একুশ যদি হয় আঁধারের মাঝে একটু আলো
তবে সেই আলো নিভতে দেবো নাকো কখনো
একুশ যদি হয় শীতের মাঝে একটু উষ্ণ রৌদ্র
তবে সেই রৌদ্রকে বিলীন হতে দেবো নাকো কখনো ।
একুশ যদি হয় মরুর বুকে জল একফোটা
তবে সেই জল কখনো শুকাতে দেবো না
একুশ যদি হয় উড়ন্ত বিহঙ্গের খুঁজে পাওয়া একটি আকাশ
তবে কাউকে দেখতে দেবো না সেই আকাশের বিনাশ ।
একুশ যদি হয় সন্তানহারা মায়ের হৃদয়ে জন্মানো- একফোটা সুখ
তবে সেই সুখ, যে কোন মূল্যে হোক, দেখবে না কখনো- মৃত্যুর মুখ
একুশ যদি হয় উৎসর্গিত সন্তানের পিতার বুকে গর্জে উঠা- গর্ব
তবে সেই গর্বকে, যে কোন মূল্যে হোক, হতে দেবো নাকো- খর্ব ।
কারণ,
একুশের স্মৃতির গভীরতা পবিত্র রক্তে রাঙানো
একুশের স্মৃতিতে লুকিয়ে আছে বুলেট খচিত শত স্বপ্ন ।
কারণ,
একুশের স্মৃতি শত মায়ের নিষ্পাপ আর্তনাদ মাখানো
একুশের স্মৃতি শত বাবার অমৃত দীর্ঘশ্বাসে জড়ানো ।
কারণ,
একুশের স্মৃতি দাঁড়িয়ে আছে গাঢ় লালে রক্তাক্ত মৃত্তিকার মাঠে
একুশের স্মৃতি নিমগ্ন হয়েছে বুলেটে ফোটা দুঃসাহসী আত্মার দেহে ।
কারণ,
একুশের স্মৃতি লিখা হয়েছে এক অকুতোভয় জাতির পবিত্র স্বপ্নে
একুশের স্মৃতি রক্ষিত আছে এক নির্ভীক জাতির নিষ্পাপ বুকে ।
ভাষা আন্দোলনে উৎসর্গিত আত্মার মাগফেরাত কামনা এবং গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ।
সবাইকে আসন্ন প্রিয় একুশের পবিত্র শুভেচ্ছা ।