ল্যাটেক্স কিন্তু ল্যাটেক্স কনডম নয়, একটি ডকুমেন্ট প্রসেসীং সিস্টেম। সহজ কথায় এটি তাই করে থাকে যেটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা হয়। কিন্তু একটু জটিল পনথায়।
আমরা অনেকেই প্রোগ্রামী ল্যঙ্গুয়েজ সম্বন্ধে জানি। ল্যাটেক্সও অনেকটা সেই ভাবে কাজ করে। মনে করুন আপনি একটি ডকুমেন্ট লিখবেন, সেটি প্রথমে কিছু কমান্ড সহযোগে লিখে ফেলুন, তারপর ল্যাটেক্স প্রসেসরের মধ্যে দিয়ে চালিয়ে দিলেই পাবেন পিডিএফ, যেটা আপনি ব্যবহার করতে পারেন।
জটিল কথা বার্তা বাদ দেই। উপরন্তু ল্যাটেক্স ব্যবহারের ভাল বা খারাপ দিক গুলো আপাতত আলোচনার বাইরে রাখি। চলুন হাতে 15 মিনিট সময় থাকলে, ছোট্ট একটি ল্যাটেক্স ট্রেনিং হয়ে যাক। ভুল বললাম, 15 মিনিট সময় ঠিকই, কিন্তু ল্যাটেক্স সফটওয়্যার ডাউনলোড, ইনস্টলেশন ইত্যাদি বাদ দিয়ে।
প্রথমে ডাউনলোড এবং ইনস্টল করুন মাইকটেক্স (বা মিকটেক্স) এখান থেকে http://www.miktex.org/Setup.aspx। আপাতত 32 মেগাবাইটের বেসিক সিস্টেম দিয়ে শুরু করতে পারেন। ওহ বলা হয়নি, এটি উইন্ডোজ ইউজারদের জন্য। যদি লিনাক্স ইউজার হন তাহলে সম্ভবত এটি ইতিমধ্যে আপনার সিস্টেমে ইনস্টল আছে। লিনাক্স ইউজার হলে আমাকে আপনার ডিস্ট্রিবিউশনের নাম সহ জানান। সেমতে উত্তর দেয়া যাবে।
মাইকটেক্স এর ইনস্টলেশন শেষ হলে পরে একটি এডিটর ডাউনলোড করুন। আপাতত http://www.latexeditor.org/ থেকে ল্যটেক্স এডিটরটি ডাউনলোড এবং ইনস্টল করুন।
এরপর প্রোগ্রাম লিস্ট থেকে LEd রান করুন। File > New ক্লিক করুন। এরপর একটি উইন্ডো দেখতে পাবেন। সেখানে Templates লেখাটিতে ক্লিক করুন এবং Paper সিলেক্ট করুন। তারপর ওকে ক্লিক করুন। বাম দিকের প্যানেলটায় Paper.tex দেখতে পাবেন, ডাবলক্লিক করে ওপেন করুন। title{...} বদলে title{Testing latex} লিখুন। অন্যান্য ... গুলোও এভাবে প্রয়োজনমত বদলে নিন। এরপর কিবোর্ডে F9 প্রেস করুন। অতঃপর টুলবারে পিডিএফ লেখাটি ক্লিক করুন। এরপর Ctrl + Shift + P একসাখে প্রেস করলে ডকুমেন্টটি দেখা যাবে।
Whew। এত কিছু করে মাত্র কয়েকটি লাইন দেখানো? সুতরাং সাবধান করে দিতেই লিমিটেশন গুলোর ব্যাপারে -
1. এটি মূলত গবেষক বা বিজ্ঞানীদের একটি টুল। সাধারন টুকটাক ব্যবহারের জন্য নয় মোটেই।
2. কিছু নু্যনতম কম্পিউটার জ্ঞান চাই এটা ব্যবহার করতে।
3. এটা শেখার রাস্তা কন্টকপূর্ণ।
তো যাই হোক ভাল দিক গুলো আর লিখলাম না। দেখি কার এ পর্যন্ত আগ্রহ থাকে। এর গুনগান পরেও গাওয়া যাবে। উপকারী মনে হলে জানাবেন, নইলে আমিও আগ্রহ হারিয়ে ফেলব পোস্ট করার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০