প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের দোরগোড়ায় শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়ার জন্য দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
আজ রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে জাতীয় সমাজসেবা দিবস ও সামাজিক নিরাপত্তা বলয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সামাজিক কার্যক্রমের অধীনে প্রদত্ত ভাতাসমূহ সরাসরি মানুষের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সব ভাতা দেওয়া হবে। ফলে মধ্যস্বত্বভোগীরা কোনো ধরনের সুযোগ বা ভাতা গ্রহণকারীদের ঠকাতে পারবে না।
----------------
কত কিছুই লিখি ব্লগে। প্রত্যাশা থাকে নীতিনির্ধারকদের কারো চোখে যদি পড়ে ! যদি কেউ তাদের কানে তোলে! পলিসি লেভেলে কিছু পরিবর্তন এলে নিজেকে সার্থক মনে হয়। এমনিতে জানার কোন উপায় নেই, শেখ হাসিনা কিংবা শিক্ষা মন্ত্রী অথবা আমলাদের কেউ কিছু পড়লো কিনা। (মডু মশাই, তেমন কিছু ঘটলে জানাবেন দয়া করে, খুশি হওয়ার মত কটা ঘটনাই বা ঘটে , বলুন?)
তারপরেও আজকের এই খবরটা পড়ে মনে হলো, শেখ হাসিনা নিজে না হোক, কেউ পড়ে তাকে শুনিয়েছে। বিশেষ করে, সরকারী বেতন, শিক্ষা বৃত্তি ও সরকারী ভাতা মানুষের হাতে নির্বিঘ্নে পৌঁছানোর জন্য ব্যক্তিগত ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা পৌঁছানোর প্রস্তাব করেছিলাম । ৬৪ জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবও দিয়েছিলাম - যেন এলাকার জন্য গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে সেই সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষা ও ইন্টার্নশীপ চালু হয়।
সত্যি সত্যি যদি ব্লগ পড়ে কেউ এসব পদক্ষেপ নিয়ে থাকে, তাহলে বাংলাদেশের রাজনীতি ও নীতি নির্ধারন (পলিসি মেকিং ) এ তা হবে সবচেয়ে বড় সাফল্য।
প্রধানমন্ত্রী , আপনার সাথে কথা বলা খুব কঠিন। আমরা পৌঁছাতে পারি না। আপনি যদি ব্লগ পড়েন- তাহলে সত্যিই খুব উপকার হয়। আমি জানি, আপনি নিয়মিত বেশ কয়টা দৈনিক পত্রিকা পড়েন। ডিজিটাল বাংলাদেশের পথিকৃত হিসেবে আশা করছি, ব্লগকেও সংবাদ ও মতামত জানার মাধ্যম হিসেবে ব্যবহার করবেন। এবং সেই সব মত ও চিন্তা ভাবনার প্রতিফলন আমরা সরকারী নীতি ও কার্যবিধিতে দেখব।
২০১১ সালের নতুন বছরে শুভেচ্ছাসহ এই একটাই প্রত্যাশা।
আমার কিছু বাংলাদেশ বিষয়ক লেখা ঃ
আইডিয়া বোর্ড / পরিকল্পনা / টাস্ক ম্যাট্রিক্স
সাবমেরিন কেবল , ব্রড ব্যান্ড রপ্তানির পাগলামি আর ঘরে ঘরে চাকুরীর জন্য একটা বিকল্প প্রস্তাব
ডিজিটাল মনিটরিং, ডাটাবেজ, স্কুলে সোলার প্যানেল ও কম্পুটার ল্যাব, ব্লগের নতুন ফিচার - কিছু মতামত
সামু ব্লগে ইংরেজি পোস্ট এবং মন্তব্য ঃ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও আপনাদের মতামত
নতুন ও তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে এই রকম খবর, ব্লগ পোস্ট দেখতে চাই ।
বিদ্যৎ সমস্যার সম্ভাব্য সমাধান ও জাতীয় পরিচয় পত্র - কিছু ভাবনা ।
কার্যকরী শিক্ষা ব্যবস্থা এবং মাননীয় শিক্ষা মন্ত্রী , কিছু অনুরোধ !
(নারী) পুরুষের যৌণ সমস্যা নাকি আমাদের শিক্ষার সমস্যা ? কিছু প্রশ্ন , কিছু প্রস্তাব - সমস্যার উল্লেখ কিংবা হতাশা প্রকাশ নয়, আসুন সমাধান নিয়ে কথা বলি
লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর- শেষ পর্ব
মোবাইল ফোন , ডেভেলপমেন্ট ও বাংলাদেশের সম্ভাবনা
মাননীয় নির্বাচন কমিশনার , আমার জাতীয় পরিচয়টা যদি
(নারী) পুরুষের যৌণ সমস্যা নাকি আমাদের শিক্ষার সমস্যা ?
---------------------------
এই পোস্টটি কেউ কোথাও শেয়ার করতে চাইলে নির্দ্বিধায় করতে পারেন। আগাম ধন্যবাদ।