এ কেমনতরো বেঁচে থাকা, বলো???
নির্ঘুম রাত জেগে রয় চাঁদের টিমটিমে আলোয় ভর করে...
দূরে কোথাও একটানা ঢেকে যায় নিশুতি রাতের ডাহুক!
একাকী আমার সাথে পাল্লা দেয় ও পাড়ার ছলিমুদ্দির কুত্তাডাও!
আমি কেমনতরো বেঁচে আছি বল তুই একেবার???
সময় ও স্রোত বহে যায় নিনির্মেষ!
আমি শুধুই ঘুরেফিরি হতাশার ঘোর অমানিশায়!
দিন যায়, রাত যায়, কেটে যায় আমার একাকীত্বের প্রহর।
কিইবা... বাকিটুকু পড়ুন
