৮| ০৯ ই জুন, ২০২১ দুপুর ১২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সইত্য বলিলে হাজার মানুষ ঝাঁপিয়ে পড়ে, প্রতিবাদীদের সংখ্যা ফুরিয়েছে। ন্যায়ের পথে চলতে মানুষের এত কষ্ট। অন্যায়ের সঙ্গদানকারীরাও সমান অপরাধী। আল্লাহ এদের হেদায়েত দান করুন

০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:০২

আরইউ বলেছেন:

একটা অন্যায়কে ওনারা অন্যায় হিসেবে মানতে রাজী না। কেন? আমি জানিনা!

২৯| ০৯ ই জুন, ২০২১ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: লেখার শুরুতে আমাকে চোর বলেছেন।
সেটা আপনি অন্যায় করেছেন। এখন আপনাকে আমি ডাকাত বলতে পারি। অথবা তুইতুকারি করতে পারি। দিতে পারি কুৎসিত সব গালি। কিন্তু আপনাকে কিচ্ছু বলব না। মানুষকে অন্দমন্দ কথা বলতে আমার ভালো লাগে না। শুধু বলব। মানুষ হ। হ বলাটা ঠিক হচ্ছে না। হন। মানুষ হন।

০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৫

আরইউ বলেছেন:

রাজীব, রিড দা রুম। নিজেকে এডুকেটেড করুন। আপনি লেখা চুরি করেছেন-করছেন, আপনাকে লেখা চোর বলা হয়েছে। আপনার যদি মনে হয় অন্যায় করা হয়েছে, ব্লগের এডমিনকে বলুন। আপনার যদি মনে হয় আপনি আসলেই নির্দোষ, আপনি কতৃপক্ষকে বলুন, পোস্ট দিন।

৩০| ০৯ ই জুন, ২০২১ দুপুর ২:০৭

অপু তানভীর বলেছেন: চোরের মুখে নীতি কথা শুনতে বেশ মজাই লাগে । প্রতি নিয়ত অন্যের লেখা কোন প্রকার সুত্র রেফারেন্স ছাড়া সামুতে পোস্ট করে যাচ্ছে তাকে চোর বলবে না তো কী বলবে !

০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৮

আরইউ বলেছেন:

চোরকে চোর বলা যাবেনা, এতে চোরের অপমান হয়! চোরের সাক্ষীরা আবার চোরের প্রতি খুবই লয়াল। তারা চোরকে চোর বলা মেনে নিতে পারবেনা।

৩১| ০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৫

আখেনাটেন বলেছেন: রাজীব ভাই আবার অকাম করেছে........লে হালুয়া........রাজীব ভাই কি আলঝেইমারে আক্রান্ত হয়েছে নাকি......আমাকে তো বটেই মডুকেও বেশ কয়েকবার প্রতিশ্রুতি দিয়েছে যে, সে এবার থেকে রেফারেন্স উল্লেখ করবে.....এ ভুল আর করবে না।

এটা যে একটি অন্যায়, সেটা আমি উনাকে নানাভাবে বুঝানোর চেষ্টা করেছি......আরো দু-চারজন ব্লগারকে জানি, উনারাও আরো শক্তভাবে চেষ্টা করেছেন এইসব চৌর্যবৃত্তি থেকে নিবৃত করতে....কে শোনে কার কথা? ছোট অন্যায় বড় অন্যায়কে ডেকে আনে।

রাজীব ভাই হতে পারে বর্তমানে দেশ যেভাবে চলছে তার প্রকৃষ্ট উদাহরণ। দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে ফেলেছে। সরকারী কর্মচারীরা উপরী ইনকামকে নিজেদের হক মনে করছে। মানুষ আর দুর্নীতিবাজ লোকদের ঘৃনা করে না, বরং সমীহ করে। সমস্যা জাতির মস্তিষ্কে প্রোথিত হয়ে গেছে মনে হচ্ছে।

০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:১১

আরইউ বলেছেন:


চমৎকার বলেছেন আখেনাটেন। অনেকে ওনাকে বোঝাতে চেয়েছেন, উনি কারো কথা কানে তুলবেননা।
আপনার মন্তব্যের শেষ প্যারাটার জন্য বিশেষ করে ধন্যবাদ; এরচেয়ে ভালো করে পুরো বিষয়টা নিয়ে আমার হতাশার কথা বলতে পারতামনা।

৩২| ০৯ ই জুন, ২০২১ রাত ৮:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
Plagiarism is presenting someone else's work or ideas as your own, with or without their consent, by incorporating it into your work without full acknowledgement. All published and unpublished material, whether in manuscript, printed or electronic form, is covered under this definition.


