যাপিত জীবনের বেলা দুপুর গড়িয়ে
পার হচ্ছি সময়ের সূক্ষ্ম চালে
কুঁজ পিঠে বার্ধক্যের হাতছানি
মৃত্যুশোক এখন বড্ড কাঁদায়
হয়তো সান্নিধ্য এসে গেছে বলে ।
জন্মে কেঁদেছি কহেছেন সুধী জন
জেনেছিল হয়তো অবুঝ বোবা আত্মা
এই ধরণীর বুকে হারাবো সতত
সাক্ষী-প্রমাণাদিতে পরিতুষ্ট হৃদয় ।
স্বপ্নবৎ কিশোর মন চেয়েছিল পূর্ণতা
দিশেহারা যৌবনে বাস্তবতার সাক্ষী টানা
আজিকে বেলা দুপুর শুধায় শুন্যতাই পূর্ণতা
অপেক্ষা শুধু এখন মুঠি হাত মেলে চোখ বোজা ।