বাংলাদেশে এখন দুই সরকার
১. আওয়ামীলীগ সরকার....
২. ইমারান এইচ সরকার...
তবে আওয়ামীলীগ সরকার একটি সাংবিধানিক সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করছে.....কিন্তু ইমারান এইচ সরকার একটি অসাংবিধানিক ব্যক্তি...তার কোন রাষ্ট্রীয় বা রাজনৈতিক পদ নেই কিন্তু আমার কথা হচ্ছে এই ইমারান এইচ সরকার দিন দিন রীতিমত যেভাবে আওয়ামীলীগ সরকারকে ডিক্টেট করে যাচ্ছে ও সরকারকে আল্টিমেটাম দিচ্ছে যা অসাংবিধানিক এবং শুধু তাই নয় যেভাবে সে সাড়া বাংলাদেশে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিচ্ছে সেটাও কিন্তু ঠিক নয় কেননা সরকারী,বেসরকারী বিভিন্ন প্রতিস্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ একমাত্র সাংবিধানিক ভাবে স্বরাষ্ট্র মন্ত্রনালয় দিতে পারে কোন অসাংবিধানিক ব্যক্তি দিতে পারে না। বাংলাদেশে জাতীয় পতাকা সাধারন বিষয় নয় এটা ভেবে দেখার বিষয়।
দেখে মনে হচ্ছে আওয়ামীলীগ সরকারের কোমড় ভেংগে গেছে আর ইমারান এইচ সরকার তাদের কান্ডারী।
তবে আমার যেটা মনে হয় আওয়ামীলীগ সরকারের যদি এই শাহবাগের আন্দোলন নিয়ে আবার ক্ষমতায় যাওয়ার হীন কোন চেস্টা না চিন্তা থাকে তাহলে এই শাহবাগই একদিন আওয়ামীলীগ সরকারের জন্য বিষফোঁড়া হয়ে দেখা দিবে।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:১২