একটা গবেষণায় অনেকগুলো মেটারিয়াল কনসাল্ট করে নিজের মতামত দাঁড় করাতে হয়, গবেষণাপত্রটি নিজের ভাষায়ই লিখতে হয়। লেখার জন্যও নির্দিষ্ট কিছু নিয়মকানুন আছে, যেমন, কিছু অংশ হুবহু লিখলে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, হুবহু না লিখে শুধু ভাবটুকু লিখলে তা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয় না, কিন্তু যেটা করতে হয় সেটা হলো সূত্র উল্লেখ। এটা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে আপনি এ অংশটুকু কোথা থেকে পেয়েছেন।

সারাংশ : অন্যের লেখা বা ভাব, আপনি যেভাবেই নিজের প্রবন্ধে লিখুন না কেন, সূত্র উল্লেখ করা আবশ্যিক; অন্যথায় সেটা Plagiarism হবে এবং গবেষণাপত্র বাতিলসহ আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

ব্লগ হলো নিজেকে শুদ্ধ ও শুদ্ধতর করার, অনুশীলন করার উত্তম জায়গা। নকল ও টুকলিফাইয়িং থেকে বেরিয়ে আসা অবশ্যই বাঞ্ছনীয় আমাদের সবার জন্য।

১০ ই জুন, ২০২১ দুপুর ১:৩০

আরইউ বলেছেন:

কে শোনে কার কথা! তাকে বারবার বলা হয়েছে, কিন্তু সে কারো কথা কানে তোলেনি, তুলছেনা, তুলবেনা বলে মনে হয়।

৩৩| ০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৪:০২

নীল আকাশ বলেছেন: চোরের আবার বড় গলা। আবার এই চোরের সমর্থনে আরেক বড় চোর এসে সাফাই গাইছে। সাবাস!
বুঝাই যাচ্ছে এসব কয়টা একই খোয়াড়ের প্রোডাক্ট।

২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৭

আরইউ বলেছেন:



দুঃখিত, মন্তব্যটা আগে চোখে পরেনি। ভালো থাকুন।

৩৪| ২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৭

সোনালি কাবিন বলেছেন: চোরের মার তো দেখি আসলেই গলা বড়!

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:১৮

আরইউ বলেছেন:


কাকে চোরা বলছেন? সে এখন সার্টেফায়েড “সেরা ব্লগার“।

যাহোক, চোরা ভেবেছে লোকে সব ভুলে গেছে। তাই পোস্ট আবার জ্যান্ত করলাম।

৩৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাইর ৩২ নং মন্তব্যে দেয়া পরামর্শটুকু পুঙখানুপুঙ্খরূপে অনুসরণ করাটা সকল লেখকদের কাছ থেকে একান্ত বাঞ্ছনীয়। সেটা করলে আর কোন ঝামেলাই থাকবে না/ হবে না।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:০১

আরইউ বলেছেন:



একদম ঠিক বলেছেন তবে রাজীব কারো কথা শুনবে বলে মনে হয়না!

৩৬| ১৬ ই মার্চ, ২০২৪ রাত ১০:৩৬

বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট বলেছেন: যেখানে জাফর ইকবালের মতো লেখকরা পাঠ্য বই এ গ্যাঞ্জাম করতেছে , সেখানে রাজিব তো কোন ফুট ফুটে সুন্দর

১৬ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৩

আরইউ বলেছেন:



রাজীবের চুরি বংশগত রোগ, জেনেটিকালি পেয়েছে।

৩৭| ১৬ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৬

বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট বলেছেন: হয়তো ফেমিলির কেও রাজাকার ছিলো ,

১৬ ই মার্চ, ২০২৪ রাত ১০:৫৬

আরইউ বলেছেন:




এখানে রাজাকার এলো কোথা থেকে!! আপনার উদ্দেশ্য কী?

৩৮| ১৬ ই মার্চ, ২০২৪ রাত ১১:১৩

অপু তানভীর বলেছেন: নাম দেখে বুঝেন নাই তার উদ্দেশ্য কী? দুদিন আগেই নিক খোলা । এরা যার তার সাথে রাকাজার যুক্ত করে রাজাকার শব্দটাকে হালকা করে চায় !

১৬ ই মার্চ, ২০২৪ রাত ১১:১৭

আরইউ বলেছেন:



বুঝতে পারছি,অপু! ওনার নিকের প্রথম প্রফাইল পিক ছিল ফাকিস্তানের পতাকা সেটাও গতকাল খেয়াল করেছি (আপনিও দেখেছিলেন হয়ত)।

৩৯| ১৬ ই মার্চ, ২০২৪ রাত ১১:২০

মোহাম্মদ গোফরান বলেছেন:


বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট এর প্রথম প্রোপিক।

১৬ ই মার্চ, ২০২৪ রাত ১১:৩১

আরইউ বলেছেন:



ধন্যবাদ, গোফরান। আমি কালকেই এটা নোট করেছি।

৪০| ১৮ ই মার্চ, ২০২৪ রাত ১:৩০

অপু তানভীর বলেছেন:

আপনার জন্য কুইজ, এই যুগান্তকারী পোস্টটির লেখক কে? :D

১৮ ই মার্চ, ২০২৪ সকাল ৭:১৯

আরইউ বলেছেন:



আমাদের সবার প্রিয় পিগমী সম্রাট লিলিপুটগাজী!

৪১| ০২ রা মে, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮

পাইকার বলেছেন: বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট এর প্রথম প্রোপিক।


ছাগুটাকে সামু এখনও ব্যান করছে না কেন? সামুর কাছে তো প্রুফ থাকার কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.