১। মেয়ে ব্লগারের নাম দেখলেই লাফিয়ে উঠবেন না! 'মাইয়্যা' নিকের ব্লগারটি 'ছাইয়্যা' হতে পারেন! তাই সাধু সাবধান!
২। মেয়ে ব্লগারদেরকে আলাদা চোখে দেখার দরকার নেই! জেন্ডার বৈষম্য করবেন না! ছেলে হোক, মেয়ে হোক সব ব্লগারই সমান!
৩। নারী ব্লগারদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক সৃষ্টির পায়তারা করবেন না! ফোন নাম্বার চেয়ে বসবেন না, প্রেম বা বিয়ের প্রস্তাব দিবেন না!
৪। ঘনঘন 'আপু', 'আপুনি', 'আপ্পি' করে করে মেয়েদেরকে মাথায় তুলবেন না! নিজেকে 'ছ্যাবলা' বানাবেন না!
৫। পোস্ট না পড়েই 'পুত্তুম পিলাচ' দিবেন না! অতি ভক্তি চোরের লক্ষণ! এই কানা ভক্তি নিজেই তেমন 'পিলাচ' পাওয়ার বাসনা!
৬। কাউকে গালি দিবেন না! "মাছটার পোলাটার মুখ খারাপ! বেয়াদপের হাড্ডি!" - এভাবে না বলে বলুন, "শিক্ষিত হয়েও ছেলেটা জানে না কিভাবে কার সঙ্গে কথা বলতে হয়। ওর দুর্ব্যবহার দেখে আমারই লজ্জা লাগছে!" আশা করা যায়, এতে অভিযুক্তের বোধোদয় হবে, অনুতপ্ত হবে। হলে ভালো, না হলে নিজেকে তার পর্যায়ে নামাবেন না!
৭। কপি-পেস্ট করবেন না! অন্যের লেখা নিজের নামে চালাবেন না! ইন্টারনেটে প্রাপ্ত রিসার্চ নিজের দাবি করে বসবেন না! নকল হতে সাবধান!
৮। আপনি যদি নারী ব্লগার হোন, নারী হবার আলাদা ফায়দা ওঠাবেন না! এটা সত্যিই করা যায়, কিন্তু আপনি করবেন না!
৯। ব্লগীয় পণ্ডিত, ব্লগীয় বুদ্ধিজীবীদের বিভিন্ন সবক, যেমন: 'ব্লগটা কবিতা লেখার জায়গা না, ব্লগ সাহিত্য চর্চার স্থান না' - এমন কথা শুনলে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে ফেলুন! ব্লগ আপনার স্বাধীনতা! "যেমন ইচ্ছে লেখার ... কবিতার খাতা"! গদ্য হোক, পদ্য হোক - বাধ ভাঙ্গাটাই আসল!
১০। ব্লগে নিজের কথা প্রাণ খুলে লিখুন, 'আমি', 'আমার' শব্দগুলো বারবার আসুক, আত্মকাহিনী আসুক, কোন সমস্যা নেই! ব্লগটাই হলো নিজের কথা বলার জায়গা!
১১। কমেন্টের বদলে কমেন্ট, লাইকের বদলে লাইক এমন কুচক্র পরিহার করুন! কিছু পাবার আশায় কিছু দেবার দরকার নেই! স্বচ্ছতা ও স্বতঃস্ফূর্ততা চাই!
১২। আপনার পোস্টে হিট নেই, কোন কমেন্ট নেই, লাইক নেই, শেয়ার নেই তাই মন খারাপ করবেন না! এই সব আপনার সফলতার মাপকাঠি না! আপনি নিজেকে নিজের মনের মতো করে প্রকাশ করতে পারলেই আপনার সফলতা!
১৩। ব্লগে এসে বছর না ঘুরতেই ব্লগারদের সহানুভূতি পাবার আশায় 'সংকলন পোস্ট' দিবেন না! শর্টকাটে জনপ্রিয় হবার কামনা পরিহার করুন!
১৪। নিজেকে 'সিনিয়র ব্লগার', 'হেভি ওয়েট ব্লগার' এমন গালভরা বিশেষণে ভূষিত হতে দেখে আত্মসুখে বাকি জীবনটা পার করে দিবেন না! দুই-চার পোস্টের হিরো না হয়ে নিয়মিত ব্লগিং করুন, মাটির কাছাকাছি থাকুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন!
১৫। 'গ্যাংবাজি', 'অনলাইন মাস্তানি' করবেন না! নিজের সহ-ব্লগারদেরকে 'আমার পোলাপাইন' বলবেন না! এখানে আপনি 'অনুসারী' সৃষ্টি করতে আসেন নাই, 'পীর বাবা' হতে আসেন নাই, 'গুরু' সাজতে আসেন নাই! ব্লগিং করতে আসছেন, ব্লগিং করুন!
১৬। সহ-ব্লগারের পোস্টে অপ্রাসঙ্গিক লিংক বিলি করবেন না!
১৭। ক্ষেত্রবিশেষ ছাড়া 'তুমি', 'তুই' পরিহার করা উচিত! "অপরিচিত জনকে 'আপনি' বলুন"!
১৮। সস্তা জনপ্রিয়তার উদ্দেশ্যে "১৮+ পোস্ট" খেলা বন্ধ করুন!
১৯। অন্য ব্লগারকে অনুকরণ করবেন না! অন্যের বিশেষ ব্যবহৃত শব্দ, শিরোনাম/উপ-শিরোনাম, চিহ্ন, স্টাইল যা ইতোমধ্যে অন্যের বলে প্রতিষ্ঠিত হয়ে গেছে- সেসব নকল করবেন না! সে এভাবে লিখে সফল হয়েছে, তাই বলে আপনিও সেভাবে লিখবেন না! ঘিলু তার মাথায়ও আছে, আপনার মাথায়ও আছে- তারটা সে কাজে লাগিয়েছে, আপনারটা আপনি কাজে লাগান! "জ্বলে উঠুন আপন শক্তিতে!"
১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস, তাই পয়েন্ট ১৯টা রেখেছি! সবাইকে জানাই বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা!
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