সামুতে আমার একাউন্ট কখনো ছিলনা। আমার বন্ধুর প্রতি সন্মান জানাতেই শুধু একাউন্ট টি খোলা। আমার জীবন এর অন্যতম সেরা উপহার এই পোস্ট টি। আমি অনেক দুরে আসি, তাই বলে ভেব না ভুলে গেছি , বেস্ততা মাঝে তোমাদের সবার কথায় মনে হয়। কি করে ভুলি সেই সময় এর কথা?
তোমার মনে আছে কিনা জানি না, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তোমার আমার বৈরিতা? শেষের দিকের নাটকীয়তা? সেই বিদ্ধংসী ঝগড়া? যা রিমন, প্রিয়াঙ্কা, সৌরভ, শাহীন, cr, শরিফ, সাদ, মংগল .... এক যোগে চেষ্টা করে থামাতে পারছিলনা ? ভাবতে পেরেছিলে সেইদিন বিকাল এই কি আশ্চর্য তোমাদের জন্য অপেক্ষা করছিল? জীবন এ একবার ই LH এর গেট এর কাসে গেছি তাও তোমার ই জন্য

খালেদ - আশা এর বিয়ের দিনটা কিন্তু আমার স্মৃতির কোনে এখনো জেগে আছে। RAG DAY? মনে কি পরে সেই অপরাহ্নের কথা যখন আমি তোমার ভালো এক বন্ধু কে ফিরিয়ে দিয়েছিলাম তোমার কাছে ?
খুব বেশি বলা হয়ে যাবে তাও বলি, শেষ দিন প্রথম ও শেষ বার এর মতো রূপসী নগর ঘুরে বেরিয়েছিলাম এক সাথে?
এর পর ও কি বলবে আমি ভুলে গেছি ? ভালো কি খারাপ সবসময় আমি তোমার পাশে আছি, থাকবো। বন্ধুতার দাবি নিয়ে বার বার ফিরে আসব, বেশি না এক কাপ চা খাবালেই চলবে।
আমি তোমার প্রতিটি লেখা পরি। খুব ভালো লাগে। চালিয়ে যাও। পারলে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে কিছু লিখো।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৩৫