আমি ভাই আওয়মীলীগও করি না আবার বিএনপিও করি না। একজন সাধরণ নাগরিক হিসাবে নিয়মিত সংবাদপত্র পড়ি এবং দেশকে ও দেশে কি হচ্ছে তা জানার চেষ্টা করি। সাম্প্রতিক সময়ে কিংবা তার আগে থেকেও একটা বিষয় আমি লক্ষ্য করেছি আওয়ামীলীগ ও বিএনপি রাজনীতিতে একই সূত্র গাঁথা। এক কথায় মূদ্রার এপিঠ আর ওপিঠ।
দেশ পরিচালনায় সফলতা ও ব্যর্থতা উভয় দলেরই আছে কম আর বেশী।
এক দল আরেক দলের ব্যর্থতা বলে তাদের সফলতার মানদন্ড নির্ণয় করে থাকে। তাতে জনগণ কি বলল বা কি অবস্থায় আছে তাতে কিছু উভয় দলের কিছু যায় আসে না।
তবে উভয় দলের প্রধানদের মধ্যে আমি একটা বিষয় লক্ষ্য করছি,
শেখ হাসিনার তুলনায় খালেদা জিয়া অনেক পরিচ্ছন্ন ও মার্জিত কথা বলেন।
যা একজন দলীয় প্রধান ও রাস্ট্রপ্রধান হিসেবে সেটা ক্ষমতায় থাকার সময় ও ক্ষমতায় না থাকার সময়ও।
(দয়া করে কেউ এটা দলীয় পোষ্ট বা মতামত ভাববেন না)
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৭