এটা যে একটা ভিত্তিহীন ঘটনা তার কিছু কারণ নিচে দেওয়া হলো -
1. খবরটা প্রথম বের হয় http://www.alnilin.com এই ওয়েব সাইটটিতে। এটি একটি সুদানিজ অনলাইন নিউজ ওয়েব সাইট। ওমানের কোন নিউজ সার্ভিসের সাথে এদের কোন সম্পর্ক নেই।
2. খবরটা ওমানের কোন দৈনিক সংবাদপত্রে বা অনলাইন নিউজপেপারে ছাপানো হয়নি। ওমানের মাস্কটে ঘটনাটি ঘটল আর খবর বের হল সুদানিজ ওয়েব সাইটে!!!!!!!
3. http://www.alnilin.com এবং http://www.dayniile.com ওয়েব সাইট দুটি যথাত্রমে সুদান ও সোমালিয়ার ওয়েব সাইট। এ রকম একটা উল্লেখযোগ্য ঘটনা অন্য কোন ইসলামিক বা আরবী ওয়েব সাইটে প্রকাশ পেলনা এর থেকে কি প্রমানিত হয়?
4. এরকম একটা ঘটনা http://www.alnilin.com তাদের ফ্রন্টপেজে কেন দিলোনা?
5. এই খবরে যে ছবিটি ব্যবহার করা হয়েছে তা অন্য আর এক জনের ওয়েব সাইট থেকে চুরি করা। ছবিটি Patricia Piccinini নামে একজন শিল্পির তৈরী করা ভাস্কর্যের। http://www.patriciapiccinini.net এই ওয়েব সাইটে গেলে আপনাদের বিষয়টি পরিস্কার হয়ে যাবে।
6. নিচের দ্্বিতীয় ছবিটা দেখুন। ওদের কথা অনুযায়ী একজন মেয়ে ক্যাঙ্গারু হয়েছে। তাহলে এতগুলো ক্যাঙ্গারু মানবী এলো কোথা থেকে???
সবশেষে, প্রিয় পাঠক একটা ভিত্তিহীন গল্প বিশ্বাস করে বোকা হবেননা। যারা এই খবরটা রটিয়েছে তারা মুসলিমদের ইসলামিক অনুভুতিকে কাজে লাগিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে।
ছবি দুটো http://www.patriciapiccinini.net থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০০৬ রাত ১০:২৫