হাবল টেলিস্কোপ বৃহৎ চারটি টেলিস্কোপের একটি। এই টেলিস্কোপটি দৃশ্যমান আলোর রেঞ্জে কাজ করে।
নেবুলা: নেবুলা হচ্ছে গ্যাসের বিশালাকার মেঘ, যার মধ্যে গ্যাস ঘনীভূত হয়ে তারার জন্ম হয়।
গ্যালাক্সিঃ মিলিয়ন মিলিয়ন তারা, গ্যাসীয় নেবুলা, ব্লাক হোল, ডার্ক ম্যাটার এগুলো নিয়ে গ্যালাক্সি গঠিত হয়। মাধ্যাকর্ষণের টানে গ্যালাক্সির ভেততের বস্তু একসাথে থাকে। সাধারণত গ্যালাক্সির কেন্দ্রে একটি সুপার-ম্যাসিভ ব্লাকহোল অথবা কোয়াসার থাকে। নক্ষত্র ও অন্য উপাদানগুলো এই কেন্দ্রের চারিদিকে প্রদক্ষিণ করে। গ্যালাক্সির আকার স্পাইরাল, গোলাকার, অনিয়মিত আকারের হয়ে থাকে।
একটি স্পাইরাল গ্যালাক্সি।উজ্জ্বল বিন্দুগুলো নক্ষত্র নির্দেশ করে।
আরেকটি স্পাইরাল গ্যালাক্সি, যার তলটি আমাদের দিকে রয়েছে, তাই পাশ থেকে দেখা যাচ্ছে।
আরেকটি স্পাইরাল গ্যালাক্সি
দুটি গ্যালাক্সির মধ্যে সংঘর্ষ।
চারটি গ্যালাক্সির গ্রুপ। মাঝখানের গ্যালাক্সিটির দুটি সক্রিয় কেন্দ্র রয়েছে। সম্ভবত বাইরের দিকের তারাগুলো গ্যালাক্সিটিকে বাংলা ৪ বর্ণের মত আকারে প্রদক্ষিণ করে।
তিনটি গ্যালাক্সির গ্রুপ।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১১ বিকাল ৪:৪১